আলু দিয়ে ডিমের রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

আমি @rahimakhatun
from Bangladesh

৩০ এ মে ২০২৩ খৃস্টাব্দ ।

আজ রোজ মঙ্গলবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



প্রস্তুত প্রণালীর ছবি

350358425_3571576456500861_6717860938653111970_n.jpg

cooked by @rahimakhatun

Device- Galaxy -A13


প্রস্তুত প্রণালীর ছবি দেওয়া হলো।
--------------------------------------------

ডিমের যে কোন আইটেম থাকলেই, আমার আর কিছু লাগে না।আমার মাঝে মাঝে মনে হয়,আমাকে যদি প্রতিদিন শুধু ডিম দিয়ে ভাত দেওয়া হয়, আমি প্রতিদিনিই খেতে পারবো।ছোটবেলা থেকেই আমার ডিম অনেক পছন্দের।তাছাড়া ডিমে অনেক পুষ্টি কর উপাদান রয়েছে, তা আমরা সকলেই জানি।আমাদের উচিত দিনে ১ টা করে ডিম খাওয়া।যাই হোক কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল রেসিপিতে

রেসিপির ছবি

350167392_1002482714463514_6563493404441131172_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো

350672570_637414885075423_3549265472233603716_n.jpg


উপকরণগুলা লিখে দেওয়া হলো।

উপকরন পরিমান
ডিম প্রয়োজন মত
মসলা প্রয়োজন মত
তেল ৩ টেবিল
লবন সামান্য
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
রসুন পেস্ট ১ চা চামচ
কাঁচামরিচ ৩/৪টি
পেঁয়াজ ৩টি
আলু প্রয়োজনমত
প্রস্তুত প্রণালী

♻♻♻১ম ধাপ ♻♻♻

350085028_6301004283314840_7022869261424868261_n.jpg

প্রথমে পেঁয়াজ মরিচ লবন দিয়ে মেখে নিব।


♻♻♻২য় ধাপ ♻♻♻

349434254_599095378986505_7177461433784947401_n.jpg

তারপর ডিম ভাগে দিব।


♻♻♻৩য় ধাপ ♻♻♻

350338590_791401345874721_2224625177120510179_n.jpg
মিশিয়ে নিব।


♻♻♻৪র্থ ধাপ ♻♻♻

350682290_2489475217888574_2776006205814854093_n.jpg

তারপর তেল গরম করে দিয়ে দিবো বেটারটা।

♻♻♻৫ম ধাপ ♻♻♻

350141662_1449068845632628_1326839233673734690_n.jpg

ভেঁজে নিয়েছি।


♻♻♻৬ষ্ঠ ধাপ ♻♻♻

350367398_211251271722635_1064422477566301657_n.jpg

কেটে নিব।

৭ম ধাপ

350373987_762683812060776_1711167036192712430_n.jpg

তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিবো।

৮ম ধাপ

350108809_552591923709057_7173951400610996380_n.jpg

তারপর হলুদ মরিচ লবন ও আদা রসুন পেস্ট দিয়ে দিব।

৯ম ধাপ

350359912_206537882219595_399428520554512363_n.jpg

ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে দিব।

১০ম ধাপ

350377174_208424585409702_7083143717305285989_n.jpg

উল্টিয়ে পাল্টিয়ে মরিচ দিয়ে দিব।

১১ তম ধাপ

350240538_1665949407211539_6664258893972070069_n.jpg
সিদ্ধ হয়ে এলে পানি দিয়ে দিবো।

১২ তম ধাপ

350385835_214073681481407_7454582018443172891_n.jpg
পরিমান মত ঝোল রেখে নামিয়ে নিব।

350167392_1002482714463514_6563493404441131172_n.jpg
হয়ে গেলো আলু ডিমের রেসিপি।

আপনারা বাসায় একদিন রান্না করে খেয়ে দেখবেন।আশা করি ভালো লাগবে।আজ এই আব্দি, আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

devicesamsung SM-A217F
LocationDhaka
photograpy recipe

Sort:  
 last year 

ডিম আমারও খুবই পছন্দের। ডিমের রেসিপিগুলো আমার কাছে খেতে ভালো লাগে। ঠিকই বলেছেন আপনি আমাদের উচিত অন্তত দিনে একটি করে ডিম খাওয়া। আলু দিয়ে ডিম রান্না করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুব মজা হয়েছে। এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখব।

 last year 

বাহ আপনি তো খুব সহজে আলু এবং ডিম দিয়ে রেসিপি করে ফেলেছেন। আলু এবং ডিম দুটি আমার অনেক প্রিয় খাবার। তবে আপনি ঠিক বলেছেন আমরা প্রতি নিহত অন্তত একটি করে ডিম খেলে আমাদের জন্য অনেক ভালো হয়। আপনার রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজায় হয়েছে। অনেক সুন্দর করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আলু দিয়ে ডিমের রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখে সত্যি জিভে জল চলে এসেছে। আজকে সকাল বেলায় এই রেসিপি খেয়েছিলাম তারপরেও জিভে জল চলে আসছে কেনো বুঝতে পারছি না। ধন্যবাদ আপু এত সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ডিম আমারো খুবই প্রিয় একটি খাবার,আমারো আপনার মত ডিম হলে আর কিছু লাগে না।আর একটা মজা ব্যাপার কি জানেন আজ আম্মু সকালে এটাই বানিয়ে দিয়েছিল রুটির সাথে।দারুন হয়েছিল খেতে। আপনার রেসিপিটাও যে খুব সুস্বাদু হবে তাতে সন্দেহ নেই। ধন্যবাদ আপু সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

আপু আলু দিয়ে ডিম ভাজি করে খেতে ভীষণ ভালো লাগে। এভাবে ডিম ভাজি করে প্রায় খাওয়া হয়। আপনি খুবই সুন্দর করে আলো দিয়ে ডিমের রেসিপি তৈরি করেছেন। দেখেই খেতে ইচ্ছা করছে। সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনি ঠিক বলেছেন আমাদের সবারই উচিত প্রতি দিন একটা করে ডিম খাওয়া। তবে ডিম আমার অতটা পছন্দ না আমি ছাড়া আমার পরিবারের সবাই ডিম আপনার মত পছন্দ করে । আপনি আলু দিয়ে ডিমের চমৎকার একটি রেসিপি করেছেন। আপনারে রেসিপির কালারটা দারুন এসেছে। প্রতিটির ধাপ অনেক সুন্দর করে দেখেছেন ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার এই রেসিপি অনেক ভালো লাগে। অনেক দিন হয়েছে রেসিপি তৈরি করা হয়না। আপনার রেসিপি দেখে জিভে জল চলে আসলো। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

ডিম এবং আলু দুটি আমার অনেক প্রিয় খাবার। আপনি আলু এবং ডিম দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়েছেন। তবে ঠিক বলেছেন প্রত্যেকদিন আমরা একটা করে ডিম খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকার হয়। তবে আপনার ডিমের রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আলু দিয়ে ডিম রান্নার রেসিপিটা চমৎকার হয়েছে আপু। খাবারে ভিন্নতা আনার জন্য মাঝে মধ্যে এই ধরনের রেসিপি খেতে দারুণ লাগে। আপনার রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। রেসিপিটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56162.63
ETH 2368.26
USDT 1.00
SBD 2.31