বন্যেরা বনেই সুন্দর।

in আমার বাংলা ব্লগ5 months ago
১০ ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ

২৩ই ফেব্রুয়ারি ২০২৪ খৃস্টাব্দ ।


আজ রোজ শুক্রবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



mother-3389671_1280.jpg

source

আর কত ভুল চিকিৎসার জন্য ছোট ছোট বাচ্চার প্রান যাবে।আনাচে কানাচে হসপিটাল আর ডাক্তার ভরে গিয়েছে।হসপিটাল হতে এখন আর নিয়ম কানুন লাগে না তেমনি ডাক্তার হতেও পড়ালেখা লাগে না।কয়েক বছর ডাক্তারের সাথে থাকতে পারলেই ডাক্তার হওয়া যায় এবং চেম্বার করা যায়।আরহাম বেশ মেধাবী ছাএ ছিলো মাএ দশ বছর বয়সে জীবন প্রদীপ থেমে গেলো।শুধুমাএ খৎনা করতে যেয়ে অতিরিক্ত পরিমান অজ্ঞানের ঔষধ দেওয়ার জন্য এর আগেও একটি বাচ্চা মারা গিয়েছিলো এই একই কারনে। আবারও ঘটনা পুনরায় হলো।

মানুষ এখন সামন্য সমস্যাতেও ডাক্তারের কাছে যেতে ভয় পায়।অভিভাবক দের কান্না আওয়াজ বাহিরে বাতাস ভারী হয়ে যাচ্ছে। আসলে এগুলো মেনে নেওয়া যায় না।যাই হোকপ্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি জেনারেল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো ।


ছোটবেলা থেকেই পড়ে আসছিলাম বন্যেরা বনেই সুন্দর,আর শিশুরা মায়ের কোলে।সুন্দর শব্দটি আপেক্ষিক। একেক সময় একেক রকম ভালো লাগে।সুন্দর জিনিস জায়গা ভেদে একেক সময় একেক রকম হয়। কখনও অনেক বেশি ভালো লাগে আবার কখনও ভালো লাগে না।যেমন একটি ফুল একটি গাছে যেমন সুন্দর লাগে তা একটি হাতে এত ভালো লাগে না।ঠিক তেমনি বনে বাঘ যেমন সুন্দর তা খাঁচায় বন্ধি করে রাখলো শুভা পায় না।


ফুলের সৌন্দর্য টা যেমন একটি গাছে ভালো লাগে তেমন একটি সুন্দর ফুলদানিতেও ভালো লাগে না।মাছকে যেমন পানিতে ভালো লাগে।সেই মাছ যদি ডাঙায় উঠান তার সৌন্দর্য বিহিত হয় তাছাড়া সেটা মারাও যায়।আসলে যেখানে যা মানায়।

সৃষ্টিকর্তার প্রতি টি সৃষ্টিই পরিবেশের পটভূমির সাথে নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলে।গ্রামের মানুষ কে স্বাভাবিক সহজ সরল আর গ্রাম্যই ভালো লাগে কিন্তু তার মাঝে অতিরিক্ত আধুনিকতা আসলো সেটা বেমানান মনে হয়।
সৃষ্টিকর্তা জায়গা ভেদে সৃষ্টি সৌন্দর্য ফুটিয়ে তোলেছেন।যেমন পশুপাখিরা বনে থাকবে।তারা অবাদ চলাফেরা করবে।যা দেখতে সুন্দর লাগে আবার তা যদি বাড়িতে এনে বন্ধি করা হয় তখন সৌন্দর্য ম্লান হয়ে যায়।


বাঙালিদের যেমন বাঙালি পোষাকে ভালো লাগে তেমনি বাঙালিদের ওয়েস্টার্ন পোশাকে বেশ বেমানান লাগে।বাহিরে মানুষ কে ওয়েস্টান পোশাকে যেমন ভালো লাগে তেমন একটা ভালো লাগে না বাঙালিদের।পাখির জন্মগত অভ্যাস মুক্ত আকাশে ঘুরে বেড়ানো।অসীম নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়ানো তখন আকাশ এবং পাখির উভয় সৌন্দর্য ফুটিয়ে তোলে কিন্তু মানুষ যখন শখ করে খাচায় বন্দি রাখে তখন তার সৌন্দর্য ফুটে উঠে না এমনকি পাখিটা খাঁচায় ছটফট করতে থাকে সারাক্ষণ। মনে হয় সুযোগ পেলে একেবারে উড়ে চলে যাবে।


তেমনি একটি শিশু মায়ের কোলে যেমম সুন্দর এবং শান্ত থাকে তেমন আর কোথায়ও ভালো লাগে না।শিশু মায়ের কোলে সুন্দর লাগে বিদায় কত শিল্পী মায়ের কোলে শিশু নিয়ে কত শত শত ছবি এঁকেছে।
পরিশেষে বলা যায় ,যেখানে যা ভালো লাগে এবং মানায় সেখানে তাই রাখা উচিত ,প্রকতির সৌন্ধর্য কথা কোথায় মানায় সেটা সৃষ্টিকর্তায় বেশি ভালো জানে। যাইহোক আজকেএই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

device Galaxy A13
LocationDhaka

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44