মোম রং দিয়ে রাতের দৃশ্য । -{১০% বেনিফিট @shy-fox এর জন্য}

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

২৫ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ ।


কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা ভালো আছেন।আমি এখন আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছি।ভেবেছিলাম আজকে প্রতিযোগিতার অংশগ্রহণ একটা পোস্ট করবো,কিন্তু কাল সন্ধ্যায় হঠাৎ আমি অনেক অসুস্থ হয়ে পরি,যার কারনে একটা সময় হসপিটালে ভর্তি হওয়া লাগে।তারপর ব্যথা কমানোর জন্য ইনজেকশন পুষ করা লাগে,তারপর আস্তে আস্তে ব্যথাটা কিছুটা কমে,তারপর হাইপাওয়ারের ঔষধ খাওয়ার পর মধ্যে রাতে বাড়ি ফিরি।তারপর আর কোন আর্ট করতে পারিনি।সকালে একটু ভালো লাগাতে আগের আর্ট ছিলো সেটা আজ আপনাদের সাথে শেয়ার করবো।

প্রস্তুত প্রণালীর ছবি

327338776_659443825919653_3095852863295959296_n.jpg

Art by-@rahimakhatun

Device- Galaxy A13

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আসলে আমি আগেও বলেছি আমি তেমন আর্ট পারি না। এই খানে এসে নানান জনের আর্ট দেখে আর্ট করার উৎসাহ হয় ,তাই মাঝে মাঝে চেষ্টা করি। তেমন ভালো হচ্ছে না ,তবে চেষ্টা করলে হয়তো একদিন ভালো হবে।

327324163_1786373105052989_6126778757734708976_n.jpg

আমি আজকে পুরো দৃশ্য এঁকেছি শুধু মাত্র মোম দিয়ে । আমার আসলে মাঝে মাঝে পেন্সিলে ও রং করতে বেশ দেখতে ভালো লাগে,তাই আমি মোম নিয়ে বসলাম। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে ,তবে আশা করছি ভালো লাগবে।

327053154_2036938409835446_7444210420243577548_n.jpg

এই ছবিটা সামান্য আলো দিয়ে ছবি তুলেছি ,যেন রাতের ছবিটা ফুটে উঠে।

প্রয়োজনীয় উপকরণ

327103758_714345677074743_7641987971190987206_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো

🔶১. কাগজ

🔶২. 3B ও 4B পেন্সিল

🔶৩.মার্কার পেন

🔶৪.মোম রং

🔶৪.জল রং

প্রস্তুত প্রণালী

♻♻♻ ১ম ধাপ ♻♻♻

327368884_1378179392973827_3860555878525878947_n.jpg

চারদিকে মার্জিন করে নিয়েছি।


♻♻♻২য় ধাপ ♻♻♻

327414979_584686210143185_4538690751847830755_n.jpg

সার্কেল করে নিয়েছি।

৩য় ধাপ

324043885_478968384240710_6447614261990554971_n.jpg

কালো রং করে নিব।

৪র্থ ধাপ

325852823_838366353918851_381009262088711625_n.jpg

অরেঞ্জ কালার করে নিব।

৫ম ধাপ

327010942_702359991426613_846812268354473135_n.jpg

সবুজ কালার করে নিব।

৬ষ্ঠ ধাপ

327368403_5803185539773320_7903737100242559397_n.jpg

টিস্যু দিয়ে কালার তা মিশিয়ে নিব।

৭ম ধাপ

327364805_1251018895626524_6878393417337033981_n.jpg

টিস্যু দিয়ে কালার তা মিশিয়ে নিব।

৮ম ধাপ

327326330_721592729479552_7320900766070993460_n.jpg
গাছ একে নিচ্ছি।

৯ম ধাপ

327348010_485063713704603_7110536253540341735_n.jpg
একে নিয়েছি

১০ম ধাপ

327379146_1381925462635541_3819037741751102740_n (1).jpg
রং তা একটু গাঢ় করে সাদা রং দিয়ে ফোঁটা ফোঁটা করে নিয়েছি।

327324163_1786373105052989_6126778757734708976_n.jpg
হয়ে গেলো আমার আর্ট।শেষ হয়ে গিয়েছে রাতের দৃশ্য।কেমন হয়েছে ,কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

Sort:  
 2 years ago 

মোম রং দিয়ে রাতের দৃশ্য চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। চাঁদ টি দেখতে অসাধারন লাগতেছে। পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার পোস্ট ভিজিট করে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

তাইনাকি আপু? এখন কি অবস্থা। বেশ খারাপ লাগছে আপনার অসুস্থ্যতার কথা শুনে। কোন সমস্যা নেই সুস্থ্য হলে প্রতিযোগিতায় অনেক অংশ গ্রহণ করা যাবে। যাই হোক আজকের আর্টটি বেশ পুরানো হলেও কিন্তু অনেক সুন্দর একটি আর্ট। আপনি পেন্সিল আর মোম রং দিয়ে খুব সুন্দর করে আর্টটি করেছেন। আবার এই অসুস্থ্য অবস্থায় খুব সুন্দর উপস্থাপনাও করেছেন। দোয়া করি আপনি অতি দ্রুত সুস্থ্য হয়ে উঠেন।

 2 years ago 

প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি 🤲
যাক এখন একটু ভালো আছেন জেনে খুশি হলাম। দেখুন আগে শরীর তারপর অন্য কিছু। তবুও কাজের প্রতি ভালোবাসা থেকে কষ্ট করে পোস্ট করেছেন এটাই অনেক। তবে আমি বলবো বেশি অসুস্থ হলে কয়েকটি দিন ছুটি নিতে পারেন।

আর আর্ট খুব ভালো ছিল 👌 এভাবেই অংকন করতে করতে একসময় আরো ভালো অংকন করতে পারবেন। আমিও তো পারিনা, তবে শেখার চেষ্টা করছি। খুব ভালো ছিল আর্ট, এগিয়ে যান আপু।

 2 years ago 

আপনি অসুস্থ হয়েছেন এবং হাসপাতালে এডমিট হয়েছেন শুনে অনেক খারাপ লেগেছে।তবে আপনি যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সেটা হচ্ছে হাজারো শুকরিয়া।আপনি আর্ট তেমন না পারলেও যে আর্টের পোস্টগুলো শেয়ার করেন দেখতে অনেক সুন্দর হয়। মোম রং দিয়ে বেশ সুন্দর একটি আর্ট করেছেন দেখতে অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার হঠাৎ করে অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লাগছে।আশাকরি ঈশ্বরের অশেষ কৃপায় এখন একটু ভালো আছেন? মন খারাপ করবেন না আপু সবার আগে সুস্থতা জরুরি আগে সুস্থ হয়ে নিন তারপর কাজ করবেন।
মোম রং দিয়ে রাতের দৃশ্য আঁকানো রাতের দৃশ্য টি দেখতে অসাধারণ হয়েছে।খুবই সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন।সবমিলিয়ে অসাধারণ পোস্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। আপু আপনার সুস্থতা কামনা করছি। 🙏

 2 years ago 

আপু আপনার অসুস্থতার কথা জেনে সত্যি খারাপ লাগলো। আপনি তো তাহলে ভীষণ অসুস্থ😔। তবে যাই হোক সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ করে তুলুক এই কামনাই করি। অসুস্থ শরীর নিয়েও পেইন্টিং পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আপু আপনার পেইন্টিং টি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

কিভাবে যে এতো সুন্দর করে আর্ট করেন বুঝিনা। আপনার সব গুলো আর্টই দারুন লাগে আমার কাছে। আমি তো রঙই করতে পারিনা ভালো ভাবে। অথচ আপনারা কি সুন্দর সুন্দর আর্ট উপহার দেন আমাদের। শুভেচ্ছা রইলো আপু।

 2 years ago 

আপনার অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লাগলো। তারপরও বলবো আল্লাহ তা'আলা যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করেদে। মোম রং ও জল রং দিয়ে খুব সুন্দর রাতের দৃশ্য অঙ্কন করেছেন। এ ধরনের অংকন গুলো সত্যিই অসাধারণ লাগে। আর আজকে আপনার অংকনটি দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক ধৈর্য সহকারে দৃশ্য অংকন করেছেন। সত্যি আপনার রাতের দৃশ্য পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।

আমিও কাল রাত সাড়ে তিনটা নাগাদ হসপিটালে যেতে বাধ্য হয়েছিলাম, শরীর এত খারাপ হয়ে গেছিল। তবে আজকে দুপুরের পর থেকে একটু ভালো লাগছে। সত্যিই বেশ খারাপ লাগলো আপনার অসুস্থতার কথা শুনে। আশা করি আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন।

ড্রইং নিয়ে আসলে কি বলবো, পোস্ট লেখার শুরুতে যে কথাগুলো বলে ফেলেছেন তাতে আসলে কি বলবো সেটাই বুঝতে পারছি না।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58664.80
ETH 2569.75
USDT 1.00
SBD 2.42