এলোমেলো কিছু ফোটোগ্রাফি -{১০% বেনিফিট @shy-fox এর জন্য}
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
আমি @rahimakhatun
from Bangladesh
|
---|
Device- Galaxy -A13
----------------------------------------------------------------
|
---|
লোকেশন :মাতুয়াইল নারাণগঞ্জ ।
ডিভাইস :স্মার্টফোন ।
তারিখ :১২জুলাই ২০২২।
সময়:বিকাল ৪.৫৫মিনিট ।
|
---|
লোকেশন :মাতুয়াইল নারাণগঞ্জ ।
ডিভাইস :স্মার্টফোন ।
তারিখ :১২জুলাই ২০২২।
সময়:বিকাল ৪.৫৫মিনিট ।
|
---|
ছাদের পানিতে আকাশের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ,আমার কাছে খুব ভালো লেগেছিলো ,তাই দেরি না করে ছবি তোলে নিলাম।
লোকেশন :মাতুয়াইল নারাণগঞ্জ ।
ডিভাইস :স্মার্টফোন ।
তারিখ :১২জুলাই ২০২২।
সময়:বিকাল ৪.৫৫মিনিট ।
|
---|
কিছুদিন আগে ইনডোর গাছের জন্য গিয়েছিলাম নার্সারিতে ,তখন সূর্যের ছবি তোলা।
লোকেশন :পাইটি ।
ডিভাইস :স্মার্টফোন ।
তারিখ :২০ অক্টোবর ২০২২।
সময়:বিকাল ৫.১৯মিনিট ।
|
---|
লোকেশন :পাইটি ।
ডিভাইস :স্মার্টফোন ।
তারিখ :২০ অক্টোবর ২০২২।
সময়:বিকাল৪ .১৯মিনিট ।
|
---|
লোকেশন :পাইটি ।
ডিভাইস :স্মার্টফোন ।
তারিখ :২০ অক্টোবর ২০২২।
সময়:বিকাল৪ .১৯মিনিট ।
|
---|
এই লোকেশনটা বেশ সুন্দর।
লোকেশন :পাইটি ।
ডিভাইস :স্মার্টফোন ।
তারিখ :২০ অক্টোবর ২০২২।
সময়:বিকাল৪ .১৯মিনিট ।
|
---|
দূর থেকে সূর্যটা বেশ ভালো লাগছিলো তখন চলন্ত অটো থেকে এই ছবি তোলা।
লোকেশন :ডেমরা ।
ডিভাইস :স্মার্টফোন ।
তারিখ :২০ অক্টোবর ২০২২।
সময়:বিকাল৫ .২৫মিনিট ।
বেশ কয়েকটি ছবি শেয়ার করে আমার খুব ভালো লাগলো ,আমি ভাবতেও পারিনি আজকে পোস্ট করতে পারবো ,কারণ লিখতে বসে ৫ মিনিট পর পর বেশ কয়েকবার বিদ্যুৎ চলে গিয়েছিলো।
আজ আর লিখবো না। আবার আসবো অন্য কোনোদিন অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
ধন্যবাদ সবাইকে
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ওরে ফটোগ্রাফার রে 😅,, একদম পানিতে চুবানি শেষমেশ 🤣,, ইস কেউ ভিডিও করে নাই ☹️, কেন যে আমি ওখানে থাকলাম না! তাহলে আমিও কটকটির ভাগ পাইতাম 😊।
আকাশ আমার নিজেরও বেশ পছন্দের। আর শেষ বিকেলে বর্ণিল সাজে আরো চমৎকার লাগে। দুই নম্বর ছবিটা ফাটাফাটি লেগেছে আমার। মনে হলো হাত দিয়ে ধরে বাড়িতে নিয়ে যাই আকাশটা 🥰। আর ঐ ছাদটা কি নতুন ঢালাই দেওয়া ছিল নাকি ? পানি আর ছাদ দুইটাই দেখি চকচক করছে। হিহিহিহি।
লাইন দুইটাতে ছোট্ট করে একটু সংশোধন করে দেবেন আপু। 🙏
না না কেউ ভিডিও করতে পারেনি,তার আগেই আমি উঠে পরেছি।আমি জানতাম আপনি এই কাজেই করবেন🤣।
এলোমেলো ফটোগ্রাফিগুলোর যেমন দেখতে ভালো লাগে ফটোগ্রাফি গুলো করতে ও আমাকে অনেক ভালো লাগে। তাছাড়া আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আপু।
আপনার জন্য শুভকামনা রইল
আপু আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে বেশ সুন্দর হয়েছে। বিশেষ করে ৬ ও ৭ নম্বর ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। ছাদের উপরে পানির খুব সুন্দর একটি ফটোগ্রাফি করেছেন।সাধারণ কিছু জিনিসকে অসাধারণ ভাবে ফুটিয়ে ক্যামেরাবন্দি করেছেন আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
কটকটি আমাদেরও একটু দিতেন 😜। এত ভালো একজন ফটোগ্রাফারের ক্যামেরা বিক্রি করা কটকটি, ইস মিস করলাম🤭।
ছাদের পানিতে আকাশের প্রতিচ্ছবি সত্যি অসাধারণ লাগছে দেখতে। এছাড়াও ৬ এবং ৭ নম্বর ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আমাদের এদিকে তো রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বাতাস হয়েছে। বাহিরে বের হলে যেমন যেন বাতাস আটকে ধরে রেখেছে এরকম মনে হয়। এখন তো আবহাওয়া বেশ ভালোই আছে। আপনি আগে একবার ফটোগ্রাফি করার সময় পা পিছলে পানিতে পড়ে গিয়েছিলেন ফটোগ্রাফি করার সময় একটা ফোকাস রেখে করা উচিত। ফটোগ্রাফি করতে অনেক সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। আপনার এই ফটোগ্রাফি গুলো খুবই ভাল ছিল।
আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো আপনি কিছু চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিশেষ করে সূর্য অস্তে ফটোগ্রাফি গুলো খুবই দুর্দান্ত হয়েছে। এত অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
সূর্য অস্ত্রের ছবিটা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।মাঝে মাঝে ফটোগ্রাফি করতে ভালো লাগে।আপনাকেও অনেক ধন্যবাদ
মেঘলা দিনে এলো মেলো খুব দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনি।খুবই সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো।আর খুব সুন্দর ভাবে গুছিয়ে আপনি উপস্থপনা করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।এগিয়ে যান আপু।
আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলা বেশ চমৎকার হয়েছে আপু। আপনি সব কাজেই বেশ দক্ষ। এ কারণে এবার ব্লগার অফ দা উইক হতে পেরেছেন। আপনাকে দেখে এবং আপনার কাজ দেখে অনেক উৎসাহিত বোধ করি। এভাবেই এগিয়ে যান এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।
ঠিক বলেছেন আপু,ঘূর্ণিঝড়ের ফলে যে ঝড়ো বাতাস বইছে তাতে শীত নামবে।তবে আপনার ফটোগ্রাফি করতে গিয়ে পানিতে পড়ে যাওয়া, তারপর এদিক ওদিক তাকিয়ে দেখা,শেষমেশ কটকটি কিনে খাওয়ার গল্পটি বেশ মজার ছিল।আপনার মামা বাড়িতে গিয়ে তোলা ছবিগুলো ভালো হয়েছে।ধন্যবাদ আপনাকে।