প্রবল ইচ্ছে মানুষকে উচ্চতর শিখরে পৌছাতে পারে।

in আমার বাংলা ব্লগ11 months ago

আমি @rahimakhatun
from Bangladesh

৩০ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ ।

১৪ ই সেপ্টেম্বর ২০২৩খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর (শরৎকাল) ।

live-your-dream-2045928_1280.jpg

source

ইদানিং আমাদের এলাকায় লোডশেডিং এর বেশ সমস্যা হচ্ছে। একে তো গরম তার উপর যদি বিদ্যুৎ না থাকে তাহলে কষ্টের আর শেষ থাকে না। বিদ্যুৎ ঠিক করার নাম করে সকাল নয়টা থেকে বিকেল ছয়টা অব্দি বিদ্যুৎ থাকে না।ঢাকা শহর মানেই ঘনবসতি এমন ঘনবসতি জায়গাতে বিদ্যুৎ না থাকলে গরম, পানি এর খুব সমস্যা হয়।বিদুৎ যাওয়ার আগে পানির ট্যাংকি ফুল করে রাখলেও দুই ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যায়।


যাই হোক যখন কিছু করার থাকে না তখন সব কিছু মেনে নিতে হয়।প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি,আজ আমি একটি জেনারেল পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি ইচ্ছে নিয়ে বেশ কিছু কথা বলবো।আসলে মানুষ ইচ্ছে করলেও কিছু কিছু অসাধ্য কাজ সাধন করতে পারে। আসলে কিছু কিছু কাজ শুনতে অসাধ্য মনে হলেও ইচ্ছে এবং চেষ্টা থাকলে তা সহজেই করতে পারে।



এই যেমন বিভিন্ন পএ পএিকায় কিংবা অনলাইনে শুনা যায় অনেক অনেক গরীব, ঠিক মত খেতে পরতে পারে না এমনকি পড়ার জন্য তেমন সুযোগ সুবিধা পায় না তারা সারাদিন কায়িক পরিশ্রম করে বিভিন্ন ভালো জায়গায় পৌছাতে পারে।বেশ কিছুদিন আগে দেখলাম চায়ের দোকানদার বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে আবার কেউ অন্যের বাসার দারোয়ান হয়ে পড়ালেখা করে সরকারি ভালো চাকরি হয়েছে কিংবা ভালো ভালো প্রতিষ্ঠানে চান্স পেয়েছে।

আবার এমন মানুষ ও আছে এত এত সুযোগ সুবিধা থাকার পরেও ঠিকমত নিজের পড়ালেখা টা কন্টিনিউ করতে পারে না।আসলে ইচ্ছে আর পরিশ্রম না করলে যা হয়।

মানুষের অদম্য ইচ্ছে মানুষকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারে।এই যেমন আমাদের এলাকায় একজন তৃতীয় লিঙ্গের মানুষ ছিলো তিনি তার দলবল নিয়ে বিভিন্ন বাসায় যেয়ে যেয়ে বাচ্চা কাচ্চা হলে কিংবা বিয়ে হলে টাকা উঠাতে আসতো।অব্যশ তার ব্যবহার বেশ ভালো ছিলো।অন্যানো তৃতীয় লিঙ্গের মানুষের মত জুলুম করতো না।



তাকে বুঝিয়ে বললে বুঝতো।অনেক সময় কথায় কথায় তার কষ্টের কথা বলতো যে উনি এমন দেখে পরিবার কিংবা সমাজ তাকে অনেক অবহেলা করতো কিন্তু তার বাবা তাকে বেশ সার্পোট করতো বলতো একদিন মানুষের সেবা করার জন্য চেয়ারম্যান হতে। সেও ছোট থেকে ঢাকা চলে আসে তারপর এমন করে চলতো আর তার নিজ গ্রামের জন্য বেশ সাহায্য করতো এক সময় সে বেশ ভালো পরিচিতি লাভ করে তার নিজ গ্রামে তারপর সেখানে যেয়ে ইলেকশন করার জন্য নমিনেশন পায় এবং জনগনের ভোটে জয়ী হয়।
তারপর বেশ ভালো উন্নিতি করছে নিজ গ্রাম গরীবের সাহায্য করা কিংবা স্টুডেন্ট এর সহযোগিতা করা সব।বেশ ভালোই প্রশংসা পাচ্ছে গ্রামের মানুষ থেকে।তার ইচ্ছে এবং চেষ্টায় তাকে অনেক দূরে নিয়ে গিয়েছে। অথচ একটা সময় তৃতীয় লিঙ্গের মানুষ ছিলো বিদায় তাকে সবাই দূর দূর করছে।

আসলেই ভালো কাজের ইচ্ছে আর চেষ্টা আমাদের সকলেই চালিয়ে যাওয়া উচিত। এতে করে সমাজ টা যেমন উন্নত হবে তার পাশাপাশি নিজেকেও উচু পর্যায়ে নিয়ে যাওয়া যাবে।আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

ইচ্ছা শক্তি থাকলে মানুষ সব পারে।
তবে মানুষের ইচ্ছা শক্তিকে দমিয়ে রাখে ভয় আর সামাজিক অপশক্তি। তবে যারা সংগ্রাম করে এগিয়ে যায় তারাই সফলতার শীর্ষে পৌঁছাতে পারে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ভালো ভালো ইচ্ছে এবং চেষ্টা মানুষকে অনেক দূর অব্দি এগিয়ে নেয়।ধন্যবাদ ভাইয়া সাবলীল মতামত দেওয়ার জন্য।

 11 months ago 

প্রবল ইচ্ছা শক্তি মানুষকে নিয়ে যেতে পারে সফলতার দ্বারপ্রান্তে। টিভিতে দেখেছিলাম এবারে দ্বিতীয় লিঙ্গের একজন ব্যক্তি চেয়ারম্যান হয়েছে সেটা যে আপনাদের এলাকায় জেনে ভালো লাগলো। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

আমার এলাকার চেয়ারম্যান না সে অন্য জেলার কিন্তু আগে আমাদের এলাকায় ছিলো।ধন্যবাদ আপনাকে