কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি ।

in আমার বাংলা ব্লগlast year

আমি @rahimakhatun
from Bangladesh

আজ রোজ শনিবার

২ রা সেপ্টেম্বর ২০২৩ ।


এখন ষড়ঋতুর শরৎ কাল।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

কয়েকটি ফটোগ্রাফি এক সাথে

372040718_828405218822577_6315852861502864397_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে কিছু ফোটোগ্রাফি শেয়ার করবো। অনেক দিন আগে কিছু গাছ কেনার জন্য গিয়েছিলাম আমার বোনের ছেলের সাথে কাছাকাছি নার্সারিতে। প্রথমে আমরা যে নার্সারিতে গিয়েছিলাম ঐখানে গিয়ে বেশ হতাশ হয়েছিলাম কারণ তেমন কোন ফুলের গাছেই ছিল না। কিন্তু এর আগের বছর এই নার্সারিতে শীতকাল সিজনে অনেক রং বেরঙের ফুল সহ গাছ ছিল ,দেখতে বেশ লেগেছিলো ,সে আশায় এই বারো গিয়েছিলাম কিন্তু এবার তারা তেমন লাগায় নি। পরে কথা বলে জানতে পারলাম গত বছর লস হয়েছে তাই এইবার আর আগের গুলো লাগায় নি। পরে সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা গেলাম সামনের আরেকটা নার্সারিতে। মোটামুটি অনেক দূর রিক্সা পাচ্ছিলাম না বিদায় আমাদের হেঁটে যেতে অনেক সময় লেগেছে। যেতে যেতে বেশ সন্ধ্যা হয়ে গিয়েছে। নতুন নার্সারি হয়েছে তাই মোটামুটি ঘুছানো। তবে নতুন তাই খুব বেশি ভেরাইটিজ গাছে ছিল না তবে একই রকম অনেক গাছ আছে। আমরা সেখান থেকে কিছু গাছ কিনলাম ,কিনে গাছগুলো রেখে সামনে একটা কাজে গিয়েছিলাম।

372157525_849495613211757_910468087678641974_n.jpg
এই ছবিটা তুলেছিলাম মাতুয়াইল এর নার্সারি থেকে। মামার বাসায় যাওয়ার সময় তুলেছিলাম। এই টা হচ্ছে ঝাউ গাছ।

372150944_630352609083000_1389398204409074918_n.jpg
এই ছবিটাও তুলেছিলাম নার্সারিতে। এই গাছটা আমার বেশ ভালো লেগেছে। যদিও গাছটার নাম জানি না। তবে শুনেছি এইটাই নাকি ফুল ধরে না তবে পাতা গুলোই বেশ সুন্দর।

372139365_2722169514598647_3256152429898545065_n.jpg
গোলাপের কালার টা বেশ সুন্দর এবং ফুলটা দেখতেও বেশ সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে। কিছু কিছু গোলাপ দেখতে বেশ সুন্দর।

372156777_640532671392252_4975673272215425209_n.jpg
এই ফুলটা হচ্ছে পিটুনিয়া। কালার টা আমার কাছে অনেক ভালো লাগে। বেগুনি কালার টা ছোট বেলা থেকেই আমার বেশ পছন্দ। যদিও পিটুনিয়ার আরো অনেক কালার আছে।

372150904_1029276668420868_980141310868420040_n.jpg

372145262_1025094335292755_1981167926393400521_n.jpg
নাম না জানা গাছ। বাসার সামনে লাগালে দেখতে বেশ ভালোই লাগবে। তবে এই নার্সারিতে গাছ গুলোর দাম অনেক বেশি লাগছিলো।

372134319_577924517695515_6693333747258216046_n.jpg
পুরো নার্সারির ছবি তুলে নিয়েছিলাম।

372153837_1496491571170221_6159535758958920417_n.jpg

এই হচ্ছে লেটুস পাতা গাছ।

আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flower
linksource
Sort:  
 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটা ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি বেশি মুশকিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে গোলাপ ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

খুবই দুর্দান্ত কিছু ফটোগ্রাফি করেছেন আপু। আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। নার্সারিতে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। নীল রঙের পিটুনিয়া ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। গোলাপ ফুল দেখে খুব ভালো লাগলো। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক ফুল ভালো লাগবে না তা কি করে হয়।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 last year 

পিটুনিয়া ফুলটা কিন্তু খুবই চমৎকার এবং এই ফুলটা আমি আগে দেখেছি বলে মনে হচ্ছে না, আজকে আপনার পোস্টের মাধ্যমে নতুন একটা ফুল সম্পর্কে জানতে পারলাম।

 last year 

নার্সারিতে গেলে বিভিন্ন রংবেরঙের ফুলের গাছ দেখলে সত্যিই সবগুলো গাছ কিনতে ইচ্ছা করে । আর নার্সারিতে শীতের সময় অনেক ভালো ভালো গাছ পাওয়া যায় অন্য সময় গেলে তেমন একটা ভালো গাছ পাওয়া যায় না । প্রত্যেকটা গাছের ফটোগ্রাফি কিন্তু আপু আপনি অনেক ভালো তুলেছেন । বিশেষ করে লেটুস পাতাগুলো দেখতে একেবারে ফুলের মত লাগছে খুব সুন্দর হয়েছে ।

 last year 

কয়েকটি ফুলের খুব দারুন রেন্ডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আমার কাছে খুব ভাল লেগেছে অনেক ধন্যবাদ আপনাকে শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 last year 

প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু। আপনি নার্সারিতে গাছ কেনার উদ্দেশ্যে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন এবং আমাদের সাথে সেগুলো শেয়ার করেছেন। পিটুনিয়া ফুলটা আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। আর এটার অনেকগুলো কালার আমি দেখেছি। অসংখ্য ধন্যবাদ আপু দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

নার্সারিতে বিভিন্ন ধরনের গাছ কেনার উদ্দেশ্যে গিয়ে খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপু।এবং সে সকল ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

নার্সারির ওসিলায় আপনি হাঁটাহাঁটিও করেছেন। যাইহোক সামান্য শরীর চর্চা হয়ে গেল 😉

যাই হোক সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল আপু। নাম না জানা ফুলটি আমার নিজেরও একটু বেশি পছন্দ হয়েছে আসলে বাড়ির সামনে বেশ ভালো লাগবে।

 last year 

আপনার করা ফটোগ্রাফি গুলো বেশ ভালো ছিল আপু। নার্সারিতে গিয়ে বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন। তবে ফটোগ্রাফি গুলো যদি আরেকটু ফোকাস করে করতেন তাহলে আরও ভালো লাগত। সুন্দর ছিল।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58560.83
ETH 2491.85
USDT 1.00
SBD 2.40