চাইপাই রেস্টুরেন্টে একদিন।

in আমার বাংলা ব্লগlast year

জ রোজ শুক্রবার

ই জুলাই ২০২৩ খৃস্টাব্দ

খন ষড়ঋতুর বর্ষা কাল।

358753483_1236823116981084_3648380939269006108_n.jpg

ওয়েদার অবস্থা যা,কখন বৃষ্টি আর কখন রোদ উঠে বুঝায় যাচ্ছে না।তার উপর বাসায় সব বাচ্চাদের অত্যচারের শেষ নাই।এই ঝগড়া এই আবার সবাই একসাথে।কাল থেকে যার যার কর্মস্হলে।সবার স্কুল মাদরাসা খোলা।যে যার মত ব্যস্ত।ভাই ভাবীও চলে যাবে।চলে যাবে বিদায় বাচ্চাগুলো মন খারাপ। যাই হোক

358328325_258915986876620_6733892902649951087_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে একটি রিভিউ পোস্ট নিয়ে হাজির হয়েছি।বেশ কিছু আগে গিয়েছিলাম ইবনে সিনাতে।ডাক্তার কিছু টেস্ট দিয়েছিলো,সেই টেস্ট করার জন্য।টেস্ট টা করতে আবার খালি পেটে করা লাগতো।তাই আমরা সকাল সকাল গেলাম ইবনে সিনাতে।

IMG-20230707-WA0002.jpg

গিয়ে দেখি অনেকেই চলে এসেছে। আমার সিরিয়াল অনেক পরে।যাই হোক টেস্ট করাতে করাতে প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছে। তারপর দেখি আমার বেশ ক্ষুদা পেয়ে গিয়েছে। তারপর বললাম আশে পাশে কোথাও রেস্টুরেন্টে যেয়ে খাব।তারপর হাঁটতে হাঁটতে আমরা গিয়েছিলাম চাইপাই রেস্টুরেন্টে।

IMG-20230707-WA0005.jpg

অনেক আগে যেতাম এই রেস্টুরেন্টে অনেক বছর পরে সেই দিন গেলাম।যেয়ে দেখি রেস্টুরেন্ট কেবল খুলেছে,কোন কিছু গুছানো হয় নি।আমরা বসার পর বেশ আনিজি লাগছিলো,ভেবেছিলাম উঠে চলে আসবো। পরে তারা বললো একটু বসতে এখনই দিয়ে দিবে।পরে আমরা বললাম যেন পার্সেল করে দেয়,বাসায় যেয়ে খাব।আসলে সেইদিন শুক্রবার ছিলো তাই তাদের অন্যানো বিয়ের প্রোগ্রাম আছে।তারপর আগে বিল দিয়ে খাবার নিয়ে চলে আসলাম।খুব বেশি অর্ডার করিনি শুধুমাএ আমরা সেই দিন চাওমিন অর্ডার করেছি।

IMG-20230707-WA0006.jpg

এখানে একটা জিনিস বেশ ভালো লাগতো,তা হলো এই একুরিয়ামটা।ছোট বেলায় এটার কাছে বসে থাকতাম রেস্টুরেন্টে গেলে,তবে এখন যেন কেমন হয়ে গিয়েছে, তেমন ভালো লাগে না।

তারপর আগে বিল দিয়ে খাবার নিয়ে চলে আসলাম।খুব বেশি অর্ডার করিনি শুধুমাএ আমরা সেই দিন চাওমিন অর্ডার করেছি।

সব মিলিয়ে ভালো লাগেনি ।আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device -samsung SM-A217F

Location -Dhaka

Photography -chaipai restaurant
Link -(Source)

banner-abbVD.png

Logo.png

standard_Discord_Zip-1.gif

Sort:  
 last year 

আপু কি শারীরিক অসুস্থায় ভুগছেন আপনি?

কেবিনে বসলে একটু কম্ফোর্টেবল ফিল করা যায়। আবার মাঝে মাঝে আনকম্ফোর্টেবল লাগে। বেশ ভালই করেছেন পার্সেল নিয়ে বাসায় চলে এসেছেন। আর এরকম খোলা অ্যাকুইয়েরাম আর দেখিনি কখনো।

 last year 

রেস্টুরেন্টে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। পার্সেল নিয়ে বাসায় চলে এসেছেন খাওয়া-দাওয়ার মুহূর্তগুলো নিশ্চয় ভালোভাবে কাটিয়েছেন। রেস্টুরেন্টের চারপাশের পরিবেশ বেশ দুর্দান্ত। এত চমৎকার পোস্ট মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

শুনে একটু খারাপ লাগলো যে আপনি অসুস্থ আর ডাক্তার আপনাকে পরীক্ষা করার জন্য খালি পেটে যাওয়ার জন্য বলেছিল। অনেকক্ষণ অপেক্ষার পর পরীক্ষা শেষ করে আবার রেস্টুরেন্টে গেলেন কিছু খাবার খাওয়ার জন্য কিন্তু সেখানে যেও দেখলেন এইমাত্র খুলেছে। সেখানে বসে আপনি খাবার না খেয়ে কিছু খাবার অর্ডার করে বাসায় নিয়ে এলেন। রেস্টুরেন্টে দেখতে পেলাম একুরিয়াম এটি আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ সচরাচর রেস্টুরেন্টে এটিই দেখা যায় না। যাইহোক এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63135.01
ETH 2546.56
USDT 1.00
SBD 2.64