রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১৩ ই অগ্রহায়ন , ১৪২৯ বঙ্গাব্দ

২ রা ডিসেম্বর ২০২২ খৃস্টাব্দ ।


আজ রোজ শুক্রবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



প্রস্তুত প্রণালী

316961447_1304114853707916_547239602189716442_n.jpg

made by @rahimakhatun

Device- Galaxy A137F

গতকালের হ্যাংআউট শুনে কিছুটা হলেও সকলের মন নিশ্চয় ভালো হয়েছে। আসলে গত এক সপ্তাহ বেশ খারাপ গিয়েছিলো। আশা করি এই সপ্তাহ থেকে আগের মত স্বাভাবিক পরিবেশে ফিরে আসবে। যাই হোক অনেক দিন পর আজকে রঙিন কাগজ কলম ও কেঁচি নিয়ে বসলাম। যেই বসলাম অমনি ছেলে উঠে হাজির। আমি রঙিন কাগজ নিয়ে বসলে ও অনেক খুশি হয় ,তাহলে ও খাতার পৃষ্টা ছিড়ে কখনো কেচি নয়তো আঠা নিয়ে উল্টা পাল্টা কাজ করে । মাঝে মেজাজ তা এত খারাপ লাগে। তাই আমি স্কেল নিয়ে বসলাম ,আর বললাম কোন কিছু ধরলেই মাইর হবে 😜😜,তাই ভয়ে আজকে তেমন কিছু ধরে নি।

316797303_1558815031207634_2927947456797311146_n.jpg

আমার কাছে বেগুনি কালার পছন্দ। বেগুনি কালারের ফুল দেখতে আমার খুব ভালো লাগে । যাই হোক বানানোর পর কালার টা বেশ দারুন লেগেছে। এইখানে হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে।আমি ধাপে ধাপে দেখিয়েছি। কথা না বারিয়ে চলেন দেখে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণ

313520123_1209119556614985_2705241032925238465_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো


উপকরণঃ


🔶 রঙিন কাগজ

🔶 কেচি

🔶 পেন্সিল

🔶 স্কেল

🔶আঠা

প্রস্তুত প্রণালী

১ম ধাপ

317334622_2538376692968831_7913995990632195252_n.jpg

প্রথমে একটি রঙিন কাগজে (১১*১১)সেন্টিমিটার সাইজ নিয়ে কেটে নিব।

২য় ধাপ

317723766_881218819676593_4338575991192207640_n (1).jpg

ত্রিভুজের মত ভাঁজ করে নিব।

৩য় ধাপ

317188484_583809620419539_221852807234630824_n.jpg

আরো ছোট করে ভাঁজ করে নিয়েছি।

৪র্থ ধাপ

316763356_1296714954499090_2805705692442791265_n.jpg

তারপর পাতার মত একটি শেপ দিয়ে নিয়েছি।

৫ম ধাপ

316971995_543825743884030_1146442839532300652_n.jpg

কেচি দিয়ে কেটে নিয়েছি।

৬ষ্ঠ ধাপ

316867429_1193035237974547_1827439220156073558_n.jpg

ভাঁজ খুলে নিয়েছি।

৭ম ধাপ

317148967_3499349340300871_7154582596964992933_n.jpg

তারপর মাঝ বরাবর একটি পাতা কেটে নিয়েছি।

৮ম ধাপ

317020140_5772189056209490_317674218602411050_n.jpg

তারপর আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

৯ম ধাপ

313493032_678343707204840_5982524233740464295_n.jpg

তারপর একই রকম করে আরো ছোট করে আরেকটি ফুল তৈরি করে নিব।

১০ম ধাপ

317023920_1191206621530394_2986933131297841890_n.jpg

তারপর মাঝখান থেকে একটি পাতা কেটে ,ঘুরিয়ে ঘুরিয়ে একটি ফুল বানিয়ে নিব।

১১ তম ধাপ

বেগুনি ফুলটার মাঝে ছোট হলুদ ফুলটা লাগিয়ে নিব।

১২ তম ধাপ

316691483_515049187308999_7986160426426837382_n.jpg

তারপর একটা কাগজ দিয়ে পুতি মত করে বানিয়ে বানিয়ে লাগিয়ে রাখবো।

316797303_1558815031207634_2927947456797311146_n (1).jpg

হয়ে গেলো কাগজের ফুল । আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

devicesamsung SM-A217F
LocationDhaka
photograpy papers flower

Sort:  
 2 years ago 

খুবই চমৎকার একটি রঙিন কাগজের ফুল তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে মায়েরা যখন কোন কাজ করতে যায় ছোট ছোট বাচ্চা থাকলে সে সেখানে গিয়ে সবসময় নাড়ানাড়ি করে আর আপনি তার জন্য স্কেল নিয়ে বসেছেন এটা পড়ে খুবই হাসি পাচ্ছিল। যাই হোক মায়ের খাওয়ার ভয়ে সে কোন রকম যন্ত্রণা দেয়নি সে আগে থেকেই হয়তো ভয় পেয়ে গিয়েছিল হাহাহা। সবশেষ রঙিন কাগজের ফুল টা দেখতে অসাধারণ ছিল।

 2 years ago 

হুম মাঝে মাঝে একটু আকটু ভয় লাগানো লাগে,তা না হলে অনেক বেশি বেড়ে যায়😉😉।ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

আসলে গত সপ্তাহে একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে আমরা সবাই অনেক উদ্বিগ্ন ছিলাম ।অনেক হতাশার মাঝ দিয়ে পার হয়েছে আমাদের একটি সপ্তাহ।। যাহোক এখন মনে হচ্ছে আমরা শান্তিপৃষ্ঠে এবং অনেক ভালো আছি।

রঙিন কাগজ কেটে আপনি সুন্দর একটি ফুল প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আসলে বাড়িতে ছোট বাচ্চা থাকলে এরকম সূক্ষ্ম কাজ করা অনেক কষ্টদায়ক হয়ে যায়।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 2 years ago 

আসলেই ভাইয়া বেশ চিন্তা আর খারাপ লাগা কাজ করছিলো, তবে হ্যাঙআউটের পর বেশ ভালো লাগছে।আপনার কাছে ফুলটা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি দেখে সকাল বেলায় ভালো লাগলো। অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ডাই প্রজেক্ট গুলো করতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আসলে ইদানিং সকাল সকাল উঠে পোস্ট করার চেষ্টা করছি।সকাল সকাল পোস্ট করলে চিন্তা মুক্ত থাকা যায় এই আর কি😄😄।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু, গতকাল রাতে হ্যাংআউটের পর থেকে মনে হচ্ছে একটু স্বস্থির নিঃশ্বাস ফেললাম।হাহাহা এ আর এমন নতুন কি কেচি আর আঠা নিয়ে যাওয়া ,আমার মেয়ে আমি যেটা বানাই সেটা নিয়েই দৌড় দেয়। যাইহোক আপু এত কিছুর ভিতরেও আপনি খুব সুন্দর একটি রঙের কাগজের ফুল বানিয়েছে। রঙিন কাগজের ফুলকে দেখতে খুবই সুন্দর লাগছে।

 2 years ago 

গতকালের হ্যাঙআউটের পর আসলেই অনেক ভালো লাগা কাজ করছে।আসলে পরিবারের মাঝে এমন অস্বস্তিকর ঘটনা ঘটলে বেশ খারাপ লাগে।বাবুদের কথা নাই বা বললাম। ধন্যবাদ

 2 years ago 

রঙটা অনেক সুন্দর হওয়ায় ফুটে উঠেছে। দেখতে তাই আরো বেশি ভালো লাগছে।ডাই প্রজেক্টের ব্যাপারে রংটা বড় ফ্যাক্টর।
উউপস্থাপনা ভালো ছিল। শুভ কামনা জানাই 😊

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আসলে রঙ টা সুন্দর হলে আরো বেশি ফুটে উঠে।উপস্থাপনা বানান এমন হবে। ধন্যবাদ

 2 years ago 

ঠিক বলেছেন আপু গতকালকের হ্যাং আউটের পর সবাই একটু স্বস্তি পেয়েছে। আপনি স্কেল নিয়ে বসাতে আপনার ছেলে তো তাও ভয় পেয়েছে। আমার ছেলে কিছুতেই ভয় পায় না। যাই হোক রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল বানিয়েছেন। কালারের কারণে আরো ভালো লাগছে দেখতে। ধাপগুলোও ভালো দেখিয়েছেন। ধন্যবাদ আপু ।

 2 years ago 

বাবা পাশে না থাকলে কিছু টা ভয় পায় আর যদি বাবা অথবা অন্য কেউ থাকলে মোটেও ভয় পায় না।ধন্যবাদ আপু সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

আসলেই বাড়িতে ছোট বাচ্চা থাকলে কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বেগুনি কালার আমারও অনেক পছন্দের একটা কালার ।রঙিন কাগজ দিয়ে আপনি সুন্দরভাবে ফুল তৈরি করে আমাদের মাঝে দেখিয়েছেন। ফুলটা দেখতে অনেক চমৎকার হয়েছে আপু।

 2 years ago 

আসলে বেগুনি কালারের কাগজ টাও আমার বেশ পছন্দ হয়েছে।তাই দোকান থেকে কিনে এনে আর দেরি করিনি,তাই তাড়াতাড়ি বাসায় এসে বানিয়ে ফেললাম।ধন্যবাদ আপু

 2 years ago 

তাই আমি স্কেল নিয়ে বসলাম ,আর বললাম কোন কিছু ধরলেই মাইর হবে 😜😜,তাই ভয়ে আজকে তেমন কিছু ধরে নি।

মা ভক্ত ছেলে তো তাই তো মায়ের কাজে সাহায্য করার জন্য রেডি হয়ে থাকে। আর আপনি তাকে ভুল বুঝে মাইর দেওয়ার ভয় দেখান🤪। যাইহোক আপু আপনার শেয়ার করা সুন্দর এই ফুলটি দেখে ভালই লাগলো। মাঝের অংশে হলুদ রঙের কাগজ ব্যবহার করাতে দেখতে আরো বেশি ভালো লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

মা ভক্ত না কচু,জালানোর মধ্যে ওস্তাদ। যে কাজ পারবে সেটা করে না, যে টা না পারবে তাই করতে যায়😉😉।ধন্যবাদ আপু

 2 years ago 
বাসায় ছোট বাচ্চা থাকলে একটু আধটু দুষ্টামি করবেই, তাই বলে স্কেল নিয়ে ভয় দেখাতে হবে? হা হা হা। আপু আপনি কাঁচি দিয়ে রঙিন কাগজ কেটে খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন। বেগুনী রঙের কাগজ হওয়াতে বেশি ফুটেছে ফুলটি। আপনার কাগজ কেটে ফুল বানানোর দক্ষতা খুব ভাল। ফুল আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু।
 2 years ago 

তা না হলে ভয় পায় না লাঠি অথবা স্কেল না নিলে।আমরা আমাদের সময় কি মাকে এত জ্বালাতাম?বেগুনি কালারটা আমার খুব ভালো লাগে,তাই মাঝে মধ্যেই এই কালারের কাগজ দিয়ে বিভিন্ন কিন্তু তৈরি করে থাকি।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67441.24
ETH 3492.03
USDT 1.00
SBD 2.81