বরবটি আলু দিয়ে রুই মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ13 days ago

আমি @rahimakhatun
from Bangladesh

৯রা শ্রাবন ১৪৩২

২২আগষ্ঠ ২০২৫


এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

1000003030.png

প্রতিবারের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো।আজকে আপনাদেরকে দেখাবো বরবটি আলু দিয়ে রুই মাছের রেসিপি।আসলে রুই মাছটা কম বেশি সকলেই পছন্দ করে।যদিও বরবটি টা আমার তেমন একটা ভালো লাগে না,তারপর ও এনেছে তাই আরকি না রান্না করে কিংবা না খেয়ে পারলাম না,যাই হোক

চলুন এক নজরে দেখে আসি।

প্রয়োজনীয় উপকরণ

1000002999.jpg


>
উপকরন পরিমান
রুই মাছ প্রয়োজনমতো
বরবটি প্রয়োজনমতো
পেঁয়াজ ৪/৫ টি
লবন সামান্য
হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
মরিচ গুঁড়া ১/২ চা চামচ
কাঁচা মরিচ ১/২ টি
আলু ২ টি
প্রস্তুত প্রণালী
১ম ধাপ

1000003001.jpg

মাছমাছগুলো হলুদ মরিচ ও লবন দিয়ে মেখে নিব।

২য় ধাপ

1000003003.jpg

তেলে ভেজে নিব।

৩য় ধাপ

1000003004.jpg

তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব।

৪র্থ ধাপ

1000003006.jpg

হলুদ মরিচ ও লবন দিয়ে দিব।

৫ম ধাপ

1000003030.png

ভালো করে কষিয়ে নিব।

৬ ষ্ঠ ধাপ

1000003008.jpg

বরবটি ও আলু গুলো দিয়ে দিব।

৭ম ধাপ

1000003009.jpg

বরবটি উল্টো পাল্টে দিব।

৮ম ধাপ

1000003010.jpg

ভালো করে কষিয়ে নিব।

৯ম ধাপ

1000003011.jpg

পানি দিয়ে দিব।

১০ ম ধাপ

1000003012.jpg

ভাজা মাছগুলো দিয়ে দিব।

1000003015.jpg

লবন চেক করে নামিয়ে নিব।

Uploading image #7...

হয়ে গেলো মজাদার স্বাদের বরবটি আলু দিয়ে রুই মাছের রেসিপি।

p>আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe

Sort:  
 12 days ago 

আপনি আমার পছন্দের রেসিপি শেয়ার করেছেন আজকে। এটা দেখেই তো আমার জিভে জল চলে এসেছে। কয়েকদিন আগেও রেসিপিটা খেয়েছিলাম। আপনি খুবই মজাদার ভাবে এটা তৈরি করেছেন। যে কারোই অনেক লোভ লাগবে আপনার তৈরি করা রেসিপি দেখলে। মনে হচ্ছে অনেক মজা করে খেয়েছেন এটা।

 12 days ago 

যেকোনো রকমের রেসিপি দেখলেই একেবারে লোভ লেগে যায়। আপনি তো আজ একেবারে আমার ফেভারিট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলেন। এই রেসিপিটা আমার কত বেশি পছন্দের, এটা বলে বোঝাতে পারবো না। এরকম মজাদার রেসিপিগুলো ছোট বড় সবাই খুব ভালোবাসে খেতে। দেখেই বুঝতে পেরেছি , এই মজাদার রেসিপিটা সবাই অনেক মজা করে খেয়েছিলেন।

 12 days ago 

বরবটি সবজি যদিও কম খাওয়া হয় তবে এভাবে মাছ এবং আলু দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে ভালো লাগলো ধন্যবাদ মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ।

 12 days ago 

ভীষণ সুস্বাদু একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রান্নার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে এবং অনেক বেশি স্বাস্থ্যকর। এমন ভাবে বরবটি আলু দিয়ে রুই মাছ রান্না করলে ভীষণ সুস্বাদু লাগে খেতে। এমন দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 days ago 

খুব সুন্দর ভাবে আজকে আপনি এই রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যেভাবে আপনি আজকের এই সুস্বাদু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে বরবটি আলু দিয়ে এত সুস্বাদু একটি রুই মাছের রেসিপি আপনার কাছ থেকে দেখে অনেক বেশি ভালো লাগলো৷ এর ডেকোরেশন দেখে অনেক সুস্বাদ হয়েছে বলে মনে হয়৷

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 109814.06
ETH 4310.72
USDT 1.00
SBD 0.83