কয়েকটি ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ11 months ago

আমি @rahimakhatun
from Bangladesh

১৯ ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ ।

৩ই অক্টোবর ২০২৩খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর (শরৎকাল) ।

কয়েকটি ছবি একসাথে।

384537564_1029940061762767_5834069273041533982_n.jpg

রাতে নাকি মৃদু ভূমিকম্প হয়েছে, অথচ আমি টের পাইনি তবে ভূমিকম্প হওয়ার পর কি যেন একটু ঝাঁকি টের পেলাম পরে খবরে দেখলাম আমি টের পাওয়ার এক ঘন্টা আগে ভূমিকম্প হয়ে গিয়েছে, মনে মনে ভাবছি অনেক ব্যস্ততা এবং অসুস্থতার জন্য হয়তো গন্ডারের মত পরে টের পাই 😉😉।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আসলে কাল হাসপাতালে যাওয়ার কারনে এত বেশি টায়ার্ড লাগছিলো আর পোস্ট করতে পারিনি, তাই সকাল সকাল পোস্ট নিয়ে বসে পরলাম।আজ কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম।বেশ কিছু দিন আগে কৃষিমেলায় গিয়েছিলাম সেখানে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছিলাম।বিভিন্ন জায়গা থেকে মানুষ যার যার ছাদ বাগানের বেশ কিছু গাছ এনেছিলো পরিচিত মানুষের সাথে গাছ বিনিময় করতে।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে কিছু ফোটোগ্রাফি শেয়ার করবো। আসলে আমি তেমন ফোটোগ্রাফি করতে পারি না ,তারপর ও সবার দেখি একটু আকটু চেষ্টা করি। আমার এই গ্রপে অনেকে অনেক সুন্দর সুন্দর ফোটোগ্রাফি করে যা দেখতে আমার বেশ ভালো লাগে। তো চলুন কথা না বারিয়ে ফোটোগ্রাফি গুলো দেখি আসি।

384535538_6724417717635288_8189141777513906966_n.jpg

এইটা গাঁদা ফুলের ছবি। আমরা সকলেই চিনি এই ফুলটাকে। অনেক রকম কালারের হয়ে থাকে। এই বৈজ্ঞানিক নাম হচ্ছে Tagetes erecta .শীতকালীন ফুল। আমি এই ছবিটি তোলেছি আমার বাসার পাশের নার্সারি থেকে।

385529718_1712513205894389_4581969012707654912_n.jpg
এইটা গাঁদা ফুলের ছবি।তবে অন্য কালারের। শীতকালে এই ফুলগুলো ফুটলে বেশ দারুন লাগে। গাঁদা ফুলের অনেকগুলো কালার এবং অনেক প্রজাতি হয়। তবে আমার কাছে এই প্রজাতিগুলোই ভালো লাগে।

386471275_1674463853037384_7084024902651784_n.jpg
এডোনিয়াম ফুল। অনেক গুলো কালার হয়। দেখতে বেশ ভালো লাগে।

384534544_1279064099477541_7602258383445851437_n.jpg
কাটামুকুট এর বনসাই। দেখতে বেশ কিউট লাগছে আমার কাছে।

384534011_1788892464877154_4965523410189041263_n.jpg
এই গাছটার নাম আমি জানি না।

386830520_789231452976407_4237590300528102511_n.jpg

384535328_538462368453541_8402235510208212582_n.jpg

384535260_723148289650465_268838184263508688_n.jpg

আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flowers
link (Source)

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

<

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে কাটা মুকুট বনসাই এর ফটোগ্রাফি এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 11 months ago 

আপনি ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন। গাঁদা ফুল দেখলাম অনেকদিন পর। প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 11 months ago 

বেশ চমৎকার ফুলের ফটোগ্রাফি করছেন আপনি । আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। বিশেষ করে গাঁদা ফুল এবং এডোনিয়াম ফুলের ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে‌। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

আপু আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এত সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 10 months ago 

আপু আমিও একদমই টের পাইনি ভূমিকম্প হয়েছিল। কিন্তু এর আগে একবার হলো তখন বেশ বুঝতে পেরেছিলাম।যাই হোক আপনি কৃষিমেলায় গিয়ে খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছিলেন।আপনি আমাদের মাঝে সেই ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন। চমৎকার ছিল আপনার তোলা ফটোগ্রাফি গুলো। আর আপনি ফটোগ্রাফি ও খুব সুন্দর ই তোলেন।ধন্যবাদ আপু সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 10 months ago 

রাতে ভূমিকম্প হয়েছে তবে ঝাঁকনিটা একদমই কম মাত্রার।
বড় আকারের কোন ভূমিকম্প হলে আমার মনে হয় ঢাকা শহর মৃত্যু পুরীতে পরিণত হবে।
যাহোক সাবধানে থাকিয়েন।
আজকের পোষ্টের মাধ্যমে অসাধারণ কিছু ফুলের সৌন্দর্য উপভোগ করলাম খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে বড় বড় গাধা ফুল গুলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59834.01
ETH 2665.66
USDT 1.00
SBD 2.46