মেহেদী নকশা আর্ট ।
আমি @rahimakhatun
from Bangladesh
আজ রোজ বুধবার ।
৫এ জুলাই ২০২৩ খৃস্টাব্দ ।
|
---|
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ অনেক দিন পর মেহেদী ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আসলে মেহেদী দিতে আমার খুব ভালো লাগে। ছোটবেলায় হাতে অনেক মেহেদী দিতাম। এখন সময় এবং সুযোগের অভাবে তেমন একটা দেওয়া হয় না। আজকে কি পোস্ট করবো ভাবতে ভাবতে, খাতা আর জেল পেন নিয়ে বসে পড়লাম মেহেদীর নকশা আর্ট করার জন্য। অবশেষে শেষ করে পোস্ট করতে বসে পড়লাম।
হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে,তাই আমার এই চেষ্টা।
|
---|
প্রস্তুত প্রণালী |
---|
১ম ধাপ |
---|
আড়াআড়ি করে দাগ টেনে নিয়েছি।
২য় ধাপ |
---|
নকশা করে নিয়েছি।
৩য় ধাপ |
---|
ফুল এঁকে নিয়েছি।
৪র্থ ধাপ |
---|
আবার ফুল এঁকে নিয়েছি।
৫ম ধাপ |
---|
আবার এঁকে নিয়েছি।
৬ষ্ঠ ধাপ |
---|
কলকা ডিজাইন করে নিয়েছি।
৭ম ধাপ |
---|
ভিতরে নকশা করে নিয়েছি।
৮ম ধাপ |
---|
হয়ে গেলো আমার মেহেদীর নকশা।
সবশেষে আমার নাম লিখে আর্টটি শেষ করেছি।
মেহেদীর আর্ট শেষ হল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে । আজ আর নয় ,আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে ,সেই অব্দি সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | Galaxy A13 |
---|---|
Location | Dhaka |
Photograpy | design |
VOTE @bangla.witness as witness OR
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
ছোট ছোট কাজগুলো অনেক সময় দারুন দেখায়। বেশ সুন্দর একটি অংকন উপহার দিয়েছেন। এধরনের কাজগুলো দারুন লাগে আমার কাছে।
আপু মেহেদির ডিজাইন আমার কাছে খুব ভালো লাগে। তাইতো মেহেদি ডিজাইন দেখলেই আমি রেখে দেই। আপনার মেহেদি ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপু খুব সুন্দর করে ডিজাইনগুলো করছেন। আপনাকে ধন্যবাদ সুন্দর মেহেদির ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসাধারণ আপু একেবারে মুগ্ধ হয়ে গেলাম সত্যি খুব মনোমুগ্ধকর মেহেদি ডিজাইন করেছেন। আপনার ডিজাইনটি হাতে আর্ট করলে বেশ সুন্দর লাগবে। আসলে বিভিন্ন উৎসবে বিশেষ করে ঈদের সময় হাতে মেহেদী দেওয়া হয়। হাতে মেহেদি দিতে খুব ভালো লাগে । আপনার ডিজাইন দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে এত দুর্দান্ত মেহেদী ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু সময়ের অভাবে এখন আর তেমন মেহেদী পড়া হয় না।আপনার মেহেদী ডিজাইন চমৎকার হয়েছে। তবে এই ধরনের আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মেহেদী আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু সময়ের অভাবে এখন আর তেমন মেহেদী পড়া হয় না।আপনার মেহেদী ডিজাইন চমৎকার হয়েছে। তবে এই ধরনের আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মেহেদী আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মত আমিও ছোটবেলায় অনেক মেহেদি দিতাম আর এখন সময় এবং সুযোগের অভাবে দেওয়া হয় না। তবে মেয়ের হাতে মাঝেমধ্যে দিয়ে দেওয়া হয়। আপনি অসাধারণ একটি মেহেদী ডিজাইন আমাদের সাথে শেয়ার করেছেন। আর ডিজাইনটা কমলা কালার কলম দিয়ে করায় দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এত সুন্দর একটি মেহেদির ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
অসাধারণ সুন্দর একটি মেহেদি ডিজাইনের আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই মেহেদি ডিজাইনার আর্টের প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি মেহেদি ডিজাইনের আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মেহেদী নকশা আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। ছোটবেলায় দেখতাম আমার বোনেরা সবাই মিলে ঈদের আগে খুব সুন্দর করে হাতে মেহেদি পড়তো এবং আমাকেও মাঝেমধ্যে মজা করে মেহেদি দিয়ে দিত। এখন সময়ের সাথে সাথে সেই আনন্দগুলো আর খুঁজে পাওয়া যায় না। আপনার মেহেদি ডিজাইন টি আমার কাছে খুব ভালো লেগেছে আপু। শুভকামনা রইল আপনার জন্য।
মেহেদির নকশা অনেক সুন্দর ভাবে করেছেন। আর প্রতিটি ধাপে ছবি সহ এত সুন্দরভাবে বর্ণনা করেছেন যা পড়ে ডিজাইনটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছি। এত সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে আপু।