জামার গলার নকশা আর্ট।
আমি @rahimakhatun
from Bangladesh
৯ ই জানুয়ারি ২০২৪ খৃস্টাব্দ ।
আজ রোজমঙ্গলবার
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
|
---|
Art by @rahimakhatun
Device- Galaxy A137F
|
---|
|
---|
উপকরণঃ |
---|
🔺 খাতা |
🔺 রং |
🔺 পেন্সিল |
প্রস্তুত প্রণালী |
---|
১ম ধাপ |
---|
২য় ধাপ |
---|
তারপর এমন শেরওয়ানি শেপ করে নিলাম।
৩য় ধাপ |
---|
৪র্থ ধাপ |
---|
৫ম ধাপ |
---|
আরো ফুল ও ডালপালা এঁকে নিয়েছি।
৬ষ্ঠ ধাপ |
---|
এঁকে নিয়েছি।
৭ম ধাপ |
---|
আরো ফুল ও ডালপালা এঁকে নিয়েছি।
৮ম ধাপ |
---|
৯ম ধাপ |
---|
https://cdn.steemitimages.com/DQmcDL7rE1CQR2woPyVnwhypMJq4PBXV4zeWDWndhouhYZP/411377955_344875761678247_403184855154435073_n%20(1).jpg
নাম লিখে নিচ্ছি।
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | Galaxy A13 |
---|---|
Location | Dhaka |
Photograpy | design |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
JOIN WITH US ON DISCORD SERVER
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
কোন ড্রেসে হাতে করা ডিজাইনের কাজ থাকলে তার দাম অনেক বেশি নেয়, এটা ঠিক কথা বলেছেন আপু। এই নকশা গুলো হাতে তৈরি করা হলে বেশ ভালই লাগে। তবে এখন এই ধরনের নকশা মেশিনেই করা হয় এবং তুলনামূলক কম দামেই পাওয়া যায় সেই সব ড্রেসগুলো। যাইহোক, আপনি যে জামার গলার নকশাটা আমাদের সাথে শেয়ার করেছেন , অনেকটা এমন ধরনের নকশা আমি মেয়েদের ড্রেসে দেখেছি অনেকবার। আপনার শেয়ার করা এই আর্ট টি বেশ সুন্দর হয়েছে আপু।
প্র্যাকটিস করলে যে কোন কাজ সুন্দর হবেই। আপনার জামার জন্য আঁকা ডিজাইনটি বেশ সুন্দর হয়েছে। আজকাল নতুন করে আবার হাতের কাজ দেখা যাচ্ছে জামা সহ অনেক কিছুতে। তবে অনেক ডিজাইনকে মোডিফাই করে। বেশ সুন্দর হয়েছে আপনার জামার ডিজাইনটি। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে জামার গলার নকশা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি নকশাগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। নকশা তৈরি শেষে কালারিং পেন দিয়ে বেশ সুন্দরভাবে ডিজাইন করেছেন আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
অবশ্যই মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাতেই ধীরে ধীরে সফলতার দেখা মিলে। মানুষ কেউই সবকিছু শিখে আসে না বা সভাবতই সবকিছু পারেনা। তবে চেষ্টা এবং উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে দক্ষতা অর্জন করে। আপনার হাতের কাজের জামার গলার ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ডিজাইনটা কিন্তু খুবই দারুণ, অনায়াসে একটা জামার গলায় এই ডিজাইনটি দারুন মানাবে বলে আমি মনে করি। আপনার আজকের এই নকশা ডিজাইনটি কিন্তু দুর্দান্ত ছিল।
অনেক সুন্দর একটি আর্ট করেছেন। এরকম আর্ট গুলো দেখতে আমার খুব ভালো লাগে। আপনারটাও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অনেক সুন্দর একটি ডিজাইনের আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চিত্র অঙ্কনে ফুলের চিত্র অঙ্কন করে দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর একটি জামার গলার নকশা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ।
খুবই সুন্দর একটি আর্ট তৈরি করে ফেলেছেন। এখানে আপনি খুবই নিখুঁতভাবে সবগুলো আর্ট তৈরি করেছেন এবং সবগুলো ডিজাইন খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ একইসাথে এর মধ্যে রঙের সংমিশ্রনও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে৷ অসংখ্য ধন্যবাদ৷
বাহ,আপনার ভিন্নধর্মী আর্ট দেখে খুবই ভালো লাগলো।আসলেই ডিজাইনটি সাদা পাঞ্জাবির গলায় করলে সুন্দর দেখতে লাগবে।আপনার আর্টটি সুন্দর হয়েছে আপু।আর কালার দেওয়াতে আরো বেশি ফুটে উঠেছে, ধন্যবাদ আপনাকে।
খুবই চমৎকার একটা জামার গলার নকশা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এ ধরনের নকশা মেয়েরা অনেক বেশি পছন্দ করে কারণ তারা অনেকেই জামার গলাতে এরকম নকশা দিয়ে থাকে দেখতে বেশ ভালো লাগে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা নকশা অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।