কয়েকটি রেনডম ফটোগ্রাফি ।

in আমার বাংলা ব্লগlast year

আমি @rahimakhatun
from Bangladesh

৩ রা অগাস্ট ২০২৩ খৃস্টাব্দ ।

আজ রোজ বৃহস্পতিবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



কয়েকটি ফটোগ্রাফি এক সাথে

364396835_3128072690820740_6544436498221806129_n.jpg

ছবি তুলেছি@rahimakhatun

Device- samsung SM-A217F


বেশ কিছু দিন অনেক গরম পরার পর এখন আবহাওয়া একটু স্বাভাবিক হয়েছে। বেশ কষ্ট পেয়েছি বেশ কিছু দিন। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে কিছু ফোটোগ্রাফি শেয়ার করবো। আসলে আমি তেমন ভালো ফোটোগ্রাফি করতে পারি না। এই খানে অনেকেই দেখি বেশ ভালো ফোটোগ্রাফি করে যা দেখে আমার বেশ ভালো লাগে। তাও সবার দেখাদেখি মাঝে মাঝে কিছু ফোটোগ্রাফি করি। আগে কোথাও গেলে তেমন একটা ফোটোগ্রাফি করতাম না। কিন্তু এখন যেখানে যাই না কেন চেষ্টা করি ফোটোগ্রাফি করতে। আজকে কিছু রেনডম ফোটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন

365263731_831083548620586_4096237565726325834_n.jpg

এই ছবিটা তুলেছিলাম আমাদের বাসার ছাদ থেকে। বেশ সুন্দর একটা রংধনু। সাতটি রঙের সমন্বয়ে এই রংধনু।সাতটি রং মনে রাখার জন্য আমরা ছোট বেলায় রংধনুকে বেণী আ সহ কলা বলতাম। বেগুনি নীল আসমানী সবুজ হলুদ কমলা এবং লাল সব মিলিয়ে রংধনুর কালার ।

364364728_1018273099441937_8134754027455504063_n.jpg

এই ছবিটা তুলেছিলাম বাসার সামনে ডোবা থেকে। বেশ কয়েক বছর আগে। আমাদের বেলকনি থেকে। কি সুন্দর পদ্মা ফুল ফুটেছে।

364215804_275081141809416_8754424341539539424_n.jpg

364540361_1252246792146757_405957181517621035_n.jpg

এই হচ্ছে মিশরীয় ডুমুর গাছ। অনেক আগে অনলাইন থেকে ৭০০ টাকা দিয়ে কিনে এনেছিলাম। বেশ ভালোই ডুমুর ধরেছে। খেতে বেশ ভালোই। দেখতেও বেশ সুন্দর। ডুমুরের অনেক গুনাগুন রয়েছে।

365381841_815696916921290_719946877856966624_n.jpg
এই ছবিটা তুলেছিলাম ছাদ থেকে। বেশ কিছুদিন আগে নার্সারি থেকে এই বেলি গাছটা কিনেছিলাম। আমার কাছে বেলি ফুল বেশ পছন্দের। ঘ্রাণটা বেশ মিষ্টি।

364546109_601793372061163_1516081000637804196_n.jpg

এই ছবিটা তুলেছিলাম ছাদ থেকে। বেশ কিছুদিন আগে নার্সারি থেকে গোলাপ গাছটা কিনেছিলাম। এই গোলাপের কালারটা বেশ সুন্দর। কিন্তু গাছটা মারা গিয়েছে।

364223101_3057446041218192_5426796636803212966_n.jpg

এই ছবিটা তুলেছিলাম বৃক্ষমেলা থেকে।

364172675_679616416868915_7667682158289645651_n.jpg
এই ছবিটা তুলেছিলাম রাজবাড়ী কুটিয়া থেকে । ঘুরতে গিয়ে বেশ বৃষ্টির কবলে পরেছিলাম। তাও ছিল সাপ্তাহিক ছুটির দিন তাই ভিতরে ঢুকতে পারিনি। বাহির থেকে যতটুকু দেখা যায় তাই তুলে এনেছিলাম।

আজ আর লিখবো না। আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy tree
linksource

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP
Sort:  
 last year 

আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার লাগছে আপু তবে এই ফটোগ্রাফি গুলোর মধ্যে যদি আমার নিজের ব্যক্তিগত পছন্দের কথা বলি তাহলে আপনার তোলা নার্সারি থেকে ফটোগ্রাফি এবং ছাদ থেকে তোলা সাদা বেলি ফুলের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুন্দর ফটোগ্রাফি গুলা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

কে বলেছে আপনি ফটোগ্রাফি করতে পারেন না। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বেলি ফুলের ফটোগ্রাফি এবং মিশরীয় ডুমুরের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে বৃক্ষ মেলা থেকে তোলা ফটোগ্রাফি। কে বলল আপু আপনি ফটোগ্রাফি করতে পারেন না। সত্যি বলতে আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলো মনোমুগ্ধকর লাগে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আপনি যে অনেক ভালো ফটোগ্রাফি করতে পারেন তা আজকে প্রমাণ করে দিলেন, তাই আজকে থেকে বলবেন "হ্যাঁ আমি ভালো ফটোগ্রাফি করতে পারি"।আসলে একটু মনোযোগ দিয়ে চেষ্টা করলে সবই করা সম্ভব। যাই হোক আজকে আমাদের মাঝে যে ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন তার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে রংধনুর ফটোগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য। এবং পরবর্তীতে এর থেকেও সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম।

 last year 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল। প্রত্যেকটি ফটোগ্রাফির থেকে আমার কাছে বেলি ফুলের ফটোগ্রাফি টা সব থেকে বেশি ভালো লেগেছে। তারপরে রাজবাড়ি কুটির থেকে তোলা ফটোগ্রাফিটা ও খুবই চমৎকার ছিল। অনেক সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফি করে সবার মাঝে ভাগ করে নিয়েছেন আপনি। প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর করে করে সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।

 last year 

আমি ফটোগ্রাফি করতে যেমন পছন্দ করি তেমনি ফটোগ্রাফি দেখতেও আমার কাছে খুবই ভালো লাগে। আপনিও খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন যেগুলো খুব সুন্দর ছিল। প্রত্যেকটা ফটোগ্রাফির সৌন্দর্য দেখে আমি তো খুব মুগ্ধ হয়েছি। বেলি ফুল এবং গোলাপ ফুল দেখতে খুব ভালো লেগেছে। আর বৃক্ষ মেলা থেকে তোলা ফটোগ্রাফি টাও খুব সুন্দর ছিল। সব মিলিয়ে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছেন দেখে ভালো লাগলো।

 last year 

আপনি খুব চমৎকার রেনডম ফটোগ্রাফি করেছেন। আসলে এই প্লাটফর্মের সবাই কমবেশি চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব ভালো লাগলো। তবে বেশি ভালো লাগলো আমার কাছে গোলাপ ফুল এবং বেলি ও লাস্ট ফটোগ্রাফিটি যেটি রাজশাহী থেকে ঘুরতে গিয়ে ফটোগ্রাফি করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

আপনার রেনডম ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আসলে ফটোগ্রাফি করা এক ধরনের শখ। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে বেশি ভালো লাগলো গোলাপ ফুল এবং বেলি ফুলের ফটোগ্রাফি। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।পদ্মা ফুল আমার খুবই পছন্দের। তবে অনেক দিন থেকেই দেখা হয় না। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো আপু। খুব সুন্দর ভাবে সব ফটোগ্রাফিগুলো করেছেন এবং শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57372.40
ETH 2456.19
USDT 1.00
SBD 2.41