কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

আমি @rahimakhatun
from Bangladesh

৩ই জুলাই ২০২৩ খৃস্টাব্দ ।


আজ রোজ সোমবার

কেমন আছেন সবাই?আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে বেশ ভালো আছি।

358006739_637261361666345_8329731650662824584_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। ফটোগ্রাফিগুলো মোটামুটি অনেক দিন আগের। আগের বলতে আমি বেশ কয়েকদিন আগে আমার ভাইয়ের বাসায় রাজশাহী গিয়েছিলাম। রাজশাহীতে গিয়েছিলাম ট্রেন এ করে ,তবে যাওয়ার সময় ট্রেন থেকে কোনো ছবি তুলতে পারিনি ,করুন এক তো দুপুরের রোদ ছিলো ,তার উপর উল্টো সিট ছিলো ,তাই আর ছবি তুলতে পারি নি। তবে আমরা যখন রাজশাহী থেকে ঢাকার উদেশ্যে ট্রেনে উঠেছি,তখন অনেক ছবি তোলেছি ।

358028925_970626080939455_2733224326157655167_n.jpg

তারিখ : ১ লা সেপ্টেম্বর ২০২২

লোকেশন :যমুনা সেতু থেকে তোলা ছবি।

সময় :সকাল১০.৩৯ মিনিট।

সকাল সকাল ট্রেন জার্নি ছিলো ,যদিও অনেক কষ্ট হয়েছিলো এত সকালে ঘুম থেকে ট্রেন ধরতে ,তবে বেশ ভালো লেগেছিলো। এক তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ,তার উপর হালকা মেঘলা মেঘলা। আমি তখন বেশ কিছু ছবি তোলেছি। আসলে ট্রেনের জানালা দিয়ে ছবি তোলা বেশ রিস্ক ,কারণ অনেক সময় হাত থেকে মোবাইল টান দিয়ে নিয়ে যায় ,তাছাড়া হাত থেকে পরে যাওয়ার চান্স আছে। তাও অনেক কষ্ট করে হলেও ,কিছু সুন্দর সুন্দর লোকেশনের ছবি তোলেছি।

357931977_6160875684032031_3641288907624672920_n.jpg

তারিখ : ১ লা সেপ্টেম্বর ২০২২
লোকেশন :রাজশাহী থেকে ঢাকা ট্রেন থেকে
সময় :সকাল ৯.৩৯ মিনিট।
সবুজ প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। আমি বেশ উপভোগ করেছি সকালের ট্রেন জার্নিটা।

358020677_2010127829320128_3688044467959930956_n.jpg
তারিখ : ১ লা সেপ্টেম্বর ২০২২

লোকেশন :যমুনা সেতু থেকে তোলা ছবি।

সময় :সকাল১০.৩৯ মিনিট।

358044837_1601888583914803_5239659898576544983_n.jpg

তারিখ : ১ লা সেপ্টেম্বর ২০২২
লোকেশন :রাজশাহীর স্টেশন থেকে
সময় :সকাল ৭.৩৯ মিনিট।

357986162_302102578838176_387191039178745322_n.jpg
তারিখ : ১ লা সেপ্টেম্বর ২০২২
লোকেশন :রাজশাহী থেকে ঢাকা ট্রেন থেকে
সময় :সকাল ৮.৩৯ মিনিট।
নদীটা দূর থেকে দেখতে বেশ ভালো লাগছিলো।এই রকম নদী পারে হাটতে বেশ ভালো লাগে।

358021325_817966429679304_8446832898075715938_n.jpg
তারিখ :১ লা সেপ্টেম্বর ২০২২
লোকেশন :রাজশাহী থেকে ঢাকা ট্রেন থেকে
সময় :সকাল ৮.৩৯ মিনিট।
ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম ঝক ঝক ট্রেন চলেছে এই কবিতাটা। আসলেই পুলের উপর বাজনা বাজে ঝন ঝনা ঝন। পুলের উপর গাছ লাগানো।

358007725_995109761666723_5449977500757462488_n.jpg
তারিখ :১ লা সেপ্টেম্বর ২০২২
লোকেশন :রাজশাহী থেকে ঢাকা ট্রেন থেকে
সময় :সকাল ৮.৩৯ মিনিট।

আসলে চলন্ত ট্রেন থেকে ছবি এত স্পষ্ট আমি তোলতে পারি না। জানালা দিয়ে ছবি তোলেছি। ইচ্ছা ছিলো দরজা দিয়ে তোলার ,কিন্তু ছেলেটা বেশ ঝামেলা করছিলো ,তাই ওকে নিয়ে যাওয়ার সাহস করতে পারিনি। আজকে আর লিখবো না। পরবর্তীতে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A13F
Locationfrom the train
Photograpy photography

Sort:  
 last year 

ট্রেনে চড়ার সৌভাগ্য এখন পর্যন্ত আমার হয়নি, তবে ইচ্ছা আছে । আর ট্রেনে বসে প্রচন্ড রোদের ভিতরে উল্টো দিকে বসে ছবি তোলা আসলেই অনেক কষ্টকর ।কারণ রোদের ভিতর এমনিতেই ছবি তুলতে কষ্ট লাগে তারপর উল্টোর দিকে বসলে তো হয় না । ট্রেনের জানালা দিয়ে রিস্ক নিয়ে ছবি না তোলাই ভালো । অনেক সময় ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা আপনি ঠিকই বলেছেন । বাসেও তো বসলে সব সময় সাবধান করে দেয়া হয় যে জানালার ধারে ফোন রাখবেন না ।ছবিগুলো কিন্তু ভালই লাগলো আপু ।

 last year 

ট্রেন জার্নির সময় প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে সময় কেটে যায়। জানালা দিয়ে বাহিরে দেখলে অনেক ভালো লাগে। আপু আপনি দারুন ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে।

 last year (edited)

আপনি খুবই রিক্স নিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আমাদের সাথে শেয়ার করার জন্য। এটা ঠিক আপু চলন্ত যে কোন গাড়ি থেকে ফোন বাহিরে বের করলে অনেক সময় ফোন ছিনতাই হয় বা পরে যাওয়ার ভয় থাকে। তাই পরবর্তীতে আরও সাবধানতা অবলম্বন করবেন আশা করছি। অসংখ্য ধন্যবাদ প্রকৃতির কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

বাহ আপনি খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ট্রেন থেকে। মনে হচ্ছে রাজশাহী যাওয়ার পথটা খুব সুন্দর। কারণ ছবিতে খুব সুন্দর লাগছে। ইচ্ছে করে এমন প্রকৃতিতে মিশে যেতে। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনার ট্রেন থেকে তোলা ছবি গুলো চমৎকার হয়েছে। সত্যি আপনার সাহস অনেক। আপনি রিক্স নিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে পুলের ওপর বাজনা বাজে ঝনঝন দারুণ ছিল পুলের ছবি।আপনাকে অনেক ধন্যবাদ অপু রিক্স নিয়ে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সব আনন্দ দায়ক যার্নি হলো ট্রেইনে যার্নি করা।ভালোই হলো আপু যাওয়ার সময় ছবি তুলতে না পারলেও আসার সময় কিন্তু দারুণ সব ফটোগ্রাফি করেছেন আপনি। আমার কাছে সব গুলো ফটোগ্রাফি বেশ দারুণ লেগেছে আপু ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 last year 

আপু আপনি যে ফটোগ্রাফি গুলো করেছেন এই ফটোগ্রাফিগুলো তো বেশ অনেক দিনের। ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ফটোগ্রাফি গুলো। তবে আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখতে ভারী চমৎকার লাগছে। প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে আসলেই সুন্দর লাগে। আপনি ট্রেনের মধ্য থেকে যেসব ফটোগ্রাফি গুলো করেছেন খুব ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

শুনে খুব ভালো লাগলো রাজশাহী থেকে ঢাকা পথে আসার সময় ট্রেন থেকে সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো একদম ভিন্ন রকম হয়েছে। তবে জানালা দিয়ে ফটোগ্রাফি খুব চমৎকার হয়েছে। যদিও চলন্ত অবস্থায় ফটোগ্রাফি গুলো অনেকের অনেক সময় ক্লিয়ার হয় না। আপনি ট্রেন চলন্ত অবস্থায় খুব সুন্দর ফটোগ্রাফি করলেন। এবং খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার তোলা চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। নদীর ফটোগ্রাফি দেখে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। আসলে রাজশাহীর এই নদীটি দূর থেকে যতই দেখা যায় ততই বেশি ভালো লাগে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56325.56
ETH 2374.82
USDT 1.00
SBD 2.33