গ্লিটার পেপার দিয়ে ক্রিসমাস বেল তৈরি ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh
২৪ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ ।

৯ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ ।


আমার বাংলা ব্লগের বাংলাভাষী সদস্যগন সকল কেমন আছেন ?আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি।


প্রস্তুত প্রণালীর কিছু ছবি

314469359_1811781899162732_7809607857527072585_n.jpg

made by-@rahimakhatun

Device- Galaxy A13

বেশ গলা ব্যথা,কবে যে ওয়েদারটা পুরোপুরি ঠিক হবে।না ঠান্ডা না গরম, যার জন্য প্রতিটি ঘরে ঘরে মানুষ অসুস্থ। গরমের জন্য সারাক্ষন ফ্যান অন রাখা লাগে, সেই ফ্যানের বাতাসে মানুষের সর্দি,কাশি জ্বর হচ্ছে।আমাদের ও একই অবস্থা। আমার ছেলে আর আমি দুই জনেই অসুস্থ। যাই হোক প্রতি দিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্লিটার পেপার দিয়ে ক্রিসমাস বেল।

ক্রিসমাস বেলের ছবি

314819210_1253134198875902_2319219543466616184_n.jpg

এই বেল বানাতে গিয়ে বেশ ঝামেলায় পড়েছিলাম। আমি আগেও বলেছিলাম আমি গ্লু টা ভালো করে ব্যবহার করতে পারি না। ইলেকট্রিক লাইন দিয়ে আর অফ করিনি ,যার জন্য অনেক গ্লু পড়ে গিয়েছে। এটা ব্যবহার করতে এই জন্যই আমার বিরক্ত লাগে। যাই হোক তারপর ও আমি শেষ করতে পেরেছি।

314545902_1080658646134876_136155878514944606_n.jpg

হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

প্রয়োজনীয় উপকরণ

314448526_859341501917035_7379638627126528983_n.jpg

  • 🔶স্কেল
    • 🔶কাঁচি
      • 🔶পেন্সিল/কলম
        • 🔶পেন্সিল কম্পাস
          • 🔶গ্লুগান
            • 🔶গ্লিটার ও রঙিন পেপার
              • 🔶পুঁতি
              • প্রস্তুত প্রণালী

                ১ম ধাপ

                প্রথমে গ্লিটার পেপারের পিছনের আঠা কমানোর জন্য পাউডার ছিটিয়ে দিবো। তারপরপেন্সিল কম্পাস দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিবো।

                314436673_640767931164458_9178412058428097442_n.jpg

                ২য় ধাপ

                তারপর কেঁচি দিয়ে কেটে নিবো।

                314450004_823970172214984_6689063300737933545_n.jpg

                ৩য় ধাপ

                তারপর সোজা করে দাগ টেনে নিবো,তারপর কেটে নিবো।

                314481450_638028841304871_7866231073852963667_n.jpg

                ৪র্থ ধাপ

                তারপর চোঙার মতো শেপ দিয়ে নিবো।

                314607161_2435234549948938_5622224871974166964_n.jpg

                ৫ম ধাপ

                তারপর অন্য একটা কালারের পাতার মত শেপ করে কেটে নিবো।

                313375615_5490427624325702_5348133799475622935_n.jpg

                ৬ষ্ঠ ধাপ


                তারপর চোঙার ভিতরে আঠা দিয়ে লাগিয়ে নিবো।

                314573244_1103995223654616_5737756807391624978_n.jpg

                ৭ম ধাপ

                তারপর রঙিন পেপার ভাঁজ করে পাতার মত করে কেটে নিবো।

                ৮ম ধাপ

                তারপর ছোট করে গোল শেপের গ্লিটার পেপারের উপর আঠা দিয়ে পাতাগুলো লাগিয়ে নিবো।

                ৯ম ধাপ

                তারপর গ্লু দিয়ে চোঙা দুইটি লাগিয়ে নিবো।

                314662091_1109337373275117_2094825654840947122_n.jpg

                ১০ম ধাপ

                তারপর পিছনে টাঙানোর জন্য দড়ি আর কয়েকটা পুঁতি লাগিয়ে নিলাম।

                313996205_1138587546763674_2151985605175798596_n.jpg

                হয়ে গেলো রঙিন গ্লিটার পেপার দিয়ে বেল । আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

                ধন্যবাদ সবাইকে

                device Galaxy A13
                LocationDhaka
                photograpy papers cutting

                Sort:  
                 2 years ago 

                আমারও প্রচন্ড গলা ব্যাথা আপু। ওয়েদার চেঞ্জের কারণে কমবেশি সবাই অসুস্থ। যাইহোক আপু আপনি খুব সুন্দর একটি ক্রিসমাস বেল তৈরি করেছেন। গ্লিটার পেপার দিয়ে করার কারণে আরো বেশি সুন্দর লাগছে দেখতে। লাইটিং করার পর আরো বেশি আকর্ষনীয় লাগছে দেখতে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে পুরো পদ্ধতি টি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

                 2 years ago 

                গ্লিটার পেপার দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে আমার খুব ভালো লাগে। আমি গ্লিটার পেসার দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে থাকি। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে গ্লিটার পেপার দিয়ে ক্রিসমাস বেল তৈরি করেছেন। ক্রিসমাস বেল দেখতে বেশ দৃষ্টিনন্দন লাগছে। ধাপে ধাপে আমাদের মাঝে চমৎকারভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

                 2 years ago 

                আর কিছুদিন পরেই ক্রিসমাস ডে, যারা এইদিন টিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেন তাদের জন্য আপনার আজকের পোস্ট টি খুবই কাজে দেবে আপু। গ্লিটার পেপার দিয়ে তৈরি ক্রিসমাস বেল গুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এই রকমের বেল বানিয়ে রুমে রাখলেও দেখতে ভীষণ ভালো লাগবে। আপু আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে পুরো পদ্ধতি টি উপস্থাপন করেছেন যা দেখে যে কেউ অনায়াসে তৈরি করে নিতে পারবে। সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

                ঘরে একটা এসি লাগিয়ে নেন, এই ঠান্ডা গরমের সমস্যা আর থাকবে না। আর পারলে একটু রাত কম জাগেন তাহলে শরীর ভালো থাকবে আশাকরি। আর গ্লিটার পেপার দিয়ে ক্রিসমাস বেল তৈরি করা আগের দিন তো দেখেছিলাম মনে হয়। দেখতে খুব সুন্দর লাগছে। তবে আমার আবার navy blue colour বেশি পছন্দ।

                 2 years ago 

                সত্যি আপু এই ওয়েদারে সবাই অসুস্থ হয়ে পড়ছে। আমিও বেশ কয়েকদিন বাইরে ঘোরাঘুরি করার পর বেশ অসুস্থ অনুভব করছি। জানিনা পুরোপুরি ভাবে কবে ঠিক হব। তবে যাই হোক আপনি আপনার অসুস্থ শরীর নিয়েও সুন্দরভাবে গ্লিটার পেপার দিয়ে ক্রিসমাস বেল তৈরি করছেন দেখে ভালো লাগলো। ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে।

                 2 years ago (edited)

                সামনেই ক্রিসমাস,ডেকোরেশনে অনেক কাজে লাগবে।খুবই সুন্দর হয়েছে বেল গুলো।আপনার বহুমুখী প্রতিভা দেখে আমি মুগ্ধ।আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন।আমিও শিখতে চাই।আর আশা করি আপনি আর ভাগীনা জলদি সুস্থ হয়ে উঠবেন।

                 2 years ago 

                গ্লিটার আর্ট পেপার ব্যবহার করে খুবই সুন্দর একটি ক্রিসমাস বেল তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে অনেক সময় লেগেছে এই ক্রিসমাস বেলটি তৈরি করতে। খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে এটি। দেখে তো খুবই ভালো লাগলো আমার কাছে। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

                 2 years ago 

                প্রথমেই আপু আপনার এবং আপনার ছেলের জন্য সুস্থতা কামনা করছি আল্লাহ তায়ালা কাছে।এই সময়ে মুটামুটি সবার এই অবস্থা হয়েছে।
                আপু আপনি গ্লিটার পেপার দিয়ে ক্রিসমাস বেল তৈরি করেছে দেখতে অসম্ভব সুন্দর হয়েছে।ক্রিসমাস বেল তৈরির প্রতিটি ধাপ আমার কাছে অসম্ভব দারুণ লেগেছে।
                ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

                Coin Marketplace

                STEEM 0.15
                TRX 0.16
                JST 0.028
                BTC 68614.03
                ETH 2441.44
                USDT 1.00
                SBD 2.36