নাটক রিভিউ। (আমার হয়ে থেকো )

in আমার বাংলা ব্লগ7 days ago
২১ ই আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ ।

৩ ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ ।





প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি নাটক রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো।

Screenshot (47).png

এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নাম আমার হয়ে থেকো
পরিচালক তৌফিকুল ইসলাম
সম্পাদনাপাপ্পু রাজ
অভিনয়েমুশফিক আর ফারহান, সাদিয়া আয়মান, আজিজুল হাকিম, মিলি বাশার আরও অনেকে।
দৈর্ঘ্য৪২ মিনিট
মুক্তির তারিখ২৯ জানুয়ারি ২০২৪
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • সাদিয়া আয়মান- নায়িকা
  • মুশফিক আর ফারহান-রিশাদ
কাহিনী সারসংক্ষেপ

Screenshot (48).png

নাটকের শুরুতেই সাদিয়া আইমন বিয়ের গেটআপে সকালে ঘুম থেকে উঠেছে আর মুশফিক সোফায় ঘুমাচ্ছিলো।পরে নায়িকা ফ্রেশ হয়ে শাশুড়ী আর ননদের সাথে কথা বলছিলো,সকালে কি নাস্তা বানাবে তা জানতে এভাবে তাদের সাথে কথা বলা হয়।শাশুড়ী আর ননদ ও বেশ ভালো নায়িকাকে বেশ ভালোবাসে।

Screenshot (49).png

যখন সকালে নাস্তা করতে বসে, তখন শশুর বেশ প্রসংশা করলো নায়িকার নাস্তার কিন্তু ফারহান রেডি হয়ে অফিস যাওয়ার জন্য তখব তার বাবা বলে অফিস থেকে তো সাতদিনের ছুটিতে কিন্তু ফারহান বলে মিটিং আছে এই বলে নাস্তা না খেয়ে চলে যায়।

Screenshot (50).png

যাই নায়ক নায়িকা বেশ লাজুক টাইপের।তারা একেক জনে লজ্জায় কথা বলতে পারে না।দুইজন দুইদিকে ঘুমায়।ফারহান বেশ দেরি করে বাসায় ফিরে,নায়িকা একা থাকবে বিদায় বোনকে বলে সময় দিতে।তখন বোন নায়িকার সাথে আড্ডা দেওয়ার এক ফাঁকে বলে নায়কের আগে একটা প্রেম ছিলো, মেয়েটা প্রতারণা করেছে।

Screenshot (51).png

মেয়েটা এক সঙ্গে দুইটা প্রেম করতো। এরপর থেকে নায়ক বেশ চুপচাপ হয়ে গিয়েছে। যাই হোক অফিসে থাকা কালীন তার বাবা তাদের হানিমুন করার জন্য টিকের কাটে কিন্তু সে যেতে রাজি হয় না।একদিন নায়িকা রাতের বারোটার দিকে রেডি হয়ে বলে সে পার্টি যাবে।বেশ অবাক হয়ে যায় এতরাতে বাহিরে যাবে, কিন্তু কিছু বলে না। তখন নায়িকা রেডি হয়ে চলে আসে।

Screenshot (53).png

তারপর নায়ক সকালে খুঁজতে থাকে কিন্তু পায় না, তার বাবাকে জিজ্ঞেস করে তংন বলে যানে না পরে তার মায়ের রুমে যেয়ে দেখে নায়িকা ঘুমিয়ে আছে।নায়ক একদিন বলে বাসায় নাস্তা করবে তখন নায়িকা বলে আপনি যেহেতু বাসায় নাস্তা করেন না তাই বানানো হয়নি আপনার টা।

Screenshot (54).png

একটা পর্যায়ে তাদের বেশ ভালো সময় কাটে।হঠাৎ নায়িকার বাবা আসে নায়িকাকে নিতে কারন তার কাজিনের বিয়ে।কিন্তু তার শশুর শাশুড়ীর মন খারাপ হয়ে যায় এক সপ্তাহ বাসায় থাকবে না এমন কি ফারহান ও যেতে দিতে চায় না।কারন সে অনেক বেশি ভালবেসে ফেলেছে।এক মুহূর্তে ও থাকতে পারবে না।তারপর বৃষ্টি হয় তারা একসাথে ছাতা নিয়ে বাহিরে যায়।

Screenshot (55).png

ব্যক্তিগত মতামত:


নাটকটা বেশ সুন্দর ,নাটকের গান এবং সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। এই ধরণের নাটক বেশ সুন্দর লাগে। আসলে দুই জন অচেনা অপরিচিত মানুষ কোন এক মায়াতে একসাথে বসবাস করে সুখে শান্তিতে। একটা সময় কেউ কাউকে ছাড়া থাকতে চায় না।

ব্যক্তিগত রেটিং:

৯/১০

নাটকের লিংক


div>

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy screenshort

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Sort:  
 7 days ago 

এই নাটকটি বেশ কিছুদিন আগে দেখেছি। খুবই সুন্দর একটি নাটক। তাছাড়া সাদিয়া আইমান ও মুশফিক আর ফারহান অসাধারণ অভিনয় করেছিল। সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার করার জন্য ধন্যবাদ।

 5 days ago 

আসলেই মুশফিক আর সাদিয়া আইমনের অভিনয় বেশ ভালো লেগেছে। ধন্যবাদ

 7 days ago 

খুব সুন্দর একটা নাটকের রিভিউ দিয়েছেন আপু। এই নাটকটা আগে কখনো দেখা হয়নি। নাটকের নামটা যেমন সুন্দর তেমনই গল্পটাও সুন্দর। নাটকের গল্পটা সম্পর্কে জেনে বেশ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আপনি পুরো নাটকের রিভিউ দিয়েছেন। ধন্যবাদ আপু।

 5 days ago 

নাটক টা বেশ সুন্দর আপু সুযোগ পেলে দেখে নিবেন।ধন্যবাদ আপু।

 3 days ago 

খুব চমৎকার একটি নাটকের রিভিউ করেছেন আপু। যদিও নাটকটি দেখা হয়নি কারণ সময় সুযোগ হয়ে ওঠে না নাটক দেখার। তবুও মাঝে মাঝে রিভিউ পড়লে নাটকের কিছুটা হলেও ধারণা নেওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ খুব চমৎকার ভাবে এই নাটকটির রিভিউ শেয়ার করার জন্য। ভালো থাকবেন সর্বদায় ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57684.56
ETH 3120.56
USDT 1.00
SBD 2.33