আমার আনন্দের কারণ যেন অন্যের কষ্টের কারণ না হয়।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামু আলাইকুম"


জ রোজ সোমবার

২ জানুয়ারি ২০২২ খৃস্টাব্দ

১৮ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ ।

এখন ষড়ঋতুর শীতকাল ।

হাই ,

আমি @rahimakhatun

new-year-gdb054a8a6_1920.jpg

source

একটা বছর কিভাবে কিভাবে যেন কেটে গেলো আমাদের জীবন থেকে ,আমার মনে হচ্ছে এই তো কিছুদিন আগে ২০২২ সালটা এসেছিলো। আসলে পুরোনো বছরের শেষের দিকে নানান জনের নানান জল্পনা কল্পনা থাকে কিভাবে উদযাপন করবে। উদযাপন করতে যেয়ে আমরা একটা জিনিস ভুলে যাই ,সেইটা হচ্ছে আমাদের আনন্দের কারণে না জানি কত মানুষের কষ্ট হচ্ছে।

এই তো গত বছরের ২০২২ সাল উদযাপন করতে যেয়ে ফানুস উড়িয়ে দিয়েছিলো কোন এক ছাদ থেকে সেই ফানুস লেগেছিলো আমাদের বাসা থেকে একটু দূরের বাসার ছাদের কিসের সাথে লেগে উপরের তলায় আগুন লেগে যায়। আসলে যার ক্ষতি হয় সেই বুঝে। তারপর গতবছর গুনেছিলাম নিউজ এ একটি বাচ্চা আতশ বাজির আওয়াজে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। বাচ্চার বাবা মায়ের কি কান্না আওয়াজের সময় কেমন কেমন করেছে তা বর্ণনা দিয়ে। আমরা এই সব থেকে কোন শিক্ষা নিতে পারছি না।

আমরা কেন ভাবছি না আমাদের বর্ষপূর্তি আনন্দের কারণে কত কত মানুষের ক্ষতি হচ্ছে। এই আতশ বাজির ,ফানুস কিনে কত কত টাকা নষ্ট করছি ,অথচ আমাদের আশে পাশে কত শত গরিব মানুষ শীতে জামাকাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে ,আজ যদি তাদের কে গরম কাপড় দিয়ে সাহায্য করে বছরপূর্তি পালন করতাম ,এইটাই হতো আমাদের শেষ্ট বর্ষপূর্তি আনন্দ। অনেকে না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছে ,তাদের মুখে খাবার তুলে দেই না। তাদের হাঁসি মুখের কথা চিন্তা করি না ,অথচ নিজের ক্ষণস্থায়ী খুশির জন্য অন্যের ক্ষতির কারণ হয়ে আতশবাজি ফানুস উড়াই।

এইবারের থার্টিফাস্ট নাইট আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম ,ঠিক ১২ পরে দেখি চারপাশে আওয়াজ আর আওয়াজ ভয়ে আমার ছেলে ঘুম থেকে উঠে বসে আছে ,আমি ওকে হাত দিয়ে চাপ ধরে আছি দেখি ও কাঁপছে। একটু পরে বুঝানোর পর শান্ত হলো। এই সব বিকট আওয়াজে বাচ্চা মানুষ ভয় পাওয়ারই কথা। তারপরের দিন জানতে পারলাম হার্টের একজন বয়স্ক মানুষকে হসপিটালে ভর্তি করা হয়েছে। অথচ আমরা সৃষ্টির সেরা জীব আমাদের উচিত অন্যের কষ্টের কারণ না হওয়া। সভ্য ভাবে নতুন বছরকে স্বাগত জানানো।

আমরা কেন এইটা চিন্তা করছি না ,আমাদের জীবন থেকে একটা বছর চলে গিয়েছে মানে জীবন থেকে একটা বছর চলে গিয়েছে। একটা বছর শেষ হয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে চলে এসেছি। অথচ এখনো পুরোপুরি মানুষ হয়ে উঠতে পারলাম না। মানুষ মরে যায় ঠিক ,কিন্তু তার কর্ম গুলো বেঁচে থাকে। মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে। অথচ আমরা আমাদের কর্মের মাধ্যমে বেঁচে থাকতে পারি না।আমাদের উচিত বড় বড় মনীষীরদের থেকে শিক্ষা নেওয়া উচিত ,যারা মরে গিয়ে তার কর্মের মাধমে এখনো বেঁচে আছে। অন্যের বিপদে আপদে সবসময়ই একে অন্যের পাশে থাকা।


আসেন না নতুন বছরটাকে সুন্দর করে সাজাই। পরোপকারের নেশা গড়ে তুলি। রাগ ক্ষোপ ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাই।

আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।


এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন আমার আনন্দের কারণে যেন অন্যের কষ্ট না হয়। আপনার এই কথাটির সাথে আমি পুরোপুরি একমত। সবাই সবার আনন্দের জন্য ফানুস উড়িয়ে থাকে।হয়তো সে জানে না যে তার এই আনন্দের জন্য অন্য কারো কষ্ট হচ্ছে। এই ফানুস এর জন্য অনেকের ঘর পুড়ে যাচ্ছে। আপনি খুবই ভালো একটি পোস্ট সবার মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এবার ও নাকি মেট্রোরেল এর সমস্যা হয়েছিল ফানুসের জন্য এবং কিছুক্ষন বন্ধ ছিলো।এর জন্য অনেক মানুষের সম্যাসা হয়েছে।

 2 years ago 

এটা শুনে ভীষণ খারাপ লাগলো যে ২০২২ সাল উদযাপন করতে গিয়ে ফানুস এর কারণে একটি ঘরে আগুন ধরে যায় ‌। আসলে এরকম বিভিন্ন রকম দুর্ঘটনা হয়ে থাকে মাঝে মাঝে। ছোটবেলায় আগে বেশ কয়েক রকম জায়গায় দেখতাম ফানুস উড়াতে এখন এত বেশি আমাদের এলাকায় দেখা যায় না। এরকম গুরুত্বপূর্ণ সচেতনতা পোস্ট আমার কাছে ভীষণ ভালো লাগে পড়তে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় আমাদের সবার মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

আসলে এমন দূর্ঘটনা অহরহ ঘটে তারপরও আমরা সচেতন হই না।আমাদের ছাদে দেখি ফানুস গুলো পরে থাকে।আপনাকে ধন্যবাদ আপু

 2 years ago 

আমার আনন্দ বা উদযাপনের কারণে অন্য কারো ক্ষতি হোক আসলে এটা কখনোই চাইবো না। ২০২২ সালে দেখেছি আতশ বাতি ফোটানোর কারণে একটি বাচ্চা মেয়ের মৃত্যু হয় যার কিনা হার্টের সমস্যা ছিল। হাজ আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন অনেক ভালো লাগলো ধন্যবাদ।।

 2 years ago 

এমন অনেক ঘটনা ঘটে অহরহ,এবার ও একজন বয়স্ক হার্টের রোগীকে হাসপাতালে ভর্তি করানো লেগেছে,কে জানে বেঁচে আছে কিনা।ধন্যবাদ

 2 years ago 

আপু আপনার সাথে আমি সম্পন্ন একমত। আমার আনন্দের কারণ যেন অন্যের কষ্টের কারণ না হয়। এবার তো মনে হয় ফুটাফুটি একটু বেশীই হয়েছে। তবে আমি একটু ব্যস্ত ছিলাম। সত্যিই তো কত মানুষই তো অসহায় তাদের উপকারে এসব অর্থ ব্যয় করলে তো মন্দ হতো না।

 2 years ago 

এবার শুধু আমি তো সব সময়ই দেখি,অথচ আমাদের একেবারে ছোটবেলা এমন হতো না।

 2 years ago 

গত বছর শুধু না এ বছরও শুনলাম ফানুস কারণে মেট্রোরেলের লাইনের উপর পড়েছিল এবং মেট্রোরেল চলাচল কয়েক ঘন্টা বন্ধ ছিল। প্রতি বছরই এই ফানুসের কারণে কোথাও না কোথাও আগুন লাগে। কিছু কিছু মানুষের আনন্দের খেসারত বাকি মানুষদেরকে দিতে হয়। তাছাড়া থার্টি ফার্স্ট নাইটে অত্যাধিক পরিমাণে বাজির আওয়াজে একদম খারাপ অবস্থা হয়ে যায়। মানুষ যে কেন বুঝতে চায় না এ বিষয়টি। যাই হোক ভালো লাগলে লেখাগুলো পড়ে।

 2 years ago 

হ্যা এটা শুনেছি নিউজে।এটা ঠিক কিছু কিছু মানুষের আনন্দের জন্য কিছু কিছু মানুষের কষ্টের কারন হয়ে দাড়ায়।বেশি সমস্যা হয় বাচ্চাদের আর হার্টের রোগীদের।

 2 years ago 

শুধু এই কারনেই আমি আতশ বাজি,পটকা,ফানুস সাউন্ড বক্স পছন্দ করি না।নিজের আনন্দ উদযাপন করব ঠিক আছে,কিন্তু তাই বলে দশ জনের কষ্টের কারন কেন হব? গতকাল আমাদের পিকনিক ছিল।টাকা থাকার পরেও সাউন্ডবক্স আনি নাই।অনেক ভাল কিছু কথা লিখেছেন আপু। ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা মূলক পোস্টের জন্য।

 2 years ago 

আপনার মত কয়জনই ভাবে বলেন।এখন তো মানুষ অন্যর যা হওয়ার হোক তাতে আমার কি বলে দায় ছাড়ে।ধন্যবাদ

 2 years ago 

খুবই চমৎকার একটি ব্লগ লিখেছেন আপু আপনার এই ব্লগটি পড়ে আমি সত্যিই অনেক খুশি কারণ এখানে আপনি যেই কথাগুলো তুলে ধরেছেন প্রতিটি কথা বাস্তব। নতুন বছর উপলক্ষে আমরা অনেকেই অনেক রকম ভাবে পরিকল্পনা করে রাখে কিন্তু কিছু কিছু পরিকল্পনা আছে যে পরিকল্পনার কারণে হয়তো অন্য মানুষদের ক্ষতি হয় যেমন ফানুস উড়িয়ে দেয়া। এর কারণে অনেক মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে গত বছর এবং এবছর দু বছরই ।আমার মনে হয় এটা যতকাল চলমান থাকবে এরকম খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতেই হবে। আসলে পরিবর্তনটা খুব দরকার।

 2 years ago 

আমাদের পরিকল্পনা গুলো শুধুমাএ আমাদের আনন্দ নিয়ে,অথচ অন্যের মুখে হাসির কারন হলে এরচেয়ে বড় আনন্দ কি হতে পারে।ধন্যবাদ

 2 years ago (edited)

উৎসব করতে গিয়ে আমরা একটু অতিরিক্ত করে ফেলি। অন্যের কথা চিন্তা করি না। বাজির আওয়াজ এ সে শিশুর মৃত্যুর কথা আমার এখনো মনে পড়ে। এখনো মানুষ সতর্ক হয় না। এসব হাসি আনন্দে অনেক টাকা ব্যয় হচ্ছে অথচ এই শীতে কত পথ মানুষ ও পথশিশু সামান্য বস্ত্রের জন্য কতটা হাহাকার করছে। আসলেই আমাদের এই বর্তমান সমাজের অনেক পরিবর্তন প্রয়োজন।

 2 years ago 

আমার মনে হয় চোখে ভাঁসছে,শিশুটির বাবা মায়ের আর্তনাদ। আমরা কয়জনে সঠিক জায়গায় টাকাটা ব্যয় করতে পারি।

 2 years ago 

নতুন বছরের অনেক শুভেচছা আপু আপনাকে।পুরনো বছরের যত ভুল আছে তা থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই থার্টি ফার্স্ট নাইট নিয়ে আমাদের দেশের মানুষ যত অপচয় করে তা যদি কোন সমাজকল্যান কমর্কান্ডে নিজেদের নিয়োজিত রেখে গরীব - দুঃখীদের সাহায্য করতো তবে দেশে এত অসহায় মানুষ দেখা লাগতো না।আপনি ঠিকই বলেছেন বছর যাওয়া মানে মৃত্যুর দিকে এক বছর এগিয়ে যাওয়া।এই বোধ কি আর সবার আছে?? খুব ভাল লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে শুভেচ্ছা। ঠিক ভুল থেকে শিক্ষা গ্রহন করাই অনেক বড় সার্থকতা। ঠিক বলেছেন আপু সমাজকল্যান কমর্কান্ডে নিজেদের নিয়োজিত রেখে গরীব - দুঃখীদের সাহায্য করতে পারলে ভালো হতো।ধন্যবাদ