কয়েকটি ফুলের ফোটোগ্রাফি।
আমি @rahimakhatun
from Bangladesh
২০ই জুন ,২০২৩ খ্রিষ্টাব্দ ।
|
---|
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
কয়েকটি ফটোগ্রাফি এক সাথে |
---|
ছবি তুলেছি@rahimakhatun
Device- samsung SM-A217F
বাহিরে আকাশ অনেক মেঘলা করে আছে। মনে হচ্ছে অনেক দিন পর আমি এমন অন্ধকারাচ্ছন্ন আকাশ দেখলাম। আগের মত এখন আর তেমন বৃষ্টি না। আমার কাছে বৃষ্টি বেশ ভালো লাগে। তবে ছোট বেলায় যেমন বৃষ্টি দেখলে ভিজতাম এখন আর ভেজা হয় না। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার মাঝে মাঝে কিছু কিছু জিনিসের ফোটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। যদিও আগে তেমন ফোটোগ্রাফি করতাম না,কিন্তু এখন সুযোগ পেলে হাত ছাড়া করি না। যদিও তেমন ভালো ভাবে পারি না অন্যান সবার মত ,তবে চেষ্টা করি। আমাদের এই কমিউনিটিতে অনেকে অনেক ভালো ফোটোগ্রাফি করে ,যা দেখতে আমার খুব ভালো লাগে।এখন বাহিরে বের হলে একটা জিনিস মাথায় থাকে ভালো কিছু দেখলেই ফোটোগ্রাফি করবো। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আসলে পোস্ট করতে নিলে অনেক্ষন ভাবতে হয় কি পোস্ট করবো। পরে ভাবলাম কিছু ফোটোগ্রাফি শেয়ার করি আপনাদের সাথে।। যদিও আমি সব ফুলের নাম জানি না। তবে ফুলের কালার গুলো অনেক সুন্দর। মিস্টি কালার , লাল কালার ,গোলাপি কালার,বেগুনি কালার ইত্যাদি।
আমি ফুলটার নাম জানি না ,তবে ভালো লেগেছে তাই ছবি তুলে নিলাম।
আমি ফুলটার খুব সম্ভবত বাহিরের দেশের একটা ফুল।
একই ফুল শুধু কলারটা ভিন্ন।
বেতের ঝুড়ি। ফুলের টপ কিংবা ইনডোর প্ল্যান্ট রাখলে ভালো লাগবে।
আসলে সৃষ্টিকর্তা দুনিয়াতে এত এত কালার দিয়েছে ,তা ব্যাখা করা খুব কঠিন। এই ফুলের কালার টা আরেক রকম গোলাপি। একেকটা একক রকম সুন্দর। বেশ সুন্দর করেই সাজিয়েছে। যদিও আমি সময়ের অভাবে ছবি নিতে পারিনি। সব মিলিয়ে বেশ ভালো ছিল।
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | flowers |
link | source |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
JOIN WITH US ON DISCORD SERVER
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দারুন কিছু অপরিচিত ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। এই ফুলগুলো এর আগে আমি কোনদিন দেখেছিলাম না আপনার পোষ্টের মাধ্যমে প্রথমবারের মতো দেখতে পেলাম। ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো।
আপনি বেশ কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখে আমি তো অনেক মুগ্ধ। এরকম ফটোগ্রাফি দেখলে খুব ভালো লাগে। আর যদি হয় ফুলের ফটোগ্রাফি তাহলে তো কোন কথাই নেই। আপনি অনেক সুন্দর ভাবে সম্পূর্ণ পোস্টটি লিখেছেন ফটোগ্রাফির বর্ণনা সহকারে। আমার মনে হয় একেবারে সবার প্রথম ফুলটির ফটোগ্রাফি হচ্ছে কমলা লিলি ফুল। আপনিও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এত সুন্দর একটা পোস্ট নিয়ে হাজির হওয়ার জন্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন । ছোটবেলার আমিও অনেক বৃষ্টিতে ভিজতে পছন্দ করতাম। এখন আর বৃষ্টিতে ভেজা হয় না। অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে প্রথম তিনটি ফটোগ্রাফির ফুলগুলো এর আগে আমি দেখিনি আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
বেশ ইউনিক কিছু গাছের ও ফুলের ফটোগ্রাফি করেছেন। বেশ সুন্দর লাগছে প্রতিটি ফটোগ্রাফি। অনেক ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা করতে একটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আসলে ফুলের অপরূপ সৌন্দর্য আমাদের সকলকেই মুগ্ধ করে। চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
!upvote 40
This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven. Your post was promoted on Twitter by the account josluds
the post has been upvoted successfully! Remaining bandwidth: 40%
অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকমের গাছের ফটোগ্রাফি ছিল। সেই সাথে কিছু ফুলেরও ফটোগ্রাফি ছিল। এরকম এলোমেলো আলোকচিত্র গুলো দেখলে খুবই ভালো লাগে আমার কাছে। বেতের ছবিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে এগুলোর মধ্যে ফুলের টব কিংবা ইনডোর প্লান্ট রাখলে ভালো লাগবে। নাম না জানা ফুলটির ফটোগ্রাফি ও অনেক বেশি ভালো লেগেছে দেখতে। বিশেষ করে এর কালার টা অসম্ভব সুন্দর। ফটোগ্রাফির মাধ্যমে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে।
আপু বৃষ্টিতে শুধু ছোটবেলায় নয়, আমার তো এখনো বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে। তবে হ্যাঁ ছোটবেলায় বৃষ্টিতে ভিজতে ভালোলাগাটা ছিল অন্যরকম, আর বড় হয়ে বৃষ্টিতে ভেজা হচ্ছে অন্যরকম। যাইহোক আপু, আজ আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই দারুণ ছিল। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপু আপনি খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। ঠিক বলেছেন আপু সৃষ্টিকর্তা দুনিয়াতে এত এত কালার দিয়েছে ,তা ব্যাখা করা খুব কঠিন। যাই হোক আপনার এত সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।