রং করে আলপনা আঁকি।

in আমার বাংলা ব্লগlast month
১৭ ই বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ

২ রা মে ২০২৪খৃস্টাব্দ ।


আজ রোজ বৃহস্পতিবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



কয়েকটি ছবি একসাথে

438223356_1499807090934780_1171022330310421748_n.jpg

আজকে পোস্ট করতে বেশ দেরি হয়ে গিয়েছে, সকাল থেকে বসবো বলে এই কাক সেই কাজে আটকে গিয়েছিলাম।তার উপর বাসার পাশে একটি মার্কেটে গেলাম বাবুর এর জন্য কিছু ড্রেস কেনার জন্য।তারপর যেই বাসায় এসে কাজে বসবো তখব দেখি নেটওয়ার্ক নেই। পরে ওয়াইফাই এর লোকদের ফোন দিলাম বললো তারা নাকি কি ফাইবার লাগাবে যার জন্য নেট আসতে দেরি হবে।কি যে একটা বিপদে পরলাম।যাই হোক এখন পোস্ট করতে বসতে পেরেছি তাতেই অনেক। প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আলপনা।আলপনা বলেছি অনেক গুলো রঙের কম্বিনেশন। আমি এখানে জলরং তারপর সাইনপেন ব্যবহার করেছি।আসলে সবটুকুতেই সাইনপেন ব্যবহার করতাম কাজ করতে যেয়ে দেখি আমার সাইনপেন নেই আর যা আছে তার কালি শেষ। আর এই কাজগুলো আমার ছেলে ছাড়া আর কেউ করেনি।যাই হোক চলুন দেখি আসি।

438196381_456997733457155_1205771983059804509_n.jpg

আমি আগে তেমন কিছু একটা পারতাম না ,এখন টুকটাক পারি আরকি। তাও খুব বেশি ভালো যে হয় তা না। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন দেখে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণ

438204599_423628133715427_1473311461767682523_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো

🔶১. খাতা

🔶২.জেল পেন

🔶৩.জল রং

উপকরণগুলা লিখে দেওয়া হলো।

প্রস্তুত প্রণালী

♻♻♻ ১ম ধাপ ♻♻♻

438246513_849568947188879_841889621617880648_n.jpg

প্রথমে গোল করে এঁকে নিব।


♻♻♻২য় ধাপ ♻♻♻

441010377_372602475130353_6358848512904296382_n.jpg

তারপর ফুল একে নিব।


৩য় ধাপ

438221116_824777755879246_4390183341314638156_n.jpg

তারপর ফুলের ভিতরে নকশা একে নিব ।


৪র্থ ধাপ

438203969_3782043822119797_1771544775988607045_n.jpg

তারপর রং করে আবার পাতা এঁকে নিয়েছি ।


৫ম ধাপ

438223324_1643669956172583_420739802943712438_n.jpg

আবার পাতা এঁকে ভিতরে নকশা এঁকে নিয়েছি।


৬ষ্ঠ ধাপ

438221115_3780699878826706_4873810021405289219_n.jpg

রং করে নিচ্ছি ।


৭ম ধাপ

438231732_1530691620843049_4833018832919918246_n.jpg

আস্তে আস্তে করে এঁকে নিচ্ছি ।


৮ম ধাপ

438209147_296914496796831_8777091954673114903_n.jpg

পাতায় রং করে নিচ্ছি ।


৯ম ধাপ

438204644_1623408508434322_7642530878208083687_n.jpg

438231836_810941273822433_4919034150989629457_n.jpg

নাম লিখে নিচ্ছি।

438196381_456997733457155_1205771983059804509_n.jpg

শেষ হয়ে গেলো আমার ম্যান্ডেলা। জানি না কেমন হলো ,খারাপ হলে ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy mandrala

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 last month 

বেশ অনেক সুন্দর আলপনা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুবই ভালো লাগলো। নিজেও কিছুটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম আপনার এই পোষ্টের মধ্যে দিয়ে। এক কথায় অসাধারণ হয়েছে আপনার আজকের এই অঙ্কন দৃশ্য।

 last month 

সত্যিই দারুন হয়েছে আপু , দেখতে অনেক সুন্দর লাগছে আলপনাটি । আমিও একদিন বাড়িতে ট্রাই করবো। আপনাকে অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর আলপনা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

রং করে আলপনা তৈরি করেছেন। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। প্রথমত আমরা কিছুই পারি না, অনেক চেষ্টার পর পারি।আপনার এই ডিজাইনটি আমার ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। বিশেষ করে কালার কম্বিনেশনটি বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last month 

ছোটবেলায় আলপনা আর কল্পনা শব্দ দুইটা নিয়ে আমার মধ্যে খুব কনফিউশন হতো। অনেকদিন পর আবারো এই শব্দটা চোখের সামনে এসেছে। যারা ছোটবেলার স্মৃতি মনে আসলো। যাইহোক অনেক সুন্দর ফুল জাতীয় আর্ট করেছেন দেখে ভালো লাগলো।

 last month 

রং দিয়ে অনেক সুন্দর একটি আলপনা এঁকেছেন আপু। আপনার শেয়ার করা আলপনা টি দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু।

 last month 

খুবই চমৎকার একটি আলপনা আর্ট করেছেন। যেটা দেখতে অসাধারন লাগছে। বিশেষ করে রং করার জন্য দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

 last month 

এই ওয়াইফাই লোকেদের কথা আর বলবেন না আপু। নেট চলে গেলে ওরা এসব অজুহাত নিয়ে অপেক্ষা করে শুধু দেওয়ার অপেক্ষা। আলপনা টা সুন্দর লাগছে আপু। ফুলের মতো করে তৈরি করেছেন আলপনা টা। দারুণ লাগছে। অনেক সুন্দর তৈরি করেছেন। এবং প্রথম থেকে প্রতিটা ধাপ খুবই সুন্দর উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।।

 last month 

বিভিন্ন কালারের রঙিন কলম ব্যবহার করে আপনি অনেক সুন্দর করে একটা আর্ট করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আলপনা অংকন করেছেন রং করে যেটা অনেক সুন্দর ছিল। আমি দেখেছি হিন্দুদের ঘরের সামনে এরকম আলপনা অঙ্কন করতে। তারা অনেক নিখুঁতভাবে আলপনা অঙ্কন করে থাকে। যাইহোক আপনি খাতার মধ্যে অঙ্কন করলেন দেখে খুব ভালো লাগলো। আমার কাছে কিন্তু কালার কম্বিনেশনটা সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে। এত সুন্দর একটা কালার করেছেন দেখেই মুগ্ধ হলাম।

 26 days ago 

রং দিয়ে খুবই চমৎকার একটি আলপনা করেছেন আপু।আপনার আলপনা টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুবই আকর্ষণীয় লাগছে আলপনা টি। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67688.54
ETH 3821.02
USDT 1.00
SBD 3.55