আর্টিফিশিয়াল ফুলের কিছু ফোটোগ্রাফি। । -{১০% বেনিফিট @shy-fox এর জন্য}
আমি @rahimakhatun
from Bangladesh
৭ই জানুয়ারি ,২০২৩ খ্রিষ্টাব্দ ।
|
|---|
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
এই ফুল কর্নার এ সাজিয়ে রাখলে দেখে বেশ ভালো লাগে। যদি মরিচ লাইট লাগানো যায় ,তাহলে আরো ভালো লাগবে।
এই ফুল টি টেবিল এর উপর সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। এই গোলাপের অনেক গুলা কালার হয়।
লোকেশন :সারুলিয়া ,ডেমরা।
তারিখ : ২০ ডিসেম্বর ২০২২।
সময় :বিকাল ০১.১২
ডিভাইস : Galaxy -A13.
এই ফুলটা দেখতে বেশ ভালো লাগছিলো।
লোকেশন :সারুলিয়া ,ডেমরা।
তারিখ : ২০ ডিসেম্বর ২০২২।
সময় :বিকাল ০১.১২
ডিভাইস : Galaxy -A13.
এই ফুল টি টেবিল এর উপর সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। এই গোলাপের অনেক গুলা কালার হয়। এইটা হলুদ কালার টা ও ভালো লাগছে দেখতে।
লোকেশন :সারুলিয়া ,ডেমরা।
তারিখ : ২০ ডিসেম্বর ২০২২।
সময় :বিকাল ০১.১৫
ডিভাইস : Galaxy -A13.
লোকেশন :সারুলিয়া ,ডেমরা।
তারিখ : ২০ ডিসেম্বর ২০২২।
সময় :বিকাল ০১.১৫
ডিভাইস : Galaxy -A13.
লোকেশন :সারুলিয়া ,ডেমরা।
তারিখ : ২০ ডিসেম্বর ২০২২।
সময় :বিকাল ০১.১৫
ডিভাইস : Galaxy -A13.
এই ফুলটার কালারটা বেশ সুন্দর। আমার কাছে বেশ ভালো লেগেছে।
লোকেশন :সারুলিয়া ,ডেমরা।
তারিখ : ২০ ডিসেম্বর ২০২২।
সময় :বিকাল ০১.১৫
ডিভাইস : Galaxy -A13.
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| Photograpy | flowers |
| link | source |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |











মাঝে মাঝে এমন হয় কি পোস্ট করব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। তাই পুরনো গ্যালারি ঘাটলে অনেক ছবি পাওয়া যায়। বড় বোনের সাথে মার্কেটে যাওয়ার মজাই আলাদা। যদিও সেই সৌভাগ্য আমার নেই। তবে মনে হচ্ছে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন। অসুস্থতার মাঝেও এই পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আপু। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
মাঝে মধ্যে না আপু,আমার প্রায় সব সময়ই এমন হয়। কি করবো কি করবো।তাই ভাবতে থাকি।ধন্যবাদ আপু আপনাকে।আপনার জন্য শুভ কামনা রইলো।
প্রকৃতির সৃষ্টি বাস্তব ফুল আর হাতে তৈরি কৃত্রিম ফুলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তবুও মানুষের সুন্দর দক্ষতা আমাকে মুগ্ধ করে। এত সুন্দর ভাবে উপস্থাপন করা সত্যিই মনমুগ্ধকর। আর তার চেয়ে বেশি মুগ্ধ করে ধৈর্য সহকারে সুন্দর আকারে ফটোগ্রাফি করতে পারলে। ভালো লাগলো আপু আপনার আজকের এই পোস্ট পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে।
প্রকৃতির আর বাস্তব ফুলের মাঝে পার্থক্য থাকবে সেটা তো স্বাভাবিক ভাই। ভালো লাগলো আপনার মতামত গুলো পড়ে।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা নিবেন।
বড় বোন মানেই তো একটা বট গাছ যেটা আমি মনে করি৷ যদিও আমার নেই তবে বুঝি অনুভব করি বোনের ভালোবাসা গুলো৷ যা হোক আপনার বোনের সাথে মার্কেটে কেনাকাটার জন্য গিয়ে অনেক অনেক কিছু প্লাস্টিক ফুলের ফটোগ্রাফি করেছেন ৷ প্রতিটি ফুল অসম্ভব সুন্দর লাগছিল ৷
যদিও এগুলো কৃত্রিম ফুল তবুও বেশ ভালোই লাগে ৷ অনেক ধন্যবাদ এমন সুন্দর ইউনিক ফটোগ্রাফ শেয়ার করার জন্য ৷
আসলেই বড় বোন থাকাটা অনেক ভাগ্যের ব্যাপার।আলহামদুলিল্লাহ আমার বড় বোন আছে।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা নিবেন।
বাহ বাহ মার্কেট এ গিয়েও ব্লগের কথা ভোলেন নি। ডেডিকেশন এমনই হওয়া উচিৎ।আজ এক দোকানে গোলাপ দেখলাম,আমি ভেবেছিলাম আসল কিন্তু গিয়ে দেখি নকল।আমাকে দেখে দোকানদার হাসতেছিল।অসাধারণ হয়েছে ফটোগ্রাফ গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
ব্লগের কথা আমি কখনোই ভুলি না।আমি যখন হাসপাতালে ছিলাম তখনও আমি বেশ মিস করেছি কমিউনিটি কে।ধন্যবাদ আপনাকে
এই ধরনের আর্টিফিশিয়াল ফুল দিয়ে ঘর সাজালে দেখতে চমৎকার দেখা যায়। আর্টিফিশিয়াল ফুলের তেমন যত্ন করতে হয় না সত্যিকারের গাছের যেরকম যত্ন করতে হয়। আপনি খুবই সুন্দর সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছে এই ধরনের আর্টিফিশিয়াল ফুল দিয়ে ঘর সাজালে দেখতে বেশ ভালো লাগে।ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিবেন।
তাই তো দেখছি আপু আপনার আপুর সাথে কেনাকাটা করতে গিয়ে এই ফাঁকে আপনি আর্টিফিশিয়াল ফুলের ধারণ ফটোগ্রাফি করেছেন। বর্তমান আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে এতটাই সুন্দর লাগে যে বাস্তবিক ফুল গাছের কোন দৃশ্যপট দেখতে পাচ্ছি অনেক সুন্দর ছিল।
হুম, মাঝে মাঝে এই রকম কেনাকাটাী পাশাপাশি ফটোকপি করতে ভালোই লাগে।আসলেই আর্টিফিশিয়াল ফুল ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে
আপু আপনি খুব সুন্দর সুন্দরআর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা ফুল দেখতে খুবই সুন্দর। এই ফুলগুলো দেখলে অনেক সময় বাস্তবের মতো লাগে। এই ফুলগুলো দিয়ে যখন বিভিন্ন অনুষ্ঠানে সাজানো হয় তখন দেখতে খুবই সুন্দর লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আসলেই দূর থেকে সত্যি সত্যি লাগে এই আর্টিফিশিয়াল ফুলগুলো।আমার কাছেও দেখতে বেশ ভালো লাগে।আপনাকে অনেক ধন্যবাদ
আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে আপু। বড় বোনের সাথে মার্কেট করতে গিয়ে আপনি শো পিচের দোকান থেকে খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।
আসলে আমার শোপিস এর দোকানে গেলে আসতে ইচ্ছে করে না।এত এত সুন্দর সুন্দর জিনিস মনে হয় সব নিয়ে আসি।😉😉
আসলে বড় বোন থাকলে মজাই আলাদা। কোথাও ঘুরতে গেলে এবং মার্কেট করতে গেলে সাথে যাওয়া যায়। তবে প্রাকৃতিক ফুল ও কৃত্রিম ফুল অনেক ব্যবধান। তারপরও কৃত্রিম ফুলগুলো ঘরের মধ্যে বা অফিস আদালতে মধ্যে সাজালে দেখতে খুব সুন্দর লাগে। তবে আপনি বড় বোনের সাথে গিয়ে অনেক সুন্দর কৃত্রিম ফুলের ফটোগ্রাফি করেছেন। মাঝে মাঝে আমারও এরকম হয় কি পোস্ট করব খুজে পাই না। তাই মোবাইলে পুরনো কোন কিছু থাকলে তা পোস্ট করার চেষ্টা করি।
আসলেই বড় বোন থাকার মজাই আলাদা।প্রায় সময় আমরা দুইজন মিলে ঘুরতে যাই।ঠিক বলেছেন সাজালে বেশ ভালো লাগে।