মজাদার স্বাদের টক দই দিয়ে লাচ্ছি বানানো || [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো ,,
আমি @rahimakhatun

প্রস্তুত প্রণালীর ছবি

div class="text-right"> made by @rahimakhatun
Device- samsung SM-A217F
প্রস্তুত প্রণালীর ছবি দেওয়া হলো।
আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে নিয়ে এসেছি। আমি আজকে লাচ্ছি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিছু যাবৎ বেশ ভালোই গরম পরছে। ভাবলাম একটি শরবত কিংবা পানীয় জাতীয় কিছু বানাই। ফ্রীজ খুলে দেখলাম কিছু টক দই আছে। ভাবলাম লাচ্ছি বানালে কেমন হয়। তারপর আর কি ,শুধু ভাবলেই তো হবে না। তাছাড়া বাসায় বাবা আছে ,আমার বাবা এই জাতীয় কিছু অনেক পছন্দ করে। একটা কথা না বলেই নয় আমার কিন্তু লাচ্ছি পছন্দ। বাসায় মিস্টি দই নাই তাতে কি ,যা আছে তা দিয়ে নতুন কিছু হয় তাহলে খারাপ কি।

ঠান্ডা ঠান্ডা টেস্টি টেস্টি লাচ্ছি

made by @rahimakhatun
Device- samsung SM-A217F
গরমে কিংবা ইফতারির সময় এই টক দইয়ের লাচ্ছি অনেক মজা লাগে। তাছাড়া টক দই প্রচুর পরিমান গুনাগুন বিদ্যমান তা আমাদের শরীরের জন্য খুব ভালো। কথা না বাড়িতে চলুন যায় মূল রেসিপিতে

প্রয়োজনীয় উপকরণ

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো

🥤টক দই

🥤চিনি

🥤লবন

🥤 দুধ

🥤 বিট লবন

প্রস্তুত প্রণালী
প্রথমে আমি ব্লেন্ডার এ জগে টক দই নিয়ে নিবো। ,তারপর দুধ , বিটলবণ ও লবন নিয়ে নিবো। ব্লেন্ড করে নিবো। তারপর লেবুর রস দিয়ে দিবো। চিনি দিয়ে ব্লেন্ড করে নিবো। হয়ে গেলো টক দইয়ের লাচ্ছি । বাসায় বানিয়েপান করে দেখবেন। আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

devicesamsung SM-A217F
LocationDhaka
photograpy drink
Sort:  
 2 years ago 

টক ধই দিয়ে মজাদার একটি লাচ্ছি রেসিপি তৈরি করেছেন দেখছি। আপু খেতে মনে হয় খুব বেশি সুস্বাদু হয়েছে। আর বাসায় তৈরি করা স্বাস্থ্যকর লাচ্ছি দেখেই জিভে পানি চলে এসেছে। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আসলেই অনেক মজা হয়েছে, বাসায় একদিন বানিয়ে দেখবেন।আশা করি খারাপ লাগবে না।টক দইয়ের লাচ্ছি অন্যরকম মজা।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনি অনেক লোভনীয় এবং সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। কারণ সামনে গরম আসছে আর গরমের ভিতর লাচ্ছি খেতে বেশ মজা লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে কার্যকরী একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

এই গরমে টক দই দিয়ে লাচ্ছি খেলে প্রাণটা যেন জুরিয়ে যায়। আপনার উপস্থাপন করা এই লাচ্ছি রেসিপি টা দেখতে যেমন লোভনীয় লাগছে তেমনি খেতে মনে হয় বেশ সুস্বাদু হবে।
আপনি আমাদের দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই গরমে টক দইয়ের লাচ্ছি শরীরের জন্য খুবই উপকার। আর আপনি খুব সুন্দর করেই লাচ্ছি বানানো শেয়ার করেছেন। ইচ্ছে করছে এক গ্লাস নিয়ে খেয়ে ফেলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি লাচ্ছি তৈরি শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 2 years ago 

এই গরমে লাচ্ছি খেতে বার বার মন চায়। আর তা যদি হয় দই দিয়ে তা হলে তো কথাই নেই। বিভিন্ন রকম দই আমার খুব পছন্দের। টক দই ও মিষ্টি আমি খুব পছন্দ করি। তবে এভাবে লাচ্ছি তৈরি করে খেতে বেশি ভালো লাগে ।আপনি তো গরমের একটি অসাধারণ রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন আপুনি, খেতে ইচ্ছে করছে।

 2 years ago 

গত কয়েকদিন খুব গরম পড়ছে। এই গরমে আপনার পোস্ট টা অসাধারণ ভাবে উপকারী। দুপুরে বাহির থেকে এসে এই লাচ্চি খেলে আহহহ ভিতর টা ঠান্ডা হয়ে যাবে। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

লাচ্ছি সাধারণত আমরা রেস্টুরেন্টে খাই। টক দই দিয়ে সুন্দর এই রেসিপিটি আপনার খুব সুন্দর ভাবে বাসায় বানিয়েছেন। রেসিপিটি বানানোর ধাপ গুলো খুব সুন্দরভাবে দেখিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

মিস্টি দই এর লাচ্ছি খেয়েছি। তবে টক দই এর টা এখনো খাওয়া হয়নি। খুবই সুন্দর এক রেসিপি দেখালেন। এই গরমে চেস্টা করে দেখা যেতে পারে। বিট লবন থাকায় স্বাদ মনে হয় অনেক হয়েছে। ধন্যবাদ এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আপু। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

টক দই দিয়ে লাচ্ছি বানানোর রেসিপি দেখে খুবই ভালো লাগলো আপু। আপনি অনেক মজার একটি রেসিপি তৈরি করেছেন আজকে। একেবারে সময় উপযোগী একটি রেসিপি শেয়ার করেছেন। গরমকালে লাচ্ছি খেতে খুবই ভালো লাগে। আপু আপনার রেসিপি তৈরির পদ্ধতি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

লাচ্ছি আমার খুব পছন্দের পানিয় । তবে আমি মিষ্টি দই এর লাচ্ছি খেয়ে থাকি সাধারনত। তবে আপনার টক দই এর রেসিপি দেখে মনে হচ্ছে খেতে ভালোই হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি নিজেই মিষ্টি দই দিয়ে বানাই, তবে বাসায় কিছু টক দই ছিলো,তাই ভাবলাম বানিয়ে দেখি,তারপর বানানোর পর সত্যিই ভালো লেগেছে।বাসার সবাই বললো খেতে ভালো ছিলো।ধন্যবাদ ভাইয়া।খেয়ে দেখবেন আশা করি খারাপ লাগবে না।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61159.70
ETH 2631.81
USDT 1.00
SBD 2.63