কয়েকটি রেনডম ফটোগ্রাফি।
আমি @rahimakhatun
from Bangladesh
১ লা জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ ।
১৫ই মে ২০২৩ খ্রিস্টাব্দ ।
|
---|
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমার বাবার অপরেশনটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে ,এবং আলহামদুলিল্লাহ বাবা ভালো আছেন। এখন একটু একটু হাঁটতে পারে বসে বসে নামাজ পড়তে পারে। বেশ চিন্তায় ছিলাম ,যার জন্য কোন কাজে মনোযোগ দিতে পারিনি ,আসলে মা বাবা অসুস্থ থাকলে কোন কাজেই ভালো লাগে না। আশা করি কাল থেকে আগের মত একটিভ হতে পারবো। কত দিন অসুস্থতার জন্য আবার বাবার অসুস্থতার জন্য একটিভ হতে পারিনি।যাই হোক প্রতিবারের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আমি আপনাদের সাথে কিছু ফোটোগ্রাফি শেয়ার করবো। বেশ কিছু দিন আগে গিয়েছিলাম বৃক্ষমেলাতে যদিও আর আগে অনেক ছবি আপনাদের সাথে শেয়ার করেছি ,সেখান থেকে আরো কিছু ছবি আপনাদের সাথে দেখাবো। আসলে বৃক্ষ মেলাতে বিভিন্ন রকম গাছ দেখে আমার বেশ ভালো লাগে। কিন্তু সেখানে গাছ ঠিকমতো চিনে না আনলে ঠকার একটা চান্স আছে। যেমন আমি ইনডোর প্ল্যান্ট কিনে প্রতারিত হয়েছিলাম। পিনা দিয়ে ফুল আটকানো ছিল আমি খেয়াল করিনি পরে বাসায় এনে দেখি পিন দিয়ে লাগানো। যাই হোক চলেন সেখান থেকে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করি।
এই হচ্ছে একটি কিছু ইনডোর প্ল্যান্ট আর গাছের একুরিয়াম। এইটার একটা নাম আছে যদিও আমার মনে নেই ,আপনারা জানলে বলে দিয়েন।
লোকেশন :আগারগাঁও।
সময় :১.৫৪ মিনিট।
তারিখ :১৮ জুন ২০২২।
লোকেশন :আগারগাঁও।
সময় :১.৫৪ মিনিট।
তারিখ :১৮ জুন ২০২২।
লোকেশন :আগারগাঁও।
সময় :১.৫৪ মিনিট।
তারিখ :১৮ জুন ২০২২।
এই ছবিটা বাসার ছাদ থেকে তুলেছিলাম। আসলে বৃষ্টির আগ মুহূর্তে ছাদে গিয়ে তুললাম।
এই ছবিটা বাসের জানালা দিয়ে তুলেছিলাম। শাহবাগের এইদিকে বেশ ভালো লেগেছিলাম।
বৃষ্টির পরে গাছের সৌন্দর্য বেড়ে যায়।
লোকেশন :আগারগাঁও।
সময় :১.৫৪ মিনিট।
তারিখ :১৮ জুন ২০২২।
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | tree fair |
link | source |
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
আপনার বাবা আগের থেকে সুস্থ হয়েছেন শুনে ভালো লাগলো। আসলেই বাবা-মা অসুস্থ থাকলে কোন কিছুতেই মন বসানো যায় না। নার্সারিতে গেলে চারিদিকে গাছ আর গাছ সেগুলো দেখতেই ভালো লাগে। আপনি অনেক ভালো ভালো কিছু গাছের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন । এরকম ছোট গাছে আম ধরে থাকলে দেখতে ভালই লাগে ।আপু আম গাছের নিচে কি গাছ অনেক সুন্দর ভাবে ধরে রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না ফল গুলো কি?
হ্যা আপু আমার বাবার জন্য দোয়া করিয়েন। ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।
আপনি আজকে দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ দারুন হয়েছে। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আর হ্যাঁ দোয়া করি আপনার বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
আমার করা ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ
আপনার বাবার দ্রুত সুস্থতা কামনা করছি। ফটোগ্রাফি পোস্ট দেখতে আমার খুব ভালো লাগে। বৃক্ষমেলায় গিয়ে খুব সুন্দর কিছু গাছের ছবি তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আম আর লটকন এর ছবি দেখতে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু।
হ্যা ভাইয়া আস্তে আস্তে বাবা সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে
আপনার তোলা বিভিন্ন ধরনের রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। অসাধারণ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বাসার ছাদের উপর থেকে তোলা বৃষ্টি শুরু হওয়ার আগ মুহূর্তের ফটোগ্রাফি গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অসাধারণ সুন্দর একটি রেনডম ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাসার ছাদ থেকে বৃষ্টির আগ মুহুর্তে ভালো লেগেছে আপনার জেনে ভালো লাগলো।ধন্যবাদ
প্রথমেই আপনার বাবার সুস্থতা কামনা করছি।
আসলে পরিবারের কেউ অসুস্থ থাকলে ভীষণ খারাপ লাগে। আবার আগের মতো চমৎকার কাজ করুন এই কামনা করছি।
ছবিগুলো দূরদান্ত ছিল। বিশেষ করে গাছের একুরিয়াম দারুন লেগেছে আমার কাছে।
আসলেই পরিবারের যে কেউ অসুস্থ হলে বেশ খারাপ লাগে।আর যদি বাবা হয় তাহলে আরো বেশি খারাপ লাগে।ধন্যবাদ
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করার ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে লটকন গাছের ফটোগ্রাফি এবং সুন্দর আম গাছের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
আসলেই এমন আম গাছ দেখতে বেশ ভালো লাগে।ধন্যবাদ
ঠিকই বলেছেন মা-বাবা কেউ অসুস্থ থাকলে কোন কাজে মন বসে না। আপনার বাবা আগে থেকে সুস্থ আছেন জেনে ভালো লাগলো। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে আমার কাছে লটকন ফলের ফটোগ্রাফি এবং বৃষ্টির পরে গাছের সৌন্দর্যের ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
হ্যা আপু এখন অনেকটা সুস্থ আছে বাবা,নিজে নিজে নামায পড়তে পারছে।ধন্যবাদ আপু