সময়ের মূল্য।

in আমার বাংলা ব্লগ5 months ago

আমি @rahimakhatun
from Bangladesh

২ই ফেব্রুয়ারি২০২৪খৃস্টাব্দ ।

আজ রোজ শুক্রবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন।



clock-gb91494ee4_1920.jpg

(Source)

পৃতিবীতে কিছু জিনিস আছে যার মূল্য নির্ধারণ করা যায় না। এর মধ্যে সময় অমূল্যবান সম্পদ। স্রোতের মতো প্রবাহমান। প্রতিটি ক্ষণেই এর পরিবর্তন হয়।

সময় এক এমন একটি প্রক্সিয়া যার কোন অতীত বা ভবিষ্যৎ নেই। অতীত যা তা একটি স্মৃতি যা ভবিষ্যৎ তা রহস্য কিন্তু যা বর্তমান তাই হলো মূলত সময়। পৃথিবীতে অনেক কিছুই মূল্য দিয়ে কেনা যায়।
কিন্তু সময় না। সময় জানার জন্য আমরা ঠিক দামি থেকে দামি ঘড়ি কিনতে পারবো কিন্তু সময় কখনোই কোন মূল্য ঝিনতে পারবো না।
সময়ের মূল্যের কথা চিন্তা করতে গিয়ে, মানব উন্নতির একটি এটি একটি শক্তিশালী শান্ত কিন্তু বাস্তবতা হিসেবে কাজ করে। এটি অসম্ভব মূল্যবান একটি প্রক্সিয়া। যার একটি মূহূর্ত চলে গেলে তা পৃথিবীর কোন কিছু দিয়েই ফিরিয়ে আনা সম্ভব না।
সময় এক প্রকার শুভ ধ্রুব। আমাদের প্রত্যেকের জীবনেই সময় নির্দিষ্ট। যা আমাদের জন্মের মাধ্যমে শুরু আর আমাদের মৃত্যুর মাধ্যমে শেষ। সুতরাং এর আমাদের যথাযথ ব্যবহার করতে হবে।
যারা সময়মতো বিবেকহীন আর কেও নেই। কারণ সময় এমন একটি অমূল্যবান সম্পদ যার অপচয় নিত্যন্তই বোকামি। তাই সবার কোন মুহূর্তে আমাদের অপচয় করা উচিত না ।সময়ের যথাযথ ব্যবহারই আমাদের জীবনের উন্নতি ঘটাতে পারে।

সময় আমাদের জন্য নির্দিষ্ট এবং অমূল্যবান একটি সম্পদ। সঠিক ভাবে এর মূল্যয়ন এবং এটি কার্যকর ভাবে ব্যবহার কারলে, এটি মূলত জীবন যাত্রার জ্ঞান, স্মৃতি অং অর্থপূর্ণ সংযোগের একটি অমিলিতারিত স্রোত হয়ে ওঠে।

আজ আর নয়। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ,সেই পযর্ন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

ধন্যবাদ সবাইকে

device Galaxy A13
LocationDhaka

Sort:  
 5 months ago 

সময় চলে গেলে আর ফিরে আসে না।তাই সময়ের সঠিক ব্যবহার করতে হবে। সময়ের কাজ সময়ে করা উচিত। আপনার পোস্ট টি ভালো ছিলো।শুভকামনা রইলো আপু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আমাদের প্রতিটি মানুষের উচিত সময়ের কাজ সময়ে করে নেওয়া। আমাদের প্রতিটি মানুষের উচিত সময় কে মূল্যায়ন করা। কারণ যে কাজটি যে সময়ে করা উচিত অসময়ে করলে তার গুরুত্ব পাওয়া যায় না। তাছাড়া সব সময় সবকিছুর সুযোগ আসে না। তাই সময়কে যথাযথভাবে ব্যবহার করলে সুন্দর সফলতা পাওয়া যায়। আপনার লিখা গুলো পড়ে খুব ভালো লেগেছে।

 5 months ago 

আপনি ঠিক বলেছেন সময় একটি এমন সম্পদ যা একবার আমাদের জীবন থেকে হারিয়ে গেলে আর ফিরে পাওয়া সম্ভব না। তাই আমাদের উচিত যতটা সম্ভব সময়কে যথাযথভাবে কাজে লাগানো। যাক ধন্যবাদ আপনাকে সময় নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

মানুষ টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারে, কিন্তু সময় কখনোই কিনতে পারবে না। সময় এবং স্রোত কখনো কারো জন্য অপেক্ষা করে না, তারা নিজের গতিতেই এগিয়ে চলে। প্রত্যেকটা মানুষের উচিত সময়কে কাজে লাগিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। যে যতই দামি ঘড়ি কিনুক না কেন, সে চাইলেও সেই সময়টাকে আটকে রাখতে পারবে না। সময়ের কাজ সময়ে করে নেওয়া অত্যন্ত জরুরী। আপনার লেখাটা আমার কাছে খুব ভালো লেগেছে পড়ে।

 5 months ago 

খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি। আপনার কাছ থেকে এই সুন্দর পোস্টটি পড়ে খুব ভালো লাগলো৷ আসলে আমাদের সকলকে সময়ের মর্যাদা দেওয়া উচিত এবং সময়ের কাজ সময়ের মধ্যেই সম্পন্ন করা উচিত৷ যদি আমরা সময়মত কাজ না করি, তাহলে আমরা এই সময় আর কখনোই ফিরে পাবো না৷ যে সময় চলে যায় সে সময় আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়৷ অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 5 months ago 

খুবই কম মানুষ রয়েছে যারা সময়ের মূল্য সঠিকভাবে দিতে পারে। অনেকে হয়েছে সময়ের মূল্য দিতে পারে না। সময়ের কাজ সময়ে করে নেওয়া যেমন ভালো, তেমনি সময় থাকতে সবকিছু করা গুরুত্বপূর্ণ। সময় কখনো কেনা যায় না এবং কি সময় কখনো থামানো যায় না। যারা এগুলো মাথায় আনবে তারা এক ধরনের বোকা। এগুলো মাথায় আনা ও বোকামি। সময় আসলেই অমূল্যবান একটা সম্পদ। এটাকে যে যত বেশি কাজে লাগবে, সে তার জীবনে তত বেশি এগিয়ে যাবে।

 5 months ago 

সময়ের মূল্য সবার জীবনেই খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস।সময়ের মূল্য দিতে না জানলে জীবনে কখনোই উন্নতি করা সম্ভব নয়।ঠিক বলেছেন সময়ের মূল্য অমূল্য সম্পদ।ধন্যবাদ সুন্দর কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57173.66
ETH 3067.89
USDT 1.00
SBD 2.39