ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস রেসিপি। 10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago

জ রোজ বুধবার

ই এপ্রিল ২০২২ খৃস্টাব্দ

খন ষড়ঋতুর বসন্ত কাল।

প্রস্তুত প্রণালী

PhotoEditor_20224616019925.jpg

made by @rahimakhatun

Device- samsung SM-A217F

তরমুজের জুস প্রস্তুত প্রণালীর ছবি।

আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন যেহেতু মুসলমানদের রমজান মাস চলছে।তাই ইফতারের সময় শরবত পছন্দ করে না।এমন মানুষ পাওয়া খুব কঠিন।তবে ঠান্ডা পানি দিয়ে শরবত বানালে মনে হয়, কলিজা একেবার ঠান্ডা হয়ে যায়।তবে আমার বেশ কিছুদিন যাবত গলা ব্যাথা, ও কাসি থাকার কারনে ঠান্ডা পানি ও শরবত খেতে পারছি না।তাই নরমাল পানি দিয়ে বানাচ্ছি।

রেসিপির ছবি

20220404_175941.jpg

made by @rahimakhatun

Device- samsung SM-A217F

রেসিপির ছবি।

গরমে কিংবা ইফতারির সময় এই তরমুজের জুস অনেক মজা লাগে। তাছাড়া তরমুজের প্রচুর পরিমান গুনাগুন বিদ্যমান তা আমাদের শরীরের জন্য খুব ভালো। কথা না বাড়িতে চলুন যায় মূল রেসিপিতে গবারিয়ে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে।
প্রয়োজনীয় উপকরণ

20220404_174406.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো।

উপকরন

তরমুজ


দুধ

চিনি

লবন
প্রস্তুতি প্রনালী

১ম ধাপ

20220404_174709.jpg

প্রথমেই তরমুজটাকে ছোট ছোট করে কেটে নিবো।

২য় ধাপ

20220404_175133.jpg

আগে তরমুজের টুকরো গুলোকে বেল্ডারে বেল্ড করে নিবো।

৩য় ধাপ

20220404_175016.jpg

তারপর দুধ,চিনি ও লবন দিয়ে বেল্ডারে বেল্ড করে নিবো।

৪র্থ ধাপ

20220404_175248.jpg

তারপর ছেকে একটি হাড়িতে নিয়ে নিবো।

20220404_180623.jpg

20220404_175941.jpg

হয়ে গেলো তরমুজের জুস ।ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন। বাসায় বানিয়ে পান করে দেখবেন। আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device -samsung SM-A217F

Location -Dhaka

Photography -recipe

banner-abb_New.png

Logo.png

standard_Discord_Zip-1.gif

Sort:  
 2 years ago 

আপু আপনি খুবই চমৎকার ভাবে তরমুজের জুস তৈরি করেছেন। আপনার তৈরি জুস দেখে আমার ভীষণ খাওয়ার ইচ্ছে হচ্ছে। প্রচণ্ড গরমে তরমুজের জুস শরীরকে যেন শীতল ও সতেজ করে তোলে। সুস্বাদু তরমুজের জুস কিভাবে তৈরি করা যায় তার প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস রেসিপি শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ,আপনাকে সুন্দর গঠনমূলক মন্তব্য দেওয়ার জন্য।ভালো থাকবেন। পাশেই থাকবেন।শুভ কামনা রইল।

তরমুজ খেতে খুবই দারুণ লাগে আর সেটা যদি ঠান্ডা হয় তাইলে তো কথাই নাই।কারন এই গরমে সারাদিন রোজা রেখে মনে চায় একটু ঠান্ডা খেতে।আর একটু ঠান্ডা খেলেই পরানটা জুড়িয়ে যায়। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটা তরমুজের ঠান্ডা জুসের রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও তরমুজ খেতে খুবই ভালো লাগে।মিষ্টি হলে তো কথাই নাই। গরমে সবচেয়ে ভালো মানের খাবার।পরানটা জুড়িয়ে গেলো শুনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যিই ইফতারের সময় এরকম এক গেলাস তরমুজের জুস হলে যেন ইফতারের মজা আরো অনেকগুণ বেড়ে যাবে। আপনার বানানো তরমুজের জুস গুলো দেখতে খুবই মজার মনে হচ্ছে আপু। তরমুজের জুস এর রং দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই মজার হবে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ভাইয়া,এক গেলাস,😜😜।সত্যিই অনেক মজার ছিলো ভাইয়া।বাসায় বানিয়ে একদিন খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ইফতারের সময় এমন এক গ্লাস তরমুজের জুস হলে একেবারেই শান্তি লাগে। রেসিপি দেখে আমার খুবই তৃষ্ণা পেয়েছে। আমিও তরমুজের জুস তৈরি করেছিলাম এটা খেতে আসলেই অনেক বেশি সুস্বাদু ধন্যবাদ আপনাক।

 2 years ago 

তাই, তাহলে তো ভালোই হলো।তরমুজের জুস খেতে খুবই সুস্বাদু । আমি তো এই সিজনে প্রায়ই বানিয়ে খাই। ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য ।

 2 years ago 

ইফতারির সময় এমন একটি জুস সামনে পেলে,,, 😋😋
রেসিপিটি দেখতে খুবই লোভনীয় হয়েছে। ঠান্ডা ঠান্ডা এমন জুস সামনে পেলে সব সাবার করে পেলতাম।

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗

 2 years ago 

এমন একটা জুস সামনে পেলে,সারাদিন রোজা রাখার পর মাথা ঠিক থাকে না।😜😜।ধন্যবাদ আপু এত সুন্দর মতামত দেওয়ার জন্য,শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

ওয়াও আপু গরম পরেছে এই গরমে তরমুজের জুস খেতে অনেক ভালো লাগে। আপনার তৈরি তরমুজের জুস দেখে খেতে ইচ্ছে করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর তরমুজের জুস আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু খেতে ইচ্ছে করলে দেরি না করে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে ইফতারের সময় পান করেন। 🤩🤩।আশা করি খুবই ভালো লাগবে।আপনাকে ধন্যবাদ পাশেই থাকবেন।শুভেচ্ছা রইলো।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর করে তরমুজের জুস তৈরি করেছেন। দেখে খুব খেতে ইচ্ছে করছে। এই গরমে রোজা রাখার পর এইরকম এক গ্লাস তরমুজের জুস খেতে পারলে খুব ভালোই হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 2 years ago 

আপু পান করতে ইচ্ছে করলে, বাসায় তৈরি করে ফেলেন।তারপর শেষমেষ ইফতারে পান করে ফেলেন।🤭🤭।আপু খেয়ে দেখেন।তাছাড়া সামনে তো কনটেস্ট আছেই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রমজানের খুবই কার্যকরী একটি রেসিপি। সারাদিন রোজা থেকে ক্লান্ত হয়ে যাবার পর এক গ্লাস জুস খেতে পারলে প্রাণটা ঠান্ডা হয়ে যায়। অনেক ভালো লাগলো আপনার জুস তৈরির প্রক্রিয়া। ধন্যবাদ

 2 years ago 

আসলেই প্রানটা ঠান্ডা হয়ে যায়,ইফতারের সময় জুস কিংবা শরবত খেলে।আমি তো বেশি করে শরবত ও জুস খেয়ে পেট ভরে ফেলি্, হা হা।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু মনি দেখেই মন জুড়িয়ে গেল। তরমুজের জুস দেখলেই মনে হয় খেতে ইচ্ছে করে। আর আপনি যেভাবে তৈরি করেছেন আরো বেশি খেতে ইচ্ছে করছে। গরমের সময় জুস খেতে সত্যি অনেক ভালো লাগে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আসলেই গরমের সময় এই রকম এক গ্লাস জুস পান করলে আর কি লাগে।ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33