গল্প:হঠাৎ দেখা । (১ম পর্ব )

in আমার বাংলা ব্লগlast year

আমি @rahimakhatun
from Bangladesh

১৯ এ মার্চ ২০২৩ খৃস্টাব্দ ।

মার বাংলা ব্লগের সকল সদস্যগন কেমন আছেন ?আমি ভালো আছি । আশা করি আপনারা ও ভালো আছেন ।প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি ,আমি আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করবো।গল্প লিখতে কিংবা পড়তে আমার বেশ ভালোই লাগে।আজ নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে ।

love-story-gc462ef586_1920.jpg

source

<

নীলিমা পরিবারের ছোট মেয়ে, দেখতে মোটামুটি সুন্দরী পড়াশোনায় ও বেশ ভালো। ক্লাস টেনে উঠেছে।স্কুলের টিচাররা বেশ আদর করে।স্কুলে গ্রীষ্মকালীন ছুটি চলছে, বাসা থেকে সবাই পরিকল্পনা করছে ঢাকার বাহিরে ঘুরতে যাবে।এলাকা থেকে পিকনিকে যাবে তাই সব প্রতিবেশী মিলে ধরলো তাদেরকে সাথে যেতে ঢাকার বাহিরে।সবার কথায় তারাও রাজি হলো।


প্রতিবেশীরা মিলে সবাই একটি বাস ঠিক করলো।আসতে যেতে আর মাঝেখানে একদিন মোট তিনদিন ঢাকার বাহিরে ঘুরবে আর মজা করবো।সবাই মিলে রেডি হয়ে বাসে উঠলো।নীলিমা তার বোনের সাথে বসলো আর তার মা বাবা একসাথে।বাস রাতের দিকে ছাড়বে যেতে যেতে রাত শেষে হয়ে সকালে পৌঁছাবে।


নিলীমা যে সিটে বসেছে তার পিছনের সিটে যে বসেছে তাকে চিনতে পারলো না।এক নজর দেখলো ছেলেটা দেখতে শুনতে বেশ সুন্দর। এক দেখায় ভালো লাগার মত।যাই হোক ছেলেটা ও নীলিমাকে খেয়াল করেছে।আগ বারিয়ে বিভিন্ন কিছুতে নীলিমা আর তার পরিবারকে সাহায্য করে যাচ্ছে। কিন্তু তাদের মাঝে কোন কথা হয়নি।যেহেতু রাতের জার্নি তাই কিছুক্ষনের মধ্যেই নিলীমা ঘুমিয়ে গিয়েছে।


রাত পার হয়ে খুব সকালে তারা সিলেট পৌছালো।সিলেটে ঘোরাঘুরি করছে আর ছেলেটার কথা মনে মনে ভাবছে।কিন্তু কোথায় দেখতে পেলো না।পরে যখন তারা মাধবকুণ্ড জলপ্রপাতের দেখার উদ্দেশ্য রওয়া হলো, যখনই ঝরনার কাছাকাছি গেলো ঠিক তখনই ঝরনা দেখে বেশ মন ভালো হয়ে গেলো।এত বড় ঝরনা এত কাছ থেকে নিলীমা কখনও দেখে নি।


ঝরনার পানি ধরার জন্য পাথরের উপর দিয়ে সামনে যাচ্ছে ঠিক তখন পা পিছলিয়ে পরে যেয়ে নীলিমা বেশ ব্যথা পেয়েছে, কিন্তু ব্যথা পাওয়ার চেয়ে বেশ লজ্জা পেয়েছে এত মানুষের সামনে সে পরে গেলো আর মনে মনে চিন্তা করছে ছেলেটি আবার দেখে ফেলেছে কিনা।


তারপর খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি করার পর সন্ধ্যা হয়ে গিয়েছে সবাইকে আবার যার যার সিটে বসে পরার জন্য বলছে সবাই যার যার সিটে বসে পরেছে পরে জানতে পারলো ছেলেটা পাশের বাসার এক ভাইয়ার বন্ধু।


'

যখন জানতে পারলো তখন আর সাহস হয়নি কথা বলার জন্য,কারন কেউ জানাজানি হলে তার মা বাবা জেনে যাবে তাতে অনেক সমস্যা হবে।তাই আর ঐদিকে অন্যদিকে মাইন্ড কনভার্ট করে তারা পরের দিন সকালে বাসার কাছাকাছি পৌছালো।



তারপর আর ছেলেটাকে দেখতে পেলো না। তারপর বেশ কিছুদিন ছেলেটার কথা প্রায় ভুলে গিয়েছে। স্কুল খুলেছে এখন পড়াশুনা নিয়ে ব্যস্ত। একদিন পাশের বাসা থেকে একটি বিয়ে দাওয়াত ,বিয়ে এ তে হলুদের প্রোগ্রাম ও হবে যেতেই হবে।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।


এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

Sort:  
 last year 

আপু গল্পটা অনেক মনোযোগ দিয়ে পড়ছিলাম কিন্তু এমন জায়গায় থামিয়ে দিলেন কি আর করা। যাইহোক মনে হচ্ছে নীলিমা এক দেখায় ছেলেটাকে ভালো ভেসে ফেলছে। তবে অনেক দিন না দেখে ভুলে গেছে। মনে হচ্ছে আবার হলুদের অনুষ্ঠানে দেখা হলে কিছু একটা হবে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়, অপেক্ষায় থাকলাম।

 last year 

দেখা যাক কি হয়😉😉।আগে বলে ফেললে মজা থাকবে না😃

 last year 

নীলিমা ও তার পরিবার প্রতিবেশীদের সাথে তিনদিনের সফরে যাবে তাও আবার ঢাকার বাইরে। এরকম সফর হলে তো আনন্দের সীমা থাকে না। সেক্ষেত্রে নীলিমারও ভালোলাগাটা অনেক বেশি ছিল। সেই সাথে পেছনের ছিটে বসে থাকা সুদর্শন ছেলে থাকলে তো ভালো লাগাটা সীমা ছাড়িয়ে যাবে। যাইহোক, হঠাৎ করে এই সুদর্শন ছেলের সাথে দেখা হয়ে নীলিমার ভালো লেগেছে, এতে করে বোঝা যাচ্ছে নীলিমার মনে সুন্দর ছেলেটিকে নিয়ে ভিন্ন ধরনের চিন্তা ভাবনা বিরাজ করেছে। যাইহোক আপু, নীলিমা ও সুন্দর ছেলেটির হঠাৎ দেখা গল্পে পরবর্তীতে কি হলো, তা জানার জন্য অধীর আগ্রহে পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।

 last year 

আপনি গল্পটি পড়েছেন জেনে বেশ ভালো লাগলো।পরবর্তী পর্ব খুব শীঘ্রই দিয়ে দিব।ধন্যবাদ

 last year (edited)

প্রতিবেশীদের সাথে ভ্রমণ,,কল্পনা করছি। পাশের বাসার ভাবি🤣

যাইহোক অনুমান করতে পারছি হলুদ অনুষ্ঠানে তাদের হঠাৎ দেখা হবে। যাইহোক আপু পরবর্তী পর্বে অপেক্ষায় রইলাম।

 last year 

পাশের বাসার ভাবি😉😉? কল্পনা করতে থাকুন।হা হা

কি বলবো আপু আপনার গল্পটা পড়া শুরু করেছিলাম, খুব মন দিয়েই পড়তে পড়তে আসছিলাম, যখন আপনি থামিয়ে দিলেন খুব খারাপ লাগলো।

তবে আশা করছি নীলিমা প্রথম দেখায় ছেলেটার প্রেমে পড়ে গেছে, এবং তাদের প্রেমের গল্পটা অনেক সুন্দর হবে। এবং হলুদের অনুষ্ঠানেই তাদের ভালোবাসার প্রথম ছোঁয়ার অনুভূতিটা আমরা বুঝতে পারবো।

আপনার গল্পটা অনেক ভালো লেগেছে। পরবর্তী পরের জন্য অপেক্ষায় রইলাম। ইনশাল্লাহ নিশ্চয়ই পরবর্তী পর্ব পেয়ে যাব খুব তাড়াতাড়ি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

 last year 

আমার লেখা গল্পটা পড়েছেন জেনে বেশ ভালো লাগলো।হতেও পারে হলুদে দেখা হতে পারে।ধন্যবাদ আপু শীঘ্রই দিব পরবর্তী পর্ব।

 last year 

হঠাৎ দেখা গল্পের, আজকের প্রথম পর্ব পড়ে খুব ভালো লাগলো। আজকের প্রথম পর্বটি বেশ চমৎকার ছিলো । লিলিমা চরিত্র খুব সুন্দর করে ফুটিয়ে তুলছেন । আগামী পর্বের জন্য অপেক্ষা রইলাম ধন্যবাদ আপনাকে এত সুন্দর গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

পরের পর্ব টা আশা করি আরো মজার হবে।আপনাকে অনেক ধন্যবাদ