পেন্সিল ও মার্কার পেন দিয়ে সুন্দর ফুলের আর্ট। [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১৫ ই এ শ্রাবন ১৪২৯ বঙ্গাব্দ।

৩০ জুলাই ২০২২ খৃস্টাব্দ ।


আজ রোজ শনিবার

এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

প্রস্তুত প্রণালী

295275041_597232051966697_8061673409999482019_n.jpg

Art by @rahimakhatun

Device- Galaxy A13

প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি ,নতুন একটি পোস্ট নিয়ে। আজ অনেক দিন পর আঁকাআঁকি নিয়ে হাজির হয়েছি। কি নিয়ে পোস্ট করবো তা ভাবতে ভাবতে ,খাতা পেন্সিল নিয়ে বসলাম। তারপর মনের মাধরী মিশিয়ে নকশা আঁকলাম।মাঝে মাঝে আঁকাআঁকি করতে ভালো লাগে।

ফুলের ছবি

295398168_1249307538941534_3054293824949906451_n.jpg

Art by @rahimakhatun

Device- Galaxy A13

আজ অনেক পর রং এবং পেন্সিল নিয়ে আঁকাআঁকি করতে বসেছিলাম। যদিও আমি তেমন আঁকতে পারি না। তবে ছোট বেলা থেকে একটু একটু ফুল আঁকতাম। মনের মতো করে। কত ফুল এঁকে জামায় হাতের কাজ করতাম রং যে রঙের সুতা দিয়ে। দিন দিন কেমন জানি বেশ অলস হয়ে যাচ্ছি। আসলে প্রযুক্তি উন্নয়নে আমরা কেমন জানি দিন দিন অলস হয়ে যাচ্ছি। এখন আর তেমন নিজের প্রতিভাকে কাজে লাগাতে চাচ্ছি না। আগে শখ ছিল নিজের জামার কাজ নিজে আঁকবো এবং হাতের কাজ করবো। অন্য রকম ভালো লাগা কাজ করতো। কিন্তু এখন মনে হয় একটু সুযোগ পেলেই মোবাইল ,ইন্টারনেট নিয়ে পরে থাকি। যাই হোক চলুন দেখি কিভাবে কি করলাম।

✍🖍আঁকাআঁকি নিয়ে কিছু কথা ✍🖍

294927036_612583493814495_5424546427569287166_n.jpg
আমি আগেই বলেছি আমি তেমন কিছু পারি না। এইখানে হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে।

এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ

296053293_718905289174901_6306291888344941138_n.jpg

উপকরণঃ
🔺 খাতা 🔺পেন্সিল 🔺 স্কেল 🔺রং পেন্সিল
প্রস্তুত প্রণালী


১ম ধাপ

295488228_1763007670735075_443907134713765904_n.jpg
প্রথমে আঁকাবাঁকা শেপ দিয়ে নিলাম।

২য় ধাপ

294568707_723966065557841_812618801154728433_n.jpg

প্রথমে আঁকাবাঁকা শেপ দিয়ে নিলাম। ভিতরের কলিটা একে নিলাম।

৩য় ধাপ

294514925_426676419393946_7973854740575026651_n.jpg
আস্তে আস্তে পাতা এঁকে নিলাম।

৪র্থ ধাপ

296635967_1522720891523390_570643039767163938_n.jpg
পুরোটা ফুল এঁকে নিব।

৫ম ধাপ

কলি লতাপাতা এঁকে নিব।
এবার রং করার পালা।

295132025_598252028677626_7224887384366716751_n.jpg

295860015_1137412503790340_6450851631638321234_n.jpg

294927036_612583493814495_5424546427569287166_n (1).jpg

শেষ হয়ে গিয়েছে আমার আঁকা ফুল ।

আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy design

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

পেন্সিল মার্কার পেন দিয়ে খুবই সুন্দর চিত্র অঙ্কন করেছেন। ফুলের চিত্র অংকনটি আমার অনেক ভালো লেগেছে। ধাপে ধাপে উপস্থাপন দেখে ভালো লাগলো।

 2 years ago 

পেন্সিল মার্কার পেন দিয়ে খুবই সুন্দর চিত্র অঙ্কন ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাই। পাশেই থাকবেন।

 2 years ago 

লাল-হলুদের কম্বিনেশনে বেশ চমৎকার একটি ছবি তৈরি করে ফেলেছেন পেন্সিল এবং মার্কার পেন দিয়ে, খুবই সুন্দর হয়েছে আমার খুবই ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সাথে কিন্তু কমলা ও সবুজ ছিলো।হা হা।ধন্যবাদ অসংখ্য 🌸

 2 years ago 

পেন্সিল ও মার্কার পেন ব্যবহার করে চমৎকার একটি ফুল অংকন করেছেন আপু।যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর এবং মনমুগ্ধকর একটি ফুলের চিত্রাংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সুন্দর এবং মনমুগ্ধকর একটি ফুলের চিত্রাংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ

 2 years ago 

আপনার প্রতিটি কাজ আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সাজিয়ে গুছিয়ে পোস্ট করেন। আজকে আপনি পেন্সিল ও মার্কার পেন দিয়ে সুন্দর ফুলের আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আমার প্রতিটি কাজ আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো।আপনার ডিজিটাল আর্ট গুলোও বেশ সুন্দর। ধন্যবাদ

 2 years ago 

পেন্সিল ও মার্কার পেন দিয়ে সুন্দর ফুলের আর্ট করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

নিখুঁত ভাবে আপনি কমেন্ট করেছেন ভাইয়া।আপনাকে অনেক ধন্যবাদ।শুভেচ্ছা রইল

 2 years ago 

খুবই চমৎকার একটি ফুলের পেইন্টিং করেছেন এবং কালার কম্বিনেশন টা যথাযথ ছিল। সব মিলিয়ে দারুন একটি পেইন্টিং উপহার দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপনার সুস্বাস্থ্য কামনা করি।

 2 years ago 

আপনার ও সুস্বাস্থ্য কামনা করি।ধন্যবাদ

 2 years ago 

আগে শখ ছিল নিজের জামার কাজ নিজে আঁকবো এবং হাতের কাজ করবো

আপু আপনার হাতের কাজ তো অনেক সুন্দর দেখে বোঝা যাচ্ছে। নিজের শখ পূরণ করে ফেলেন আপু। এখন থেকে শুরু করে দেন আপু নিজের জামার কাজ করা।

 2 years ago 

জামার কাজ তো আগে করতাম,এখন করি না।ভালো লাগে না।অলস হয়ে গিয়েছি।ধন্যবাদ

 2 years ago 

পেন্সিল এবং মার্কার পেন ব্যবহার করে খুব সুন্দর করে একটি চিত্রাঙ্কন উপস্থাপন করেছেন আপনি। ফুলটি দেখতে বেশ ভালো লাগতেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

পেন্সিল এবং মার্কার পেন ব্যবহার করে সুন্দর চিএাঙ্গন করেছি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।শুভেচ্ছা রইলো। 🌹🌹

 2 years ago 

মনের মাধুরী দিয়ে খুব সুন্দর একটি ফুলের অঙ্কন করেছেন আপু। ভাল লাগছে আপনার অঙ্গনটি। আর ঠিক বলেছেন আসলে প্রযুক্তি আমাদেরকে অনেক অলস করে দিচ্ছে আমরা আসলে সারাদিন এর মাঝে থাকতেই এখন ভালোবাসি।

 2 years ago 

অলস মানি প্রচুর অলস,,বিশেষ করে আমি,যা না বললেই নয়🤪🤪।

 2 years ago 

বাহ,খুব সুন্দর হয়েছে ফুলটি আপু।মনে হচ্ছে সদ্য ফোঁটা।রঙের ব্যবহার ও ধাপগুলো সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে,শুভকামনা রইলো।

 2 years ago 

সদ্য ফোঁটা ফুল।হা হা বেশ ভালো লাগলো আপু।ধন্যবাদ শুভ কামনা রইলো

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57810.45
ETH 3116.57
USDT 1.00
SBD 2.43