পেন্সিল ও মার্কার পেন দিয়ে সুন্দর ফুলের আর্ট। [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]
"আসসালামু আলাইকুম"
আজ রোজ শুক্রবার
৩০ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ ।
৩০ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ ।
|
---|
Device- Galaxy A13
বেশ কিছুদিন মোটামুটি ভালোই অসুস্থ ছিলাম।অনেক দিন অসুস্থ থাকার পর আজ বসেছিলাম খাতা পেন্সিল নিয়ে। যেহেতু মায়ের বাসায় আসছি ,তাই তেমন কোন কাজ নেই ,তাই আজ একটু সকাল সকাল বসেছিলাম একটু আঁকাআঁকি করার জন্য। যেই বসলাম পেন্সিল আর রং নিয়ে তখন ওই আমার ছেলে আর বোনের ছেলের মারামারি। সম বয়সি কি যে ঝগড়া লাগে ,আবার দুই জন্যেই এক সাথে থাকবে। আঁকাআঁকি বাদ দিয়ে তাদের ঝগড়া থামালাম। একটু পর দেখি চুপি চুপি আমার রং নিয়ে দুই জন বেলকনিতে যেতে আঁকাআঁকি শুরু করে দিয়েছে। কেমন লাগে বলেন। তারপর আর কি অনেক যুদ্ধ করে সে গুলা উদ্ধার করলাম। এক সাথে বাসায় আসলে ওদের নিয়ে শান্তি নাই ,আমরা কোথায় বলবো নাকি ওদের ঝগড়া থামাবো তাই নিয়েই চিন্তা করি ,যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজ আপনাদেরকে একটি ফুল আর্ট করে দেখবো। মনের মাধরী মিশিয়ে ফুল এঁকেছি ।মাঝে মাঝে আঁকাআঁকি করতে ভালো লাগে।
|
---|
আজ অনেক পর রং এবং পেন্সিল নিয়ে আঁকাআঁকি করতে বসেছিলাম। যদিও আমি তেমন আঁকতে পারি না। তবে ছোট বেলা থেকে একটু একটু ফুল আঁকতাম। মনের মতো করে। কত ফুল এঁকে জামায় হাতের কাজ করতাম রং যে রঙের সুতা দিয়ে। দিন দিন কেমন জানি বেশ অলস হয়ে যাচ্ছি। আসলে প্রযুক্তি উন্নয়নে আমরা কেমন জানি দিন দিন অলস হয়ে যাচ্ছি। এখন আর তেমন নিজের প্রতিভাকে কাজে লাগাতে চাচ্ছি না। আগে শখ ছিল নিজের জামার কাজ নিজে আঁকবো এবং হাতের কাজ করবো। অন্য রকম ভালো লাগা কাজ করতো। কিন্তু এখন মনে হয় একটু সুযোগ পেলেই মোবাইল ,ইন্টারনেট নিয়ে পরে থাকি। যাই হোক চলুন দেখি কিভাবে কি করলাম।
|
---|
আমি আগেই বলেছি আমি তেমন কিছু পারি না। এইখানে হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে।
|
---|
উপকরণঃ | ||||
---|---|---|---|---|
🔺 খাতা | ||||
🔺পেন্সিল | ||||
🔺 স্কেল | ||||
🔺রং পেন্সিল |
প্রস্তুত প্রণালী |
---|
১ম ধাপ |
---|
প্রথমে আমি গোল করে শেইপ দিয়ে নিব।
২য় ধাপ |
---|
ছোট করে ফুল একে নিব।
৩য় ধাপ |
---|
আস্তে আস্তে পাতা দিয়ে ফুলটা বড় করে নিলাম।
৪র্থ ধাপ |
---|
একই ভাবে আরেকটা ফুল একে নিব।
৫ম ধাপ |
---|
একই ভাবে আরেকটা ফুল একে নিব। আস্তে আস্তে পাতা এঁকে নিব।
৬ ষ্ঠ ধাপ |
---|
তারপর পাতা এঁকে নিচ্ছি।
৭ম ধাপ |
---|
প্রায় আঁকা শেষ। আবার রং করার পালা ।
শেষ হয়ে গিয়েছে আমার আঁকা ফুল ।
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | Galaxy A13 |
---|---|
Location | Dhaka |
Photograpy | design |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
একদম ঠিক বলেছেন আপু বাচ্চাদের জন্য আঁকা কি করাটা ভীষণ কঠিন বিষয়। বিশেষ করে আপনার ছেলে এবং বোনের ছেলে দুইজনে মারামারি লেগে গেল। সমবয়সীরা এইরকমই ঝগড়া করে আবার ভালো হয়ে যায়। তবে শেষ পর্যন্ত আঁকাটা আঁকতে পেরেছেন এটাই ভালো লাগলো। আপনার আঁকা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। বিশেষ করে ফুলের কালার টা বেশি সুন্দর লেগেছে।
আর বলিয়েন না ওদের দুইজনের যন্ত্রনায় আমরা অতিষ্ঠ। সারাদিন আজাইরা জিনিস নিয়ে ঝগড়া লাগে,আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না।হা হা
আমার বাচ্চার জন্য আমি খুব বেশি আর্ট করতে পারিনা, আমি আর্ট করতে বসলে আর মেয়েও আমার সাথে আর্ট করে।আপু আপনি খুব সুন্দর করে পেন্সিল এবং মার্কার পেন দিয়ে ফুলের আর্ট করেছেন। আপনার আর্ট টি দেখতে খুবই সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপন করেছেন। রংবেরঙের ফুল হওয়াতে বেশি সুন্দর লাগছে আপু। কালার কম্বিনেশন বেশ সুন্দর ছিল।
আমার ছেলেও তো ওকে দিয়ে যদি বসিয়ে দেই, তাহলে আমার যেটা লাগবে ওর ও সেটাই লাগবে।আমি যে রং দিব ও র সেটা দিবে।এ জন্যই মাঝে মাঝে বিরক্ত লাগে। হা হা
পেন্সিল ও মার্কার পেন দিয়ে তৈরি ফুল টি সুন্দর হয়েছে। কালার গুলো খুব সুন্দর ফুটে উঠেছে। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন।আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপু সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।আমার আর্ট টি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।কালার গুলো ভালো মনের মত করে দেখিয়েছিলাম।ধন্যবাদ
আপনি ঠিকই বলেছেন যারা সম বয়সি তারা একটু বেশি ঝগড়া করে। আপনি আজকে বেশ দারুন একটি আর্ট করেছেন যার কালার কম্বিনেশন দেখে আমি মুগ্ধ। খুবই নিখুঁতভাবে এবং দক্ষতা সহকারে অনেক ধৈর্য এবং সময় ব্যবহার করে এই আর্ট করেছেন।
ঝগড়া আর ঝগড়া।তবে আমি বেশ মজা পাই মাঝে মাঝে ওদের ঝগড়া দেখতে হা হা।🤪🤪।ওদের ছোটবেলার ঝগড়া গুলো বেশ দারুন ছিলো।আর্ট ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ
আপনি অনেক ক্রিয়েটিভ।নিজেকে কখনোই ছোট নজরে দেখবেন না।আমার মাথায় কেউ যদি বন্দুক ধরেও বলে এরকম একটি আর্ট করে দিতে আমি পারব না।আর আপনি কত সুন্দর ভাবে সেই আর্ট টি করেছেন।আশা করছি জলদি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।অনেক শুভ কামনা রইল।
হা হা বেশ মজা পেলাম।আচ্ছা কখনও সামনাসামনি হলে বন্দুক ঠেকিয়ে দেখবো পারেন কিনা,না পারলে গুলি করে দিব🤪🤪