কয়েকটি ফুলের ফোটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১৩ই জানুয়ারি ,২০২৩ খ্রিষ্টাব্দ ।


এখন ষড়ঋতুর শীতকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

কয়েকটি ফটোগ্রাফি এক সাথে

330625670_1141359286553012_6124401140006412503_n.jpg

ছবি তুলেছি@rahimakhatun

Device- samsung SM-A217F


আজ শীতকালের শেষ দিন। কাল থেকে বসন্ত কাল শুরু। দেখতে দেখতে শীতকাল কিভাবে কিভাবে চলে গেলো। আস্তে আস্তে গরম পরা শুরু হয়ে গিয়েছে। শেষ রাতে একটু একটু শীত পরে ,কিন্তু সারাদিন বেশ রোদ পরে ,তখন গরম লাগে ভালোই। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে কিছু ফোটোগ্রাফি শেয়ার করবো। আসলে কোথায় গেলে ভালো কিছু দেখলে ফোটোগ্রাফি না করে পারি না। আর যদি সুন্দর সুন্দর ফুল হয় ,তাহলে তো কথা নেই। আমি কিছু জায়গা ঘোরাঘুরি করে ফোটোগ্রাফি করেছিলাম।

330727492_919394449246208_8722319326789628282_n.jpg

এই ছবিটা তুলেছিলাম থেকে। বেশ কিছুদিন আগে কৃষি অফিস থেকে কিছু বীজ দিয়েছিলো। তারপর বীজ গুলা বপন করার পর এই সূর্যমুখী ফুল গাছটা হয়েছে ,একটা বড় ফুল ও হয়েছে। আমার কাছে বেশ ভালো লাগলো ,তাই তুলেনিলাম।

330182529_932157477793641_840831808961169034_n.jpg

ছবি তুলতে তুলতে হঠাৎ দেখলাম একটা পোকা এসে সূর্যমুখী ফুলের উপর বসলো ,আমি ও সুযোগ পেয়ে তোলে ফেললাম।

330623743_501112115560960_6645684598574431464_n.jpg

এই ফুলের নাম হচ্ছে গোলাপ ফুল । দেখতে অনেক সুন্দর। এই ফুলটিকে ফুলের রানী বলা হয়। গোলাপ পৃথিবীর জনপ্রিয় তম ফুল। গোলাপের অনেক রকম রং হয়। সুন্দরতম ফুলগুলোর মধ্যে গোলাপ একটি। গোলাপ rosaceae পরিবারের rosa গণের। পৃথিবীতে অনেক প্রজাতির গোলাপ রয়েছে। গোলাপ গাছ অনেক দিন বাঁচে। আর উচ্চতা অনেক বড় হয়। গোলাপ গাছ সারা বছরেই বাঁচে ,ফুল ও সারা বছর হয়।

330195147_655647356564878_7042606674743823528_n.jpg

লোকেশন :ক্যানেল পাড় ,ডেমরা।

সময় :বিকাল ০৪.০২
ডিভাইস : Galaxy -A13.

331120011_1358156931393767_4028913605269848096_n.jpg
এই ফুলটা অনেক সুন্দর। অনেক গুলা কালারের সংমিশ্ৰণ। বেশ কিউট লেগেছে। এই ছবিটা বাসার কাছের নার্সারিতে তুলেছিলাম।

লোকেশন :বাঁশেরপুল ,ডেমরা।
তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৩।
সময় :বিকাল ০৪.০২
ডিভাইস : Galaxy -A13.

330348568_523132309705257_7091296961007662371_n.jpg

এই ফুলের নাম হচ্ছে জবা ফুল। দেখতে অনেক সুন্দর। এই ফুলটি অনেক কালারের হয়ে থাকে। এবং প্রজাতি ও হয়ে থাকে। আমি এই খানে দুইটি কালারের ছবি তুলেছি। এই গাছের উচ্চতা ৮ফিট থেকে ১৬ ফিট হয়ে থাকে। পাতা গুলা সুবজ থাকে। এটি মালভেসি গোত্রের। ১৭৫৩ সালে আর নাম দেওয়া হয় Hibiscus rosa-sinensis .আর অনেক উপকারিতা আছে ।এর ওষুধি গুনাগুন অণেক।

329427729_918849889142639_679970187214220325_n.jpg

এই ছবিটা ও জবা ফুল। আপুর বাসার ছাদ থেকে তুলেছিলাম।

331079844_1556444144767113_5884710777913083025_n.jpg

এই ছবিটি পেটুনিয়া ফুলের। দেখতে বেশ সুন্দর। অনেক অনেক কালার আছে । একটি গাছে অনেক ফুল ধরে। সাধারণত আইটির বাল্ব লাগাতে হয়। এই বৈজ্ঞানিক নাম হচ্ছে Petunia. আমি এই ছবিটি তুলেছি আমার বাসার পাশের নার্সারি থেকে।

যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flowers
linksource

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

ওয়াও!আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব অসাধারণ লাগছে। ফুল গুলো দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

বেশি মুগ্ধ হলে ঝামেলা আছে😉।ধন্যবাদ সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য।শুভেচ্ছা নিবেন।😊😊

 2 years ago 

ফটোগ্রাফি করতে আমারও খুব ভাল লাগে। আপনি অনেক সুন্দর কিছু ফুলের ছবি ক্যামেরাবন্দী করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সূর্যমুখী ফুলের মধ্যে বসে থাকা পকার ছবি তুলেছেন, দেখতে ভালো লাগছে। গোলাপ আমার খুব পছন্দের ফুল । দুই ধরনের গোলাপ এর ছবি সুন্দরভাবে তুলেছেন। পিটুনিয়া ফুলগুলো দেখতে কালারফুল পেইন্টিং এর মত লাগছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আমি তো ছবি দিয়েছি তিন ধরনের গোলাপের,আপনি কেবল দুইটা দেখলেন কেন🤪🤪।আপনার জরিমানা হবে।

 2 years ago 

বিভিন্ন জাতের এবং শেডের গোলাপ ফুলের চাষ হয় তাই মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, হা হা হা। জরিমানা দিতে রাজি আছি আপু।

 2 years ago 

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফিটি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আসলে সূর্যমুখী ফুলের সাইজ টা বড় হয় বিদায় দেখতে বেশ ভালো লাগে,আমার কাছেও ভালো লেগেছে তাই ছবি তুলে নিলাম,সাথে ছিলো মৌমাছি তাই তখনও ছবি তুলে ফেললাম। ধন্যবাদ আপনাকে

 2 years ago (edited)

আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে সূর্যমুখীর ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এমন সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুশি হলাম।

 2 years ago 

সূর্যমুখী ফুলটা আসলেই অনেক সুন্দর। কালার টা ও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার করা ফটোগ্রাফি গুলো বেশ ভালো ছিল।আপনি প্রতিটি ফুলের ফটোগ্রাফি সুন্দর করে ক্যাপচার করেছেন।আপনাকে ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আসলে ফটোগ্রাফি করা আমার নেশা হয়ে গিয়েছে। ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

বাহ বাহ। প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে উঠেছেন।প্রত্যেকটি ফটোগ্রাফ এর কালার,ফোকাস অ্যাঙ্গেল একদন পারফেক্ট।সাথে বর্ণনাও অনেক সুন্দর।ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফটি শেয়ার করার জন্য।

 2 years ago 

হি হি,একেবারে এত বড় প্রশংসা। এত প্রশংসা আমি কোথায় রাখি😉😉।আমার কোন জায়গা নেই প্রশংসা রাখার।

 2 years ago 

আপু আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফিতে প্রতিটি ফুল অনেক বেশি ফ্রেশ এবং মনোমুগ্ধকর দেখাচ্ছে। বিশেষ করে সূর্যমুখী ফুল এবং আপনার বাসার কাছের নার্সারি থেকে তোলা বিভিন্ন কালারের ফুল টির ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলেই ফুলগুলো নতুন নতুন ফুটেছে তখন ফটোগ্রাফি করেছি।আসলে ফুল দেখলে লোভ সামলাতে পারি না,ফটো না তুলে।আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অনেকগুলো কালারফুল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপু খুব সুন্দর করে ক্যামেরাবন্দী করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখতে সবসময়ই খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারও ফুলের ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে,তাই তো সুযোগ পেলেই চলে যাই, ফুলের ক্যামেরা বন্ধী করতে।ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

বাহ আজকে তো দেখছি পুরো বাগান উঠিয়ে নিয়ে আসছেন আমাদের সামনে 😃😃😃বেশ চমৎকার ছিল ফুলের ফটোগ্রাফি গুলো। তবে আমার বেশি ভালো লেগেছে কয়েকটি কালারের সংমিশ্রণ যে গোলাপটি সেটি আর আমি সেটি সেভ করে রেখেছি। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি উপহার দেয়ার জন্য।

 2 years ago 

কি করবো,আপনারা যেভাবে ফুলের ছবি তুলেন, তা দেখে নিজে ছবি না তুলে পারা যায়😄😄।তাই আরকি বাগান উঠিয়ে নিয়েছি🤭🤭

 2 years ago 

এত কষ্ট করার কি দরকার ছিল আমাদের ফটোগ্রাফি যেগুলো সেগুলোর স্ক্রিনশট মেরে রেখে দিলেই পারতেন 🤣😄

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61342.71
ETH 2389.65
USDT 1.00
SBD 2.56