কয়েকটি রেনডম ফটোগ্রাফি। -{১০% বেনিফিট @shy-fox এর জন্য}

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

আজ রোজ শনিবার

কেমন আছেন সবাই?আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে বেশ ভালো আছি।

কিছু ফটোগ্রাফি এক সাথে

আজকে ভেবেছিলাম সকাল সকাল পোস্ট করবো। সকালে উঠেই আমার ভাবি ফোন দিলো একটু নিউমার্কেট যেতে হবে। কি আর করা নাস্তা না করেই ছেলেকে মায়ের কাছে রেখে তারপর রওনা দিলাম বাসা থেকে। বাসা থেকে নিউমার্কেট এর দূরত্ব অনেক বেশি। তার উপর আজ রাস্তায় অনেক জ্যাম ছিল। বাস বসে বেশ মেজাজ খারাপ লাগছিলো। কোন রকম নামলাম প্রথমে নীলক্ষেত। আমার কিছু বই এবং রং কেনার দরকার ছিল। সেগুলা খুঁজতে খুঁজতে বেশ সময় লেগেছিলো। বেশ কয়েকটি দোকান খুঁজে পেলেও দামে বনিবনা হচ্ছিলো না। কি আর করার সব কিছুর দাম যেহেতু বেড়েছে ,তাহলে বই খাতার দাম বাড়বে সেটাই স্বাভাবিক। তারপর বই রং কিনে। নিউমার্কেট এর ভিতরে গেলাম। আজকে ছুটির দিন বিদায় মোটামুটি অনেক মানুষ ছিল। তারপর দুইজন মিলে বেশ কিছুক্ষন ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা করলাম। আমার আবার জিনিস পত্র ঘোরাঘুরি করে দেখে কেনাকাটা করতে ভালো লাগে। ঘোরাঘুরি করে বেশ ক্ষুদা লেগেছিলো ,তারপর কিছু খেয়ে বাসার উদ্যেশে রওনা দিলাম। বেশ ক্লান্ত লাগছিলো ,তারপর ও পোস্ট লিখতে বসেছি। পোস্ট না করলেও ভালো লাগে না। আজকে বেশি কিছু লিখবো না ,আজকে কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো।
লোকেশন :আগারগাঁও।

সময় :১.৫৪ মিনিট।

তারিখ :১৮ জুন ২০২২। ছোট ছোট পাখির বাসার মত। ভিতরে গাছ লাগানো আছে। দেখতে বেশ ভালো লেগেছে। তাই ছবিগুলো তোলে নিলাম।
লোকেশন :আগারগাঁও।

সময় :১.৫৪ মিনিট।

তারিখ :১৮ জুন ২০২২। এই ফুলগুলা কাপড়ের ফুল। দেখতে মনে হচ্ছে একেবারেই সত্যি করি ফুলের মত।
লোকেশন :আগারগাঁও।

সময় :১.৫৪ মিনিট।

তারিখ :১৮ জুন ২০২২। এই জিনিস গুলা মাটির তৈরি। উপরে রং করা। পিছনে চৌম্বুক লাগানো। বিভিন্ন কিছু ডেকোরেশন এবং ফ্রীজের উপর রং লাগালে বেশ ভালোই লাগে।
লোকেশন :আগারগাঁও।

সময় :১.৫৪ মিনিট।

তারিখ :১৮ জুন ২০২২। লোকেশন :আগারগাঁও।

সময় :১.৫৪ মিনিট।

তারিখ :১৮ জুন ২০২২। লোকেশন :আগারগাঁও।

সময় :১.৫৪ মিনিট।

তারিখ :১৮ জুন ২০২২। লোকেশন :আগারগাঁও।

সময় :১.৫৪ মিনিট।

তারিখ :১৮ জুন ২০২২। এই হচ্ছে পাখির বাসা। নারিকেলের খোসা দিয়ে বানানো। বারান্দা সাজানোর জন্য ভালো লাগবে।
লোকেশন :আগারগাঁও।

সময় :১.৫৪ মিনিট।

তারিখ :১৮ জুন ২০২২। লোকেশন :আগারগাঁও।

সময় :১.৫৪ মিনিট।

তারিখ :১৮ জুন ২০২২। আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy tree fair
link source

Sort:  

আজকাল জিনিসপত্রের দাম সত্যিই খুব বেড়েছে। গতকাল আমি গিয়েছিলাম কয়েকটা খাতা আর পেন্সিল কিনতে। আগের থেকে প্রায় চার পাঁচ টাকা করে বেড়েছে খাতার দাম। ভাবছি পড়ালেখা ছেড়ে দেব।🤣 এত টাকা দিয়ে কিনে পড়ালেখা করা সম্ভব হচ্ছে না।

আজকে ভেবেছিলাম সকাল সকাল পোস্ট করবো।

এই কথা তো আপনি প্রতিদিন বলেন। এত ভাবেন কেন আপনি। 😰😰 যাইহোক, কয়েকটা ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে।😊

 2 years ago 

তারাতাড়ি পড়ালেখা ছেড়ে দিন, টাকা পয়সা নষ্ট করে কোন লাভ নেই। চাকরি নেই দেশে হা হা হা।

আমাদের দেশে তো আরো চাকরির আরো সমস্যা। মাঝে মধ্যে ভাবি এত পড়াশুনা করে লাভ হবে তো...🤣🤣

 2 years ago 

ভাবতে তো আর টাকা লাগে না,তাই আরকি ভাবতেই থাকি😂😂।ছেড়ে দেন,এত পড়াশোনা করে কি হবে বলেন😂😂।

 2 years ago (edited)

সকাল থেকে তো দেখছি বেশ দৌড় এর ওপরই ছিলেন। যাইহোক আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি ছোট পাখির বাসা তার ভিতর গাছ লাগানো দেখতে ভালোই লাগছে। মাটির তৈরি ওই জিনিসগুলো দেখে বুঝাই যাচ্ছে না এগুলা মাটির তৈরি। যাইহোক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

হুম,মোটামুটি দৌড়ে র উপর সময় গেলো।যাই হোক,আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। সত্যি আপনার ফটোগুলো দেখে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করলেন। দেখে ভালো লাগলো।

 2 years ago 

আপনার কাছে আমার তোলা ফটোগ্রাফিগুলো ভালে লেগেছে জেনে ভালো লাগলো।আসলে মাঝে মাঝে ফটোগ্রাফি করতে ভালোই লাগে। আপনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়।

 2 years ago 

সবকিছুর দাম বাড়তি আপু।কি আর করার? দরকার তাই আমরা টাকা বেশি হলেও কিনি।আপু আপনার ফটোগ্রাফিগুলো সুন্দর হয়েছে। অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

হুম আপু,আস্তে আস্তে সবকিছু দাম যে হারে বাড়ছে তাতে সব মিলিয়ে চলাটা বেশ কষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপু আপনাকে।শুভেচ্ছা নিবেন।

 2 years ago 

বর্তমান সব কিছুরই অনেক দাম বেড়ে গেছে তাহলে বই খাতার দাম বাড়বে না কেনো। সত্যি আপু অনেক ঘুরাঘুরি করলে ক্ষুদা লাগা স্বাভাবিক। যাইহোক আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

হুম আপু,বই খাতা রং পেন্সিল সব কিছুর দাম যে হারে বাড়ছে তাতে সত্যি সত্যি পড়াশোনা টা কষ্ট হয়ে যাবে।এমনিতেই বাহিরে বের হলেই আমার ক্ষুধা লাগে😂।

 2 years ago 

সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাটির জিনিস আমার কাছে অনেক ভালো লাগে। আর নারকেলের খোসা দিয়ে বানানো পাখির বাসা অসাধারণ লাগছে দেখতে। সব মিলিয়ে বলতে গেলে সবগুলো ফটোগ্রাফি এক কথায় অসাধারণ হয়েছে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু এটা কোন কথা হলো নীলক্ষেত আর নিউমার্কেট ঘুরাঘুরে করে,কিনাকাটা করে আগারগাঁও এর নার্সারির ছবি দিয়ে দিলেন,হা হা হা। প্রথমে ভেবেছিলাম নিউ মার্কেট সম্পর্কে কিছু অভিজ্ঞতা শুনতে পারবো পরে নাসারির মধ্যে অনেক গুলো সুন্দর গাছ,ফুল আর পাখির বাসার ছবি দেখে মনটা ভরে গেল। ধন্যবাদ আপু।

 2 years ago (edited)

নিউমার্কেট সম্পর্কে তো আমার নিজেরও কোন আইডিয়া নেই। এত ভীরের মাঝে ফোন বের ছবি তোললে,পরে আমাকেই আর খুঁজে পাওয়া যাবে না😜

 2 years ago 

আপু আপনার রেনডম ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে আমার।আপনার প্রতিটি ফটোগ্রাফি খুব দারুণ হয়েছে।আপনি ফটোগ্রাফির ক্যাপচার গুলো খুব ভাবে করেছেন।কাপড়ের ফুলগুলো আসলেই মনে হচ্ছে সত্যিকারের ফুল।ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68152.98
ETH 3536.22
USDT 1.00
SBD 2.86