বিবেক
আমি @rahimakhatun
from Bangladesh
১৮ আগস্ট ২০২৪খ্রিস্টাব্দ ।
|
---|
পৃথিবীতে সৃষ্টিকর্তা মানুষকে সেরা জীব বানিয়েছেন, আর আমরা মানুষেরা পশুর চেয়ে বেশি খারাপ কাজ করে থাকি।আমাদের এত এত বিবেক বুদ্ধি দিয়েছে সেগুলোকে আমরা ভালো কাজে না লাগিয়ে খারাপ কাজে লাগাই।আমরা সামান্য টাকা পয়সার জন্য একটার পর একেকটা খারাপ কাজ করতেই থাকি।
একবারও চিন্তা করি না কোনটা খারাপ আর কোনটা ভালো কাজ।আসলে লোভ মানুষকে এতটা নিচে নিয়ে যায় তাতে আমরা একবার ও চিন্তা করি না কি করছি না করছি।বলা হয় মানুষের সবচেয়ে বড় আদালত নাকি নিজের বিবেক।অথচ আমরা বিবেকটা কত খারাপ কাজেই লাগাই।শতকোটি টাকা ইনকামের জন্য একটার পর একটা খারাপ কাজ করতেই থাকি।আচ্ছা এত কোটি কোটি টাকা খারাপ উপায়ে ইনকাম করে কি লাভ।আদৌ কি এই অবৈধ টাকা ইনকাম করে তারা এই বিলাসিতা কে উপভোগ করতে পার
এ কবারের জন্য ও কি মনে হয় না কি করছি আর না করছি।দুনিয়াতে না হয় পার পাওয়া গেলে কোন এক উপায়ে পরকারে কি পার হওয়ার উপায় আছে।এই জীবনডা আর কয়দিনের পরকালই তো আসল ঠিকানা।এই যে এত এত টাকা অবৈধ পথে ইনকাম করে যাদের জন্য এত টাকা ইনকাম করা হয় তারা কি শাস্তি কোন এক ভাগ তো ভোগ করবে।কি লাভ এত অন্যায় ভাবে এত এত টাকা আত্মসাৎ করা।যে পরিবারের জন্য এত এত অবৈধ উপাজন তারাই তো এত অপকর্মের জন্য ঘৃন্য করবে,কিংবা তারা এক সময় কাউকে মুখ দেখাতে লজ্জা পাবে।
আর এত এত টাকা ইনকাম করে সারাক্ষণ একটা আতংকের মাঝে থাকা লাগে না জানি কি হয়।এই বুঝি ধরা পরে গেলাম।হইতো টাকার জন্য সামনা সামনি সবাই সম্মান করে কিন্তু আদৌ কি তাদের মন থেকে সম্মান করা হয়।দেখা যায় আগেচরে তাকে গালিগালাজ করা হয়।অথচ সৎ উপায়ে ইনকাম করে কম হলেও কি যে একটা শান্তি তা মনে হয় আরো বেশি টাকাতেও নেই। আর সৎ উপায়ে ইনকামের মাঝে তৃপ্তি মিটে।আর মন থেকে যে সম্মান আর ভালো লাগা কাজ করে তা আর কোথায় পাওয়া যায় না।তাছাড়া পরকালেও বেশ ভালো।
আসলে সততার পুরষ্কার সব জায়গাতে।আসলে একটা মানুষের দুর্নীতিতে হইতো তার পরিবার নিয়ে সীমিত সময়ে ভালো ভাবে বিলাসিতায় জীবন যাপন করতে পারে কিন্তু তার দূর্নীতির জন্য কত মানুষ যে কষ্ট পায় হিসেব নেই। সেই মানুষের রুহ গুলো আজীবন অভিশাপ দিতে থাকে।সৎ কাজের আনন্দ টাই অন্যরকম।যারা সৎ উপায়ে। আচ্ছা একটা মানুষর জীবনে কত টাকার দরকার হয় যে কিনা অন্যদের হক মেরে টাকার পাহাড় বানায়।এই পাহাড় পরিমান টাকা কি সত্যিই অনেক সুখ দেয়।
একটা সময় কি মনে পরে না কি করছি জীবনে।যে ছেলেমেয়েদের জন্য টাকার পাহাড় গড়েছিলেন তারা কি এই টাকা কোন কোন পর্যায়ে খরচ করে। আসলে কারো হক মেরে কেউ কি আসলেই শান্তিতে থাকতে পারে।আমার তো ভাবলেই কেমন লাগে।
আসলে অসৎ পথে বিরিয়ানি খাওয়ার চেয়ে সৎ পথে চলে ডাল ভাত খাওয়া অনেক সুখের।অন্তত দিন শেষে শান্তিমত ঘুমাতে পারে।আমাদের এইদিকে একজন প্রভাবশালী নেএা ছিলো যার দাপটে এলাকার প্রায় প্রতিটি মানুষ বিরক্ত। কিছু বলতেও পারে না আবার সহ্য না করেও উপায় নেই। এলাকার মানুষের উপর অনেক অত্যাচার করেছে।যখন যারে ইচ্ছে চাপ দিয়ে টাকা আদায় করতো সবাই তাকে ভয় পেতো।ইদানিং শুনছি সে নাকি পলাতক।
যাই হোক আমাদের সকলেরই উচিত ক্ষমতার অপব্যবহার না করা।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
এখনকার দিনে মানুষের বিবেক বুদ্ধির অনেক বেশি অভাব। মানুষ কোনো ক্ষেত্রেই এখন বিবেক বুদ্ধি বেশি করে ব্যবহার করে না। মানুষ একটা কাজ করার সময় ও বিবেক দিয়ে এটা চিন্তা করে না, তারা ভালো কাজ করছে নাকি খারাপ কাজ। এটা কি কারো জন্য ভালো হবে, নাকি খারাপ হবে। কারো ক্ষতি করে কখনো কেউ ভালো থাকতে পারে না আর পারবেও না। আর এটাই প্রকৃতির নিয়ম। বাস্তবিক কথাকে নিয়ে কথাগুলো লিখেছেন দেখেই তো খুব ভালো লাগলো।