ছেলেটা বেশ অসুস্থ ,ওষুধ দিলে জ্বর কমে পরে আবার পরে উঠে। আজ থেকে দেখি বেশ কাশি আর সর্দি। খালি ঘ্যান ঘ্যান করে। যাই হোক বাহিরে আকাশ অনেক মেঘলা করে আছে। মনে হচ্ছে অনেক দিন পর আমি এমন অন্ধকারাচ্ছন্ন আকাশ দেখলাম। আগের মত এখন আর তেমন বৃষ্টি না। আমার কাছে বৃষ্টি বেশ ভালো লাগে। তবে ছোট বেলায় যেমন বৃষ্টি দেখলে ভিজতাম এখন আর ভেজা হয় না। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার মাঝে মাঝে কিছু কিছু জিনিসের ফোটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। যদিও আগে তেমন ফোটোগ্রাফি করতাম না,কিন্তু এখন সুযোগ পেলে হাত ছাড়া করি না। যদিও তেমন ভালো ভাবে পারি না অন্যান সবার মত ,তবে চেষ্টা করি। আমাদের এই কমিউনিটিতে অনেকে অনেক ভালো ফোটোগ্রাফি করে ,যা দেখতে আমার খুব ভালো লাগে।এখন বাহিরে বের হলে একটা জিনিস মাথায় থাকে ভালো কিছু দেখলেই ফোটোগ্রাফি করবো। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আসলে পোস্ট করতে নিলে অনেক্ষন ভাবতে হয় কি পোস্ট করবো। পরে ভাবলাম কিছু ফোটোগ্রাফি শেয়ার করি আপনাদের সাথে।। যদিও আমি সব ফুলের নাম জানি না। তবে ফুলের কালার গুলো অনেক সুন্দর। মিস্টি কালার , লাল কালার ,গোলাপি কালার,বেগুনি কালার ইত্যাদি।
বৃক্ষ মেলা থেকে এই ছবি গুলো তুলেছি। কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে।
এইটা মনে হয় সাকুলেন্ট।
এইটা হচ্ছে ক্যাটাস। বেশ ভালো লাগে আমার কাছে।
এইটা হচ্ছে ক্যাটাস। বেশ ভালো লাগে আমার কাছে,কালারিং ক্যাটাস।
নাম না জানা গাছ।
এই গাছটা হচ্ছে বনসাই। সেই দিন শুনলাম একটা আমবট নাকি তেরো লক্ষ টাকা।
এই গাছ গুলো হচ্ছে লাকি ব্যাম্বো ,পাতা বাহার আরো কত কি।
বাগান বিলাস একটি খুব সুন্দর ফুল। সাধারণত বাগানের এই বিলাসবহুল গাছগুলো বাড়ির সামনে লাগানো হয়। অনেক বড় বড় গাছ আছে। একসাথে অনেক ফুল ধরো। এই ফুলগুলি বিভিন্ন রঙে আসে। আমি লাল ফুল বেশি পছন্দ করি। এই বৈজ্ঞানিক নাম Bougainvillea spectabillis.
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ |
device | samsung SM-A217F |
Location | Dhaka |
Photograpy | indoor plant |
link | source |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
JOIN WITH US ON DISCORD SERVER
Follow @amarbanglablog for last updates
Support
@heroism Initiative by Delegating your Steem Power
ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে সব সময়ই বেশি ভালো লাগে। কারণ ফুলকে আমি অনেক বেশি ভালোবাসি । আপু আপনার প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপু আপনার প্রথম ছবিটা মনে হয় ভুল হয়েছে। কিন্তু নিচের ছবিগুলো দেখে মুগ্ধ হলাম। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি ই খুব সুন্দর ছিল। তবে এর মধ্যে শেষের দুটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আমার বাংলা ব্লগে যারা কাজ করি তারা সবাই চেস্টা করে ফটোগ্রাফি করতে। কেউ প্রফেশনাল ফটোগ্রাফার নয়। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লাগছে। আমার কাছে ক্যাক্টাস বেশ পছন্দের গাছ।
সত্যিই আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে আপনি অত্যন্ত দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছিলেন। আমার অত্যন্ত পছন্দের বাগান বিলাস ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনার ছেলে অসুস্থ জেনে সত্যিই খারাপ লাগলো। বাচ্চারা অসুস্থ থাকলে কিছুই ভালো লাগেনা। বাবুর দ্রুত সুস্থতা কামনা করছি আপু। যাইহোক আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আপু।
এত সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আমার তো ইচ্ছে করছিল এক নজরে এভাবেই তাকিয়ে থাকতে। এরকম সুন্দর ফটোগ্রাফি দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করেনা। আপনি অনেক সুন্দর করে রেনডম ফটোগ্রাফি গুলো করে সবার মাঝে ভাগ করে নিয়েছেন। বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। সব মিলিয়ে জাস্ট অসাধারণ একটা পোস্ট শেয়ার করেছেন।
আসলে যে কোন কিছুর রেনডম ফটোগ্রাফি করলে খুব সুন্দর হয়। এটা কিন্তু সত্যি আমাদের কমিউনিটিতে অনেকেই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে, এবং কি আমার কাছেও ভালো লাগে ফটোগ্রাফি করতে। তবে আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। আপনার করা সবগুলো ফটোগ্রাফির মধ্য থেকে, হলুদ কালারের বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে দেখতে আমার কাছে।