রঙিন পেপার ও গ্লিটার পেপার দিয়ে কলম ডেকোরেশন ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১ লা অগ্রহায়ন , ১৪২৯ বঙ্গাব্দ

১৬নভেম্বর ২০২২ খৃস্টাব্দ ।


আজ রোজ বুধবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



প্রস্তুত প্রণালী

315322221_1295521237880592_2125852760299465350_n.jpg

made by @rahimakhatun

Device- Galaxy A137F

কাল রাতে বসে বসে চিন্তা করছিলাম রঙিন কাগজ কিংবা গ্লিটার পেপার দিয়ে কি বানানো যায় ,তারপর ফোনে একটি ভিডিও দেখতে পেলাম একটি কলম কে সুন্দর করে ডেকোরেশন করছে । তারপর মনে মনে ভাবলাম আমি ও এমন করে ডেকোরেশন করে আমার ছেলেকে দিলে ও খুব খুশি হবে। তারপর যেই ভাবা সেই কাজ। বানাতে বানাতে অনেক সময় লেগেছিলো,তাই আর রাতে পোস্ট করতে পারিনি। সকালে সব কাজ শেষ করে লিখতে বসলাম।

314923250_825939732049041_7699781004524713174_n.jpg

হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ

313905409_999697324754568_2384266973796042852_n.jpg

  • 🔶স্কেল
    • 🔶কাঁচি
      • 🔶পেন্সিল/কলম
        • 🔶গ্লিটার ও রঙিন পেপার
          • 🔶পুঁতি
          • প্রস্তুত প্রণালী

            ১ম ধাপ

            315500569_1006096930139014_5733808044682947012_n.jpg

            প্রথমে আমি একটি সাদা কাগজে আঠা লাগিয়ে কলমের গায়ে পেঁচিয়ে নিব।

            ২য় ধাপ

            315351961_817322562677086_357701041150212861_n.jpg

            তারপর চিকন করে নীল কালার কাগজ কেটে সাদা কাগজের উপর পেঁচিয়ে নিব।

            ৩য় ধাপ

            315461658_718367306559490_5155604236757624319_n.jpg

            তারপর (৮*৮) সাইজের একটি কাগজ নিয়ে দুই ভাঁজ করে একটা লাভ চিহ্নের শেপ দিব।

            ৪র্থ ধাপ

            315297748_827527065200234_55328979346465389_n.jpg

            এরপর গ্লিটার পেপার উল্টো করে সাদা কাগজের শেপের মত করে এঁকে নিব।

            ৫ম ধাপ

            315519526_439687441662766_5539119976091772728_n.jpg

            তারপর (৫*৫ ) সাইজের একটি নীল কাগজ নিয়ে দুই ভাঁজ করে একটা লাভ চিহ্নের শেপ দিয়ে কেটে আঠা লাগিয়ে দিব।

            ৬ষ্ঠ ধাপ


            315531073_864682894694189_7857551205882371184_n.jpg

            আঠা দিয়ে গ্লিটারের উপর লাগিয়ে নিয়েছি।

            ৭ম ধাপ

            315109261_1146505045996255_4672519878408792440_n.jpg

            আঠা দিয়ে পুঁতি লাগিয়ে নিচ্ছি।

            ৮ম ধাপ

            315185838_523028899684027_8371305994956730377_n.jpg

            কলমের উপর আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে।

            315276623_1230303647700762_3042528634375331515_n.jpg

            ভালো করে সাজিয়ে নিলাম।

            হয়ে গেলো রঙিন পেপার এবং গ্লিটার পেপার দিয়ে কলম ডেকোরেশন । আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

            ধন্যবাদ সবাইকে

            device Galaxy A13
            LocationDhaka
            photograpy papers cutting

            Sort:  

            এই কলম নিয়ে যদি আমি পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসি, তাহলে নির্ঘাত ফেল করব। কারণ পরীক্ষার হলে বসেই তো আমি এদিক-ওদিক তাকাবো কে কি লিখছে। কিন্তু আপনার এই কলম নিয়ে যদি পরীক্ষার হলে লিখতে বসি, তাহলে পরীক্ষায় যিনি গার্ড দেবেন তার নজর আমার কলমের দিকে থাকবে। তাই আমার এদিক-ওদিক আর তাকানো হবে না,ফলে ফেল করা অবধারিত।😭

             2 years ago 

            তাহলে এই কাহিনী,পরীক্ষার হলে এদিক ঐদিক খালি তাকানো হয়😂।আরে এটা তো জাদুর কলম,আরো ভালো ভাবে পরীক্ষায় প্রথম হবেন😂😂

             2 years ago 

            এমন জিনিস বাচ্চাদের দিলে ওরা অনেক পছন্দ করে। আপনার ছেলেও নিশ্চয়ই পছন্দ করবে। আপনি অনেক ধৈর্য সহকারে এটি তৈরি করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর একটি পোস্ট আমাদের কে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবে আরও সুন্দর সুন্দর পোস্ট আমাদের কে উপহার দিবেন।

             2 years ago 

            আসলে তেমন একটা কঠিন কিছু না,তাই তেমন ধৈর্য্য এর ও প্রয়োজন হয় না।😂আর আমার ধৈর্য নাই বললেই চলে আপু

             2 years ago 

            আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি কলম ডেকোরেশন করেছেন। গ্লিটার পেপার এবং রঙিন কাগজ দিয়ে তৈরি করার কারনে খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। যা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পুঁতি দেওয়ার কারনে আরো বেশি আকর্ষণীয় লাগছে।

             2 years ago 

            আমি এই প্রথমই কলম ডেকোরেশন করেছি।পুঁতি দেওয়াতে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

             2 years ago 

            আপনি খুব সুন্দর ভাবে কলমটি ডেকোরেশন করেছেন দেখে খুবই ভালো লাগছে। আপনার তৈরি করার ডেকোরেশন দেখে আমিও চেষ্টা করব এমন একটি ডেকোরেশন করার। শুভকামনা রইল আপনার জন্য।

             2 years ago 

            তেমন কঠিন কিছু,আপনি চেষ্টা করলে আরো সুন্দর করে তৈরি করতে পারবেন।ধন্যবাদ আপু

             2 years ago 

            অসাধারণ সুন্দর হয়েছে আপু।উপহার হিসেবে বেশ ভাল লাগে। আমার স্টুডেন্ট আমাকে গিফট করেছে একটা।যদিও ওর টা তে পুতি ছিল না। আপনার টা আরো বেশি সাজানো।ধন্যবাদ আপু সুন্দর একটি হস্তশিল্প আমাদের সাথে শেয়ার করার জন্য।

             2 years ago 

            হুম,ছোট বাচ্চাদের কে গিফট করলে তারা খুব খুশি হবে।আমার বাবু দেখে খুব খুশি হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত করার জন্য।

             2 years ago 

            রঙিন পেপার ও গ্লিটার পেপার দিয়ে কলম ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে। এখন আমাকে উপহার দিয়ে দেন🤪। তাহলে ভালো হবে। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে। তৈরি করার পর সহজে পোস্ট করা শেষ হয় না। যাইহোক আজকে এই পোস্টটি করেছেন দেখে ভালো লাগলো।

             2 years ago 

            আপু,,বাসায় আসেন আপনাকে গিফট করি।আর আপনিও যা সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারেন।আপনি তো আমাদের আইডল।

             2 years ago 

            রঙিন পেপার ও গ্লিটার পেপার দিয়ে কলম ডেকোরেশন টা অসম্ভব সুন্দর লেগেছে। আইডিয়া বেশ সুন্দর ছিল। আসলে সুন্দর সুন্দর আইডিয়া গুলো দেখতে বেশ ভালো লাগে আমার কাছে। এইটা যে কাউকে উপহার দিলে অনেক খুশি হবে। আমি একদিন চেষ্টা করবো সময় করে দেখি পারি কিনা। বানানোর প্রসেস টা অনেক ভালো লেগেছে। সহজভাবে দেখিয়েছেন যে কেউ চাইলে চেষ্টা করতে পারবে।

             2 years ago 

            বাহ রঙিন পেপার ও গ্লিটার পেপার দিয়ে খুব সুন্দর ভাবে আপনি কলম ডেকোরেশন করেছেন কালার কম্বিনেশন দারুন ছিল।ডাইটি তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি ব্যাখ্যা করেছেন। ধাপগুলো দেখে যে কেউ ডাইটি প্রস্তুত করতে সক্ষম হবে। ধন্যবাদ আপনাকে রঙিন পেপার ও গ্লিটার ডাইটি শেয়ার করার জন্য আপু।

             2 years ago 

            আপু আপনি রঙিন পেপার ও গ্লিটার পেপার দিয়ে কলম ডেকোরেশন করেছেন দেখতে অসাধারণ হয়েছে। পুঁতি গুলো সুন্দর করে সাজিয়ে দেওয়ার কারনে দেখতে বেশ ভালোই লাগতেছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে আপু।

             2 years ago 

            আসলে আমি ভেবেছিলাম অনেক পুঁতি আছে,পরে দেখি তেমন পুঁতি নাই, তাই পাতলা পাতলা করে লাগিয়েছি।আরো ঘন ঘন করে লাগাতাম।

             2 years ago 

            ইচ্ছা আর বুদ্ধি থাকলে কি না করা সম্ভব!কলমটার লুক কই থেকে কই এনে দিয়েছেন!এটাই ক্রিয়েটিভিটি😊।
            খুব সুন্দর লাগছে দেখতে।এমন কিছু দেখলে মন এমনিই ভালো হয়ে যায়।শুভ কামনা রইলো।

             2 years ago 

            হা হা😜😜।আর বুদ্ধি, বেশি বুদ্ধি থাকলে আবার ঝামেলা হয়😂।আসলেই এইটা ক্রিয়েটিভিটি😜

            Coin Marketplace

            STEEM 0.19
            TRX 0.16
            JST 0.033
            BTC 64041.25
            ETH 2762.17
            USDT 1.00
            SBD 2.66