রেনডম কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year
৩০কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ

১৬ই নভেম্বর ২০২৩ খৃস্টাব্দ ।


আজ রোজ শুক্রবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



369210108_1727621251063707_2645608929239568413_n.jpg

captured by-@rahimakhatun

Device- samsung

ঢাকাতে কাল রাত থেকে বৃষ্টি,সকালেও কিছুক্ষন বৃষ্টি হয়েছে। সারাদিন আকাশ মেঘলা মেঘলা ,রোদের দেখা নেই। মনে হচ্ছে এই বৃষ্টি দিয়েই শীত নামবে ,যদিও ঘরের ভিতরে কেমন জানি গরম। ফ্যান অন করলে শীত লাগে ,আবার বন্ধ করলে গরম লাগে। বাহিরে এখনো টিপ্ টিপ্ বৃষ্টি হচ্ছে। এই সময় প্রায় মানুষের সর্দি ঠান্ডা লাগে থাকে ,আমার ছেলেও সর্দি লেগে গিয়েছে। হঠাৎ হঠাৎ ঠান্ডা আবার গরম গরম লাগে তাই এমন হয়েছে। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি ,আমি বেশ কিছু ফোটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। আসলে আমি তেমন ফোটোগ্রাফি করতে পারি না ,তারপর ও সবার দেখি একটু আকটু চেষ্টা করি। আমার এই গ্রপে অনেকে অনেক সুন্দর সুন্দর ফোটোগ্রাফি করে যা দেখতে আমার বেশ ভালো লাগে। চলুন কথা না বারিয়ে ফোটোগ্রাফি গুলো দেখি আসি।

370240584_732652921525702_5155658023924887926_n.jpg

বেশ অনেক দিন আগে চট্টগ্রামে যাওয়া হয়েছে একটি বিয়ের দাওয়াত খেতে। আসলে বিয়ে হয়ে গিয়েছিল অনেক দিন আগে আমার কাজিনের ,এত পর প্রোগ্রাম করার জন্য সপরিবারে যাওয়া হয়েছিল। কাজিনের বাড়িতে আর যাওয়া হয়নি এই প্রথম যাওয়া হয়েছে। বেশ সুন্দর একটি জায়গা। চারপাশে সবুজে সবুজে ঘেরা যে কেউ গেলে বেশ পছন্দ করবে। তাদের বাসার সামনে একটি জবা গাছ ,জবা ফুল ধরে আছে। বেশ ভালো লাগলো তাই তুলে ফেললাম।

372313082_348155011201954_8088975595204188097_n.jpg
আগেই বলেছিলাম সবুজে সবুজে ঘেরা। যত দূর চোখ যায় সবুজে সবুজে ঘেরা।

368885606_873143397823603_5905657309149315197_n.jpg

377239207_379745587763456_1905408968616963691_n.jpg

বিয়ে বাড়ি তার উপর খুব কম সময় নিয়ে আমরা গিয়েছি ,যার জন্য তেমন বেশি ঘুরতে পারি নি ,তবে বাসার আশে পাশে বেশ সুন্দর। নদী নৌকা সব মিলিয়ে অসাধারণ।

403406448_3479284748987822_2561398280858598369_n.jpg

নদীর ওই পারে ,একটি মাঠের মত দেখা যাচ্ছে। ছেলেরা খেলতে এসেছে বিকাল বলে কথা।

368578217_1076329256863233_7150758617134824404_n.jpg
ছবিটা মোটামুটি অনেক দূর থেকে তুলা তাই একটু এমন দেখা যাচ্ছে।

369827996_812083097340592_2854268413249561713_n.jpg

ছবিটা মোটামুটি অনেক দূর থেকে তুলা তাই একটু এমন দেখা যাচ্ছে।

387417832_1070464453947816_3786262913216782363_n.jpg

আসলে ফোটোগ্রাফি করতে বেশ ভালো লাগে আমার। যদিও আগে ভালো লাগলেও তেমন ছবি তোলা হতো না ,তবে এখন চেষ্টা করি তোলার জন্য। ট্রেন করে আমরা গিয়েছিলাম বেশ মজা হয়েছে। আসলে অনেকে মিলে কোথায় বেড়াতে গেলে বেশ মজাই লাগে।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

কয়েকটি ছবি একসাথে।

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy natural
link (Source)

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

<

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আজ ভোরের দিকেও ভালোই বৃষ্টি হয়েছে এদিকে। এই সময়টাতে কমবেশি সবারই জ্বর ঠান্ডা সর্দি হচ্ছে। তাই একটু সাবধানে থাকতে হয়। আপনার ছেলের সুস্থতা কামনা করছি। বেশ ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো। এরকম প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখলে মুগ্ধ হয়ে যাই। ঠিক বলেছেন আপু, সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার মজাটাই আলাদা।

 last year 

আর বলিয়েন না আপু সুযোগ পেলেই যেয়ে পানি ধরে তাই বেশি সর্দি লেগে যায়।ধন্যবাদ আপু আমার ছেলের জন্য দোয়া করিয়েন।

 last year 

আজ ও বৃষ্টি সকাল থেকে।বৃষ্টিতে রিকশা না পেয়ে হেঁটেই ছেলেকে এক্সামে দিয়ে এলাম।আজ আমার ছেলের ও সর্দি লেগে যায় কিনা আল্লাহই ভালো জানেন।আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। কিছু ফটোগ্রাফি দূর থেকে করেছেন তাই একটু এমন হলো।কাজিনের বিয়ে উপলক্ষে পরিবারের সবাই মিলে চট্টগ্রামে গেলেন।আসলে ওখানকার পরিবেশ সবুজেই ঘেরা।ভীষণ ভালো লাগে এমন সবুজের মাঝে। ধন্যবাদ আপু সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

এমন বৃষ্টিতে বেশ ঠান্ড লেগে যায়।আল্লাহ সুস্থ রাখুক আপনার ছেলেকে।ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

প্রাকৃতিক পরিবেশের মধ্যে অনেক বেশি পরিমাণে সৌন্দর্য লুকিয়ে থাকে। আর আজকের এই প্রাকৃতিক পরিবেশ এর অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করছেন তা দেখে মনের মধ্যে একটি আলাদা প্রশান্তি কাজ করতে লাগলো৷ আর প্রাকৃতিক সৌন্দর্য এর মধ্যে বিশেষভাবে আপনি যে সবুজে ঘেরা পরিবেশের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে।৷

 last year 

আসলেই প্রাকৃতিক পরিবেশেই মধ্যে অনেক পরিমানে সৌন্দর্য থাকে।আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো।ধন্যবাদ

 last year 

ঢাকাতে গত দুদিন ধরেই হালকা-পাতলা বৃষ্টি হচ্ছে তবে আজকে বৃষ্টির তীব্রতা অনেকটাই বেশি সকাল থেকেই আকাশ কালো মেঘে ছেড়ে গিয়েছে। এ সময় সকলেরই ঠান্ডা জ্বর লাগছে যেমন আপনার ছেলে কিছুটা অসুস্থতায় ভুগছে জেনে খুবই খারাপ লাগলো। যাইহোক সব সময় সুস্থ থাকার চেষ্টা করবেন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। বর্তমান সময়ে প্রায় সকলেই অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছে কমিউনিটিতে। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 last year (edited)

হুম কাল বেশ বৃষ্টি ছিলো,নিম্নচাপের কারনে নাকি।যদিও আমি তেমন ভালো পারি না ফটোগ্রাফি, তবে চেষ্টা করি আরকি।ধন্যবাদ

 last year 

আমাদের দিকে মেঘ লেগে থাকলেও বৃষ্টি হয়নি। ঢাকাতে বৃষ্টি হয়েছে শুনে একটু অবাক হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফি গুলো এককথায় ছিল। একেবারে ছবির মতো সুন্দর একটা গ্রামের ফটোগ্রাফি করেছেন। সত্যি বেশ দারুণ ছিল ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 last year 

হুম৷ অনেকে জায়গায় নাকি বৃষ্টি হয়নি,তবে ঢাকাতে ভালোই বৃষ্টি হয়েছে ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.039
BTC 95625.14
ETH 3355.68
USDT 1.00
SBD 3.05