ইলাস্ট্রেটর দিয়ে বিজনেস কার্ড তৈরি।
আমি @rahimakhatun
from Bangladesh
১৬ বৈশাখ ১৪৩১বঙ্গাব্দ ।
১ লা মে ২০২৪খ্রিস্টাব্দ ।
|
---|
প্রয়োজনীয় উপকরণ |
---|
এডোবি ইলেস্ট্রেটর সফটওয়্যার ।
প্রস্তুত প্রণালী |
---|
১ম ধাপ
প্রথমে আমরা একটি পেজ দুইটা আর্টবোর্ড নিলাম।
২য় ধাপ
তারপর একটি রেকটেঙ্গুলার টুলস নিয়ে অবজেক্ট থেকে পাথ নিব ,তারপর পাথ থেকে অবজেক্ট পাথ একটা ম্যাপ নিবো -.১২৫ আর। +.১২৫নিব। তারপর লোগোর কালার দিব।
৩য় ধাপ
তারপর পুরো লোগোটা দিয়ে দিব ,একটু অপাসিটি কমিয়ে দিব।
৪র্থ ধাপ
তারপর টাইপ টুলস দিয়ে কিছু লিখা লিখে ,এলাইন করে নিচু মাঝখানে দিয়ে দিব।
৫ম ধাপ
মোটামুটি বিজনেস কার্ড এর প্রথম পেজ কমপ্লিট তারপর অন্য পেজ তাদের দেওয়া একটি ছবি প্লেস করে নিয়েছি ,তারপর আবার রেকটেঙ্গুলার টুলস ছবির উপরে বসিয়ে ক্লিপিং পাথ করে নিব।
৬ষ্ঠ ধাপ
তারপর অপাসিটি কমিয়ে ১০ % এ করে নিব।
৭ম ধাপ
তারপর তাদের দেওয়া ওয়েবসাইট qr কোড জেনারেট করে নিব,সাথে টাইপ টুলস দিয়ে নাম লিখে নিব।
৮ম ধাপ
তারপর রাউন্ড শেপ নিয়ে তাতে টেলিফোন আইকন দিয়ে এলাইন করে মাঝখানে দিয়ে দিব।
৯ম ধাপ
তারপরে ঠিক মতো বসিয়ে নিন ।
১০ম ধাপ
তারপরে ফটোশপ দিয়ে mockup করে নিব ।
১১ তম ধাপ
mockup করার পর।
হয়ে গেলো আমার ইলাস্ট্রেটর দিয়ে ভিজিটিং কার্ড ডিজাইন ।
আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | recipe |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ইলাস্ট্রেটর দিয়ে একটি কোম্পানির বিজনেস কার্ড করে শেয়ার করেছেন আপনি। বর্তমানে সফটস্কিলের কোন বিকল্প নেই। যত বেশি সফটস্কিল নিজের গ্রো করা যায়, ততই লম্বা পরিসরে নিজের ই লাভ। যদিও আমি এই সফটওয়্যার টার সাথে খুব বেশি পরিচিত নই, তাই অনেক শব্দই ধরতে পারি নি। তবে কার্ডটি আমার কাছে ভালোই লেগেছে। আপনার জন্য শুভকামনা আপু।
নতুন একটি অভিজ্ঞতার সম্মুখীন হলাম আপনার আজকের এই পোস্টে দেখার মধ্য দিয়ে। বেশি দারুণ একটা জিনিস তৈরি করে দেখিয়েছেন কম্পিউটারে। বেশ ভালো লাগলো আপনার এই প্রতিভা সম্পন্ন একটি ডিজিটাল আর্ট দেখে।
আমারও অনেক ইচ্ছে রয়েছে আপু আপনাদের মত এমন নতুন কিছু করার। অনেক অনেক ভালো লেগেছে আপনার এই বিজনেস কার্ড তৈরি করতে দেখে। অনেক সুন্দর হয়েছে আপনার এই কার্ড তৈরি করা।