জল রং দিয়ে পেইন্টিং । -{১০% বেনিফিট @shy-fox এর জন্য}

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun

from Bangladesh

৪ ই জানুয়ারি ২০২২ খৃস্টাব্দ ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

322569506_930831611188931_6379248315364179062_n.jpg

art by @rahimakhatun

Device- Galaxy -A13


প্রস্তুত প্রণালীর ছবি দেওয়া হলো।

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে সম্পূর্ণ ভিন্ন রকম পোস্ট নিয়ে হাজির হয়েছি। যদিও অনেকের কাছে একেবারে নরমাল ,কিন্তু আমার কাছে কিছুটা নতুন। কি বুঝেন নাই ব্যাপারটা 😜😜,আচ্ছা বলে দিচ্ছি। আমি একেবারেই আর্ট করতে পারিনা বলেই চলে ,তারপর ও আমার বাংলা ব্লগে আসার পর থেকে সবার দেখা দেখি একটু আকটু চেষ্টা করি।যদিও তেমন পারি না তবে একটু একটু চেষ্টা করছি। আমার মনে হয় আগে থেকে একটু একটু উন্নতি হচ্ছে। বাকিটুকু আপনারাই বলবেন।

323576691_1236231993633284_4005918726034303253_n.jpg

অনেকদিন পর আঁকাআঁকি নিয়ে বসলাম। আমি আজকে পুরো দৃশ্য এঁকেছি শুধু মাত্র জল রং দিয়ে । আমার আসলে মাঝে মাঝে পেন্সিলের রং করতে বেশ দেখতে ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে ,তবে আশা করছি ভালো লাগবে।

প্রস্তুত প্রণালীর ছবি

প্রয়োজনীয় উপকরণ

324041877_826195712011527_6370632765157335038_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো

🔶১. মোটা কাগজ

🔶২. 3B ও 4B পেন্সিল

🔶৩.মার্কার পেন

🔶৪.জলরং

উপকরণগুলা লিখে দেওয়া হলো।
প্রস্তুত প্রণালী

♻♻♻ ১ম ধাপ ♻♻♻

323531071_732693014629297_8826941141091687730_n.jpg

আমি এইখানে সার্কেল সাইজের একটা মোটা কাগজ নিয়েছি ,তারপর উপরের অংশে লাল রং করে নিয়েছি।


♻♻♻২য় ধাপ ♻♻♻

322503479_3255366171443636_458610875496215583_n.jpg

লাল রং করার পর হালকা গোলাপি রং করে নিচ্ছি।

৩য় ধাপ

322264977_887609882554374_8223955206191123022_n.jpg

তারপর সাদা রং করে নিচ্ছি।

৪র্থ ধাপ

323527928_1201485550476322_4247924606481595765_n.jpg

পুরোটা রং করে নিয়েছি।

৫ম ধাপ

323544722_1246851136045191_5899921881993736979_n.jpg

মার্কার পেন দিয়ে এঁকে নিচ্ছি।

৬ষ্ঠ ধাপ

321927060_473240711455770_1410608671217039758_n.jpg

কালো রং দিয়ে একে নিচ্ছি।

৭ম ধাপ

322724238_662355425631088_3613093858918717713_n.jpg
রং করে নিচ্ছি।

৮ম ধাপ

322942678_1347859782681037_7106830988729746082_n.jpg

একটি গাছ আঁকার চেষ্টা করছি।

৯ম ধাপ

322143315_589984853137086_7653581506120536448_n.jpg

একটি তারের মত এঁকে নিয়েছি।

১০ম ধাপ

322347837_549741977171213_8721785009110426131_n.jpg

সাদা রঙের ফোঁটা দিয়েছি।

322946099_682612223316739_6845175008186370050_n.jpg

হয়ে গেলো আমার সার্কেল আর্ট। তারপর নাম লিখে দিবো। শেষ হয়ে গিয়েছে আমার সার্কেল দৃশ্য। কেমন হয়েছে ,কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy Art

Sort:  
 2 years ago 

জল রং দিয়ে দারুন একটি আর্ট করেছেন আপু খুবই সুন্দর হয়েছে আপনার এয়ারটেক মৃত্যুর ভিতর ফুটেছে ভালো আমি যদি সময় পাই আপনার এই অ্যাপ থেকে ডিজিটাল ভার্শন রূপান্তর করার চেষ্টা করব। শুভেচ্ছা রইলো আপু।

 2 years ago 

করেন করেন আমিও শুরু করবো দেখি ডিজিটাল আর্ট।যদিও আমি তেমন ভালো পারি না,তবে মনে হচ্ছে ঐদিন লোগো করার পর অনেক কিছু মনে পরেছে।

 2 years ago 

জল রং দিয়ে পেইন্টিং গুলো দেখতে অসাধারণ লাগে। আপু আপনার পেইন্টিং অসাধারণ হয়েছে। ছোট ছোট লাইট গুলো দেখতে দেখতে চমৎকার ফুটে উঠেছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

জলরং এর পেইন্টিং আপনার ভালো লেগেছে, ছোট ছোট সাদা ফোঁটার লাইটগুলো ভালো লেগেছে আপনার কাছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

আপু জল রং দিয়ে খুব সুন্দর একটি দৃশ্য পেইন্টিং করেছেন। আপনার এত সুন্দর দৃশ্য তার মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছেও পেইন্টিং করতে অনেক ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে ঠিক সেভাবে করা হয়না। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে জলরং দিয়ে আঁকাটা আমি বেশ ভয় পেতাম, এখন একেঁ দেখি আঁকতে বেশ ভালোই লাগে।আমি বেশ মজা পাচ্ছি আঁকতে।

 2 years ago 

আমার বাংলা ব্লগ এমন একটি প্লাটফর্ম যেখানে এসে আমরা অনেকেই নতুন ভাবে আমাদের প্রতিভাকে বিকাশ করে দেখানোর সুযোগ পেয়েছি। এবং এখান থেকে অনেক একটিভ জিনিস দেখে নিজেদের মধ্যে থাকা প্রতিভারও বিকাশ ঘটেছে।
জল রং ব্যবহার করে আপনি অসাধারণ একটি পেইন্টিং প্রস্তুত করেছেন বিশেষ করে কালার কম্বিনেশনটা খুব সুন্দরভাবে ফুটেছে আমার কাছে বেশ ভালো লেগেছে।

 2 years ago 

আসলেই ভাইয়া এটা ঠিক বলেছেন অনেক কিছুই জানতাম না এখন চেষ্টা করাতে মোটামুটি অনেক কিছুই নিজের আয়ত্তে আনতে পেরেছি মনে হচ্ছে।

 2 years ago 

এই কথা কি গাছে ধরে,যে আপনি আর্ট করতে পারেন না!?কার্ডবোর্ডের উপর দেখছি অনেক সুন্দর একটা আর্ট করেছেন।অনেক ভালো লাগছে দেখতে।
লাল রংটা দেয়ায় ফুটে উঠেছে বেশ ভাল।ঘড়টাও দারুণ হয়েছে।ইনশাল্লাহ আরো উন্নতি হবে,শুভ কামনা রইলো।

 2 years ago 

কথা কি আবার গাছে ধরে নাকি😜😜।তাহলে তো ভালোই হতো পেরে ফ্রিজে রাখতাম😉।

 2 years ago 

এবারের আর্ট কিন্তু দারুণ হয়েছে আপু। আপনি কিন্তু দারুণ এঁকেছেন। আসলে প্রচেষ্টা থাকলে সব কিছুই সম্ভব হয়। কে বলেছে আপনি ভালো আর্ট করতে পারেন না। আপনি তো দিনে দিনে বেশ ভালোই আর্ট করছেন। আমার কাছে তো দারুন লেগেছে আপু। অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 2 years ago 

আসলে আপনাদের মত এত ভালো পারি না, তবে চেষ্টা করছি নিজের সবটা দিয়ে কিছু করার।আপনাদের মতামত গুলোই আমার অনুপ্রেরণা। ধন্যবাদ

 2 years ago 

জল রং দিয়ে অনেক সুন্দর একটি দৃশ্য অঙ্কন করেছেন। সাদা রংয়ের ফোঁটা দেওয়াতে বাল্ব গুলো মনে হচ্ছে জ্বলে রয়েছে আর এটাই এই চিত্রের পরিপূর্ণতা দিয়েছে। নিখুঁত হাতে এমন সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে সাদাগুলো দিয়েছি যেন মরিচা বাতি মনে হয়। 😜।আপনাদের কাছে ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া🌹

 2 years ago 

জল রং দিয়ে খুব চমৎকার একটি পেইন্টিং করেছেন।অনেক ভালো লাগলো আপনার আজকের এই পেইন্টিংটি। কালার কম্বিনেশন ও যথাযথ ছিল। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

আমার আঁকা পেইন্টিং এর কালার কম্বিনেশন টা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য সব সময়ই। 🌸

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার ভাষায় মন্তব্যের ফিডব্যাক দেয়ার জন্য।

 2 years ago 

আপনি খুব চালাক কেউ যাতে ভুল ধরতে না পারে তাই প্রতিটি আর্টেই বলেন আপনি আর্ট পারেন না।অথচ আপনার প্রতিটি আর্ট অনেক সুন্দর হয়৷ বরাবরের মত এই আর্ট টিও অনেক সুন্দর হয়েছে।সুন্দর আর্টটি শেয়ার করার জন্য সাধুবাদ রইল।

 2 years ago 

হা হা।এতকিছু ভাবেন কেন😉,আমার আর্ট নিয়া।আমি তো সত্যি সত্যি ভালো পারি না।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58560.83
ETH 2491.85
USDT 1.00
SBD 2.40