মিষ্টি স্বাদের পুডিং বানানোর রেসিপি। । {( ১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য)}

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ রোজ রোজ বুধবার ৫ই জানুয়ারি ২০২২ খিস্টাব্দ ও ২১ই পৌষ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১ জামাঃসানি ১৪৪৩ হিজরী । এখন ষড়ঋতুর হিসাবে শীতকাল ।




কেমন আছেন সবাই ? আশা করি, সৃস্টিকর্তার অসীম কৃপায় সবাই অনেক ভালো আছেন। আমি ও ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।

প্রতিদিন তো ঝাঁল স্বাদের রেসিপি নিয়ে লিখতে লিখতে আর ভালো লাগে না। তাই ভাবলাম মিষ্টি স্বাদের কিছু বানাই তাহলে রেসিপি ও দেওয়া যাবে ,আবার খাওয়া যাবে। আমি আজকে মিস্টি স্বাদের রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। তাছাড়া আমি এবং আমার ছেলে মিস্টি জিনিস খুব পছন্দ করি। আমার ছেলেকে বললাম চলো আমরা পুডিং বানাই। এইটা শুনে সে খুব উত্তেজিত। সে শুধু একটু পর জিজ্ঞাসা করছে পুডিং হয়েছে কিনা। সব চেয়ে মজার বিষয় হলো আমি রেসিপি লিখছি আর পুডিং খাচ্ছি। যদিও ক্যারামেল এর কালার টা একটু গাঢ় হয়েছে। তারপর ও খেতে খুব মজা হয়েছে। আগে ছোট বেলায় বিভিন্ন ফাস্টফুড এর দোকানে যখন যেতাম তখন দোকানের গ্লাস এর বাহির থেকে এই ডেজার্ট গুলা খেতে খুব ইচ্ছা করতো। কিন্তু মা এত খেতে দিতো না। কারণ স্বাস্থ্যসম্মত ছিল না। তাই ভাবতাম এগুলা বানাতে শিখতে হবে। এখন মোটামুটি সবকিছুই বানাতে পারি। যাই হোক কথা না বারিয়ে চলুন দেখে নেওয়া যাক পুডিং ছবি।

🍮🍮🍮মিষ্টি স্বাদের পুডিং এর ছবি। 🍮🍮🍮


269910725_1611920959154995_488286762345699947_n.jpg

271179710_466263571579843_7119392721860617433_n.jpg

Device-samsung SM-A217F


কালার যেমনই হোক পুডিং কিন্তু মজার ,উপরের ছবিতে কিন্তু আমি কেটে ও দেখিয়েছি।

🍮🍮🍮মিষ্টি স্বাদের পুডিং এর গুনাগুন /উপকারিতা । 🍮🍮🍮

পুডিং খুব পুষ্টিকর খাদ্য। যা শরীরের জন্য খুব উপকারী। অনেকে শুধু দুধ অথবা ডিম খেতে পারে না। তারা পুডিং খেলে দুধ এবং ডিম এর চাহিদা পূরণ হবে। তাছাড়া পুডিং বানানোর আগে ক্যারামেল বানানো লাগে। ক্যারামেল বানাতে চিনি লাগে। এটিতে প্রচুর পরিমানে কার্বোহাইটেড আছে যা এনারজি বৃদ্ধি করে। তাছাড়া ডিমকে সুপার ফুড বলা হয়। এতে প্রচুর পরিমান প্রোটিন থাকে। তাছাড়া দুধকে সুষম খাদ্য বলা হয়। এতে ও আছে প্রোটিন। ক্যালসিয়াম ইত্যাদি। এবার যাওয়া যাক মূল রেসিপিতে।

প্রয়োজনীয় উপকরণ

269014550_956823058577215_3636919253669953632_n.jpg



উপকরন পরিমান
দুধ ১লিটার
পাউডার দুধ ২টেবিল চামচ
লবন সামান্য
চিনি হাফ কাপ
ডিম ৫/৬ টি
পানি সামান্য
প্রস্তুত প্রণালী

১ম ধাপ

268751875_655456368792252_6011226762557778511_n.jpg

প্রথমে দুধটুকু ভালো করে জ্বাল দিয়ে নিতে হবে। আমি মাটির হাড়িতে জ্বাল দিয়েছি।

২য় ধাপ


270793823_304131198318911_7209265446764403977_n.jpg

269968510_659585298557062_5003773350046754647_n.jpg

১লিটার দুধকে হাফ লিটার বানিয়ে ঠান্ডা হতে রেখে দিবো। তারপর আমি একটি বাটিতে সামান্য চিনি ও পানি দিয়ে ক্যারামেলের জন্য বসিয়ে দিবো। .

৩য় ধাপ

270010251_941312213172479_8592198719063151517_n.jpg
এই রকম একটা কালার আসলে উঠিয়ে নিবো। হয়ে গেলো আমার ক্যারামেল।

৪র্থ ধাপ

268961873_401305141742045_3232832067856313385_n.jpg

একটি বাটিতে ডিমগুলা ভেঙে ভালোভাবে ফেটে নিবো।

৫ম ধাপ

269621026_894754671233255_5956544690572657483_n.jpg
ডিমগুলা ফেটানোর পর তাতে চিনি দিয়ে মিশিয়ে নিবো।

৬ষ্ঠ ধাপ

270110008_449647753227640_5828760824428356794_n.jpg
চিনি মিশিয়ে নেয়ার পর পাউডার দুধ দিয়ে দিবো।

৭ম ধাপ

269459527_405913221323619_2440865254041425258_n.jpg

সব উপকরণ মিশিয়ে নেয়ার পর এমন একটা টেক্সচার আসবে।

৮ম ধাপ

270269405_1097528734337681_4065914177709976376_n.jpg
তারপর জ্বাল দেওয়া দুধ ঠান্ডা করে দিয়ে দিবো। দিয়ে মিশিয়ে নিবো।

৯ম ধাপ

269855977_311887947508427_5349208783987631091_n.jpg
সব উপকরণ মিশিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ক্যারামেলের বাটিতে দিয়ে দিবো।

১০ম ধাপ

269415634_347328426867925_5480866916102682665_n.jpg
চুলায় একটি হাড়িতে পানি গরম করে তাতে একটি স্ট্যান্ড দিয়ে দিবো।

১১তম ধাপ

270986018_1986566831511845_4683387228739331533_n.jpg

তারপর সব কিছু মিশিয়ে যে বাটিতে রেখেছি ,ওই বাটিটা দিয়ে দিবো। তারপর ঢেকে দিবো। অপেক্ষা করবো ৩০ মিনিট।

১২তম ধাপ

269910725_1611920959154995_488286762345699947_n.jpg
৩০ মিনিট পর টুথপিক দিয়ে চেক করে উঠিয়ে ঠান্ডা করে প্লেটে ঢেলে নিবো। আমার মজাদার স্বাদের পুডিং তৈরি হয়ে গেলো।

আজকের টিপসঃ

পুডিং বানানোর আগে অর্থাৎ চুলায় বসানোর আগে ২ টি এলাচ দিয়ে দিলে ডিমের যে একটা গন্ধ থাকে ,এই গন্ধ আর থাকে না।

269767640_1099400160812352_5585277810406618726_n.jpg


আজ এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে,। সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।

ফটোগ্রাফার
@rahimakhatun

অবস্থান
আমার বাসা

ডিভাইস
samsung SM-A217F

263544199_1053046818602365_4060455287568505597_n.png

Sort:  
 3 years ago 

পুডিং আমার খুবই প্রিয়। এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এটা খেতে খুবই সুস্বাদু। আপনার পুডিং খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ আপনাকে,সুন্দর মতামতের জন্য।

 3 years ago 
  • আপনি খুবই সুন্দরভাবে পুডিং রেসিপি তৈরি করলেন। আমার পুডিং রেসিপি খেতে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে এই রেসিপিটি তৈরি করলেন। বিশেষ করে ৪ নাম্বার ৫ নাম্বার ধাপের ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

পুডিং বানানোর রেসিপিটা খুব সুন্দর হয়েছে। খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। পুডিং বানানোর রেসিপি সম্পর্কে সুন্দর উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন‍্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 
আপনার বানানো পুডিং আমার অনেক ভালো লাগলো। একদম লোভনীয় লাগছে। আপনার উপস্থাপনা ও খুব সুন্দর হয়েছে। সব মিলিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
 3 years ago 

আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

পুডিং খেতে আমার অনেক ভালো লাগে । আমি ব্যক্তিগতভাবে এটি খেতে অনেক ভালোবাসি ।আপনার তৈরি করা পুডিং রেসিপি টা দেখতে অনেক লোভনীয় লাগছে এবং অনেক সুস্বাদু ভাবে তৈরি করতে আপনি সক্ষম হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমি পুডিং কখনো খাইনি। কিন্তু আপনার রেসিপিটি দেখে আমার খাওয়ার ইচ্ছা করতেছে। সত্যি অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপিটি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

ওয়াও দারুন তো। পুডিং রেসিপি টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে একটু কষ্টসাধ্য বিষয় মনে হচ্ছে। রং দেখেই তো খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পুডিং পছন্দ করি সেই ছোট থেকেই। আম্মুর হাতের পুডিং আমার অনেক ভালো লাগে।
আজকে আপনার পুডিং দেখে নতুন করে পুডিং এর প্রেমে পড়ে গেলাম। খুবই অসাধারণ হয়েছে। কালার টা দেখেই খেতে মন চাচ্ছে। আশা করি সামনে আরো এমন ইউনিক কোনো রেসিপি নিয়ে আমাদের চমকে দিবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

@sikakon

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59476.67
ETH 2299.07
USDT 1.00
SBD 2.48