ছোট ছোট বালুকনা থেকে মহাদেশের সৃষ্টি।

in আমার বাংলা ব্লগlast year

সসালামু আলাইকুম

১৪
ই-নভেম্বর ২০২৩ খৃস্টাব্দ

২৯
ই কার্তিক , ১৪২৯ বঙ্গাব্দ।


এখন ষড়ঋতুর হেমন্তকাল ।

জ রোজ মঙ্গলবার রবিবার

source

এ বিশ্বের সবকিছু যা মহান সৃষ্টি কর্তা তৈরি করেছেন তা এমনি এমনি তৈরি করেননি,সব কিছুর পিছনে যথেষ্ট কারন আছে।তাই ছোট বলে কোন কিছুকে অবজ্ঞা করা উচিত নয়।ছোট ছোট জিনিস কে অবহেলা করা আমাদের মানুষের রয়েছে যা ঠিক নয়।
কথায় আছে ছোট ছোট বালুকনা থেকে বড় একটি মহাদেশ সৃষ্টি হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু দিয়ে সমুদ্রের সৃষ্টি হয়।ছোট ছোট মহুর্তে নিয়ে একটি মহাকালের সৃষ্টি হয়।এমন অনেক উদাহরণ আছে।একটা পাখি যখন তার নিজের বাসা বানায় তখন দেখা যায় একটি একটি করে খড় নিয়ে এসে জমিয়ে বাসা বানায়।
একটি কাক বিভিন্ন জায়গা থেকে কাঠি কিংবা গুনা নিয়ে এসে তার নিজের বাসা খুব সুন্দর করে তৈরি করে।আসলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু সঞ্চিত হয়েই অতল গভীর সমুদ্রে সৃষ্টি হয়।মানুষও তেমনি আস্তে আস্তে ছোট থেকে বড় হয়।কোন বৃহৎ জিনিস হঠাৎ বৃহৎ হয় না, ছোট থেকেই বড় হয়।
অর্থাৎ ক্ষুদ্রের সমন্বয়ে বৃহৎ এর সৃষ্টি। পৃথিবীতে কোন মহৎ কাজেই একদিনে কিংবা একবারে সম্পন্ন হয় না।আস্তে আস্তে সময় নিয়ে কাজ সম্পন্ন হয়।তাই ছোট বলে কোন জিনিসকে অবহেলা করতে হয় না।ছোট বেলা থেকে একটি গল্প খুব শুনে এসেছি,এই থেকে অনেক কিছু শিক্ষার আছে, গল্পটি হলো একটি কাক তার খুব পানির তৃষ্ণা পেয়েছিলো তখন কলসীতে পানি খুব নিচে ছিলো যা কাক নাগাল পাচ্ছিলো না তখন সে একটি একটি করে পাথর কলসীতে ভরছিলো তখন পানি উপরে উঠে এসেছিলো আর তখনই কাক পানি পান করে তৃষ্ণা মেটালো।
এমন অনেক উদাহরণ আছে যারা ছোট ছোট পযার্য়ে থেকে এখন উপরে উঠে এসেছে।ছোট ছোট প্রচেষ্টায় যে মহৎ সৃষ্টি বা কর্মফল লাভ করা যায়।এটি যেমন সত্য।ঠিক তেমনি একজন ছাএ তার অকা চেষ্টার ফলে অনেক ধৈর্য্যর ফলে বড় জায়গায় পৌঁছায়।
ক্ষুদ্র বলে কোন জিনিসকেই অবহেলা করতে নেই। ইতিহাস পড়লে দেখা যায় ছোট ছোট পাখি ছোট ছোট পাথর মেরে শএু দেরকে ধ্বংস করা হয়।ঠিক তেমনি উই ও পিঁপড়া দুই অতি ক্ষুদ্র কীট।এই পিঁপড়া অল্প অল্প মাটি নিয়ে এসে বিরাট মাটির একটি ঘর বানায়।আমরা যে মাটির ব্যাংকে টাকা জমায় ছোট ছোট নোট জমিয়ে জমিয়ে এক সময় বেশ ভাঙ্গলে অনেক টাকা হয়।
যারা রাস্তায় ছোট ছোট ব্যবসা করে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র লাভে একটা সময় তাদের বড় সর লাভ হয়।তাই বলা যায় ছোট বলে কোন কিছু কে অবজ্ঞা করা উচিত নয়।
আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

devicesamsung SM-A217F
LocationDhaka

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using [SteemPro Mobile](https://play.google.com/store/apps/details?id=com.steempro.mobile)
Sort:  
 last year 

আসলে আপনি আজকে দারুন একটি বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করেছেন। সত্যি বলতে সব বড় বড় জিনিস একসময় ছোট ছিল যেটা ছোট থেকেই আস্তে আস্তে এত বড় হয়েছে। তাই বর্তমান যেগুলো ছোট সেগুলো দেখে আমাদের কখনোই অবহেলা করা উচিত নয়। কারণ সব সময় মাথায় একটা জিনিস রাখতে হবে যে সবাই ছোট থেকেই একসময় বড় পর্যায়ে যায়। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য।

 last year 

আসলেই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকেই এক সময় বড় কিছুর সৃষ্টি হয়।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমিও বিশ্বাস করি যে বড় কিছু অর্জন করতে হলে প্রথমে ছোট কিছু দিয়ে শুরু করতে হবে। ছোট থেকেই যে বড় হওয়া যায় এই বিষয়টা আপনি আপনার পোষ্টের মাধ্যমে দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে এটাই আমাদের সব থেকে বড় সমস্যা আমরা একবারে বড় হতে চাই কিন্তু আমরা ভাবি না রাস্তার ছোট দোকানদার ও একদিন বড় ব্যবসায়ী হয়ে যাবে।

 last year 

আসলেই এটাই সত্য।একবারে কেউ বড় হয় না, ছোট থেকেই বড় হয়।ভালো লাগলো আপনি পোস্ট পড়েছেন যেনে।ধন্যবাদ আপনাকে

 last year 

খুব সুন্দর পোস্ট। সত্যি তাই ছোট বলে ছোট জিনিসকে অবহেলা না করাই উচিত।কারন ক্ষুদ্র থেকেই বৃহৎ এর সৃষ্টি। একদম সঠিক উদাহরণ দিয়েছেন আপনি মাটির ব্যাংকে যদি অল্প অল্প করে টাকা জমানো যায় তবে তা এক সময় ভাঙ্গলে অনেক টা হয়ে যায়।আর ছোট ব্যাবসা করতে করতেই এক সময় বড় ব্যাবসায়ী হয়ে ওঠে মানুষ। ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ছোট বলে কোন জিনিসকে একদমই অবহেলা করা উচিত নয়।আসলেই মাটির ব্যাংকে অল্প করে টাকা জমানো হয় একসময় অনেক টাকা হয়ে যায়।ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.034
BTC 90139.92
ETH 3237.87
USDT 1.00
SBD 2.79