ভ্রমণ পোস্ট। (সোনারগাঁও জাদুঘর)

in আমার বাংলা ব্লগ2 months ago
৯এ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ ।

২১জুন ২০২৪ খ্রিস্টাব্দ ।



এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

448347099_844164767734222_2341531076810693215_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে ট্রাভেল পোস্ট করবো।আসলে মাঝে মাঝে ঘুরতে বেশ ভালোই লাগে,যদিও খুব বেশি আমি ঘুরতে পারিনা।সময় এবং সুযোগ হয় না তবে সুযোগ পেলে আর দেরি করি না।বেশ কিছুদিন আগে বাসার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম সোনারগাঁও যাব।প্রত্যেক বছর সোনারগাঁও তে একটা শিল্প মেলা হয়।মোটামুটি বেশ কয়েকটা স্টল থাকে আর অনেক জিনিস পাওয়া যায়।গত বছর আমি গিয়েছিলাম একেবারে শেষের দিকে তাই অনেকগুলো স্টল বন্ধ হয়ে গিয়েছিলো।

তাই ভাবলাম এবারও যাই।হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার পর আমার বোনকে বললাম তখন ও রাজি কিন্তু বাসার কিছু কাজ আছে সেগুলো করে যেতে হবে আর ওর ছেলেকে মাদরাসায় পাঠিয়েছিলো ওকে নিয়ে আসতে হবে।ভাবলাম যাবো যখন বাচ্চাগুলোকে নিয়ে যাই তাহলে বেশ মজা পাবে বেশ খোলামেলা জায়গা।যাই হোক সব কাজ শেষ করে আমাদের রেডি হতে হতে প্রায় সারে বারোটা

আমরা অটোরিকশা উঠলাম যখন তখন আযান দিচ্ছিলো আসলে আপুর একটু দেরি হয়ে গিয়েছিলো হঠাৎ সিদ্ধান্ত নিয়েছি তাই এমন হলো তারপর আমরা বাস স্টেশনে গেলাম সেখান থেকে বাসে উঠলাম।তখন হেল্পার বললো খুব তাড়াতাড়ি যাবে কিন্তু এখানেও দেরি, বাস চলে তো চলে না, যাই তো যায় না।আমাদের প্রায় সোনারগাঁও জাদুঘরে যেতেই সময় লেগেছে প্রায় আড়াই টা।কি আর করার আমরা কিছু খাবার কিনে গেলাম টিকেট কেনার উদ্দেশ্য।টিকেট কেনা হলে আমরা ভিতরে প্রবেশ করি।ভিতরে প্রবেশ করে তো আমি অবাক এত এত মানুষ।আসলে সেইদিন ছিলো শনিবার। সপ্তাহিক ছুটির দিন।তাছাড়া স্কুল কলেজের স্টুডেন্ট এবং শিক্ষকরা আসে এখানে পিকনিক করতে।বেশ বড় জায়গা তো তাই।

যাই হোক গিয়ে কয়েকজনকে জিগ্যেস করলাম মেলাটা কোথাও হচ্ছে পরে শুনতে পেলাম মেলা দুইদিন আগে শেষ হ'য়ে গিয়েছে। বেশ কষ্ট পেলাম।

448709160_822540742807243_7464900249287613983_n.jpg

সোনারগাঁও যাবো আর জামদানী শাড়ি দেখবো না তাহলে কি করে হয়।জামদানী শাড়ি আমার বেশ পছন্দের, শুধু কি আমার জামদানী মনে হয় সকলেরই বেশ পছন্দের শাড়ি।কালার থেকে শুরু করে ডিজাইন আমার বেশ ভালো লাগে আমি কয়েকটা কালার দেখলাম তবে মনের মত কালার পাচ্ছি লাম না,তাছাড়া জামদানী টু পিছ ও দেখছিলাম ভালো লাগলে দিব ভাবছিলাম।

448533636_966375371837159_5197835340535845366_n.jpg

448561578_1113535223069134_2094505364259913046_n.jpg

তারপর দেখলাম কিছু পাখা।আমার কাছে কিছু শংঙ্খ পাখা বেশ ভালো লাগছিলো অনেকদিন ধরে খুজছিলাম এই পাখাগুলো তবে আগের মত কোয়ালিটি ফুল নেই।আমাদের বাসায় আগের একটা ছিলো আমার মায়ের হাতে বানানো তবে এখন আর মা বানাতে পারে না একতো তেমন চোখে না আরেক তো বেশ ব্যস্ত সময়।

448667136_1658248698319306_7463313283033029216_n.jpg

448620489_1674597470022089_5821266066586500147_n.jpg

448779254_452123244433209_549665477176771154_n.jpg

447880764_1023987519154184_4576184964032361062_n.jpg

448613686_1875683879614542_4843719988170178890_n.jpg

যাইহোক আজকেএই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

<
device Galaxy A13
LocationSonargaon
linksource

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 months ago (edited)

সোনারগাঁও এর শিল্প মেলা দেখে ভালো লাগলো।আসলে বাচ্চারা খোলামেলা জায়গায় গেলে দারুণ উপভোগ করে।তবে মেলা দুইদিন আগে শেষ হয়ে গিয়েছিল জেনে খারাপ লাগলো।শংঙ্খ পাখা ও কাঠের নৌকাগুলি দেখে খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 2 months ago 

সোনারগাঁও যাদুঘরে তাহলে এখন এগুলো ছাড়া আর কিছুই পাওয়া যায় না?

 2 months ago 

মেলায় অনেক কিছু পাওয়া যায় মেলা ছাড়া মেয়েদের কসমেটিক আর শাড়ি থ্রিপিছ আর টুকটাক খেলনা ছাড়া কিছুই পাওয়া যায় না।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60794.44
ETH 2623.30
USDT 1.00
SBD 2.62