রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

২৩ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ ।


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

প্রস্তুত প্রণালীর ছবি

326569138_1373422290142080_223484156334358995_n.jpg

made by-@rahimakhatun

Device- Galaxy A13

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে একটি ডাই আপনাদের সাথে শেয়ার করবো। অনেক দিন পর রঙিন কাগজ নিয়ে কাল রাতে বসেছিলাম।আসলে রঙিন কাগজের জিনিসপত্র বানাতে আমার কাছে বেশ ভালো লাগে। আমি এই খানে বিভিন্ন কালার কাগজ ব্যবহার করেছি ,সাথে মোটা সুতা এবং পুতি ব্যবহার করেছি। বানানোর পর দেখতে বেশ ভালোই লাগে।

326454931_499083849003943_3892689674013302886_n.jpg

আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তাছাড়া দেখতেও বেশ ভালো লাগে সাজিয়ে রাখলে। আমি খুব সহজ ভাবে তৈরী করে প্রতিটি ধাপ দেখিয়েছি।

প্রয়োজনীয় উপকরণ

325858439_676817890807865_630554306550165611_n.jpg

  • 🔶স্কেল
    • 🔶কাঁচি
      • 🔶পেন্সিল/কলম
        • 🔶আঠা
          • 🔶 রঙিন পেপার
            • 🔶 সুতা
              • 🔶 পুঁতি
                • প্রস্তুত প্রণালী

                  ১ম ধাপ

                  326774095_737062211313589_4218805669175445158_n.jpg

                  প্রথমে আমি রঙিন কাগজ দুইটি (৫*৫) cm সাইজ করে কেটে নিব।

                  ২য় ধাপ

                  326772314_851287765941457_258745081414180243_n.jpg

                  বাকি কালার গুলো একই ভাবে কেটে নিলাম।

                  ৩য় ধাপ

                  326762026_1420479405022896_973702848715341302_n.jpg
                  ত্রিভুজের মত করে ভাঁজ করে নিয়েছি।

                  ৪র্থ ধাপ

                  326567002_3796685523891457_6045357120573170064_n.jpg

                  বাকি কাগজ গুলো ও ভাঁজ করে নিব।

                  ৫ম ধাপ

                  325858439_1371409186968986_481260090625309536_n.jpg
                  একটি পাতা করে কেটে নিয়েছি।

                  ৬ষ্ঠ ধাপ


                  326564186_739802554168580_8899781449656451983_n.jpg

                  সব গুলা কেটে নিয়েছি।

                  ৭ম ধাপ

                  326755510_591999192749652_7044680261474460704_n.jpg

                  ভাঁজ খুলে নিয়েছি।

                  ৮ম ধাপ

                  326278211_5424790894293547_3806302180379837510_n.jpg
                  একটি পাতা কেটে আঠা লাগিয়ে ভাঁজ করে নিলাম।

                  ৯ম ধাপ

                  322124012_546535410762967_8118304343997487190_n.jpg

                  ভিতরে পুতি লাগিয়ে নিয়েছি।

                  ১০ম ধাপ

                  326103857_504252511799170_6063229104573871967_n.jpg

                  কলম দিয়ে এঁকে নিয়েছি।

                  ১১ তম ধাপ

                  326465917_715903136818197_6008112784522926088_n.jpg

                  আঠা লাগিয়ে সুতা দিয়ে নিচ্ছি।

                  ১২ তম ধাপ

                  326787472_1277846359441872_361460081823787996_n.jpg

                  আঠা দিয়ে ফুল লাগিয়ে নিব।

                  ১৩ তম ধাপ

                  326545358_563480669005968_8569114892386595039_n.jpg
                  ফুলগুলো লাগিয়ে নিব।

                  ১৪ তম ধাপ

                  326580941_1158495828135731_6166949113083971533_n.jpg
                  পাতাগুলো লাগিয়ে নিয়েছি।

                  326454931_499083849003943_3892689674013302886_n.jpg
                  হয়ে গেলো রঙিন কাগজ দিয়ে ওয়ালম্যাট । আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

                  ধন্যবাদ সবাইকে

                  device Galaxy A13
                  LocationDhaka
                  photograpy papers cutting

                  Sort:  
                   2 years ago 

                  রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অনেক সুন্দর হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো। বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার কারনে চমৎকার ফুটে উঠেছে। আপনার পোস্ট ভিজিট করে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

                   2 years ago 

                  ইউনিক কিনা জানি না,তবে কষ্ট হয়েছে সম্পূর্ণ করতে।আপনাদের ভালো লাগাই মানেই আমার সফলতা। আপনাকে অনেক ধন্যবাদ।শুভেচ্ছা নিবেন।🥰

                   2 years ago 

                  রঙিন কাগজ দিয়ে জিনিস বানাতে আসলেই খুবই ভালো লাগে। আপনি দেখছি বিভিন্ন কালারের কাগজ কেটে ফুল তৈরি করেছেন। এরকম ছোট ছোট ফুল কেটে বানাতে অনেক সময় লাগে। আপনার ওয়ালমেট তৈরিটি বেশ ভালই হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে যে সাইড দিয়ে যদি একটি বর্ডার দিতেন তাহলে এটি ওয়ালমেট এর মত লাগত। পাশে কাগজ রাখার কারণে ওয়ালমেট এর মত লাগছে না দেখতে। কিন্তু আপনি অনেক সময় নিয়ে সুন্দর করে বানিয়েছেন । ধাপ গুলো সুন্দর দেখিয়েছেন। ধন্যবাদ আপু।

                   2 years ago 

                  আসলে ভেবেছিলাম,কিন্তু কাগজ সল্পতায় আর করতে পারিনি।যাই হোক আপু আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।

                   2 years ago 

                  রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে এমনিতেই ভালো লাগে। আপনি মাঝে সাঝে রঙিন কাগজ দিয়ে নানান ধরনের জিনিস তৈরি করে থাকেন। যেগুলো দেখতে অনেক সুন্দর।আজও আপনি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি তো ওয়ালমেট দেখে খুব ভালো লাগলো আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আপনার তৈরির ওয়ালমেট আমাদেরকে দেখিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য

                   2 years ago 

                  রঙিন কাগজের জিনিস পএ বানাতে বেশ ভালো লাগে,কিন্তু বানাতে বেশ ঝামেলার কাজ। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।আপনাকে অনেক ধন্যবাদ

                   2 years ago 

                  রঙিন কাগজ এবং পুতি ব্যবহার করে খুবই সুন্দর এবং রঙিন ওয়ালমেট প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।
                  বিশেষ করে ওয়ালমেটের কালার কম্বিনেশন দারুন ভাবে ফুটেছে আর পুতি ব্যবহার করাতে সৌন্দর্য বহু গুনে বেড়ে গিয়েছে।।

                   2 years ago 

                  আসলেই পুতি দিলে দেখতে বেশ ভালো লাগে।ঘরে অনেক কালারের কাগজ ছিলো তাই বানিয়ে নিয়েছি।ধন্যবাদ আপনাকে।

                   2 years ago 

                  রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। সত্যিই আপনার ওয়ালমেট দেখে ভালো লাগলো।উপস্থাপন অসাধারণ ছিল।

                   2 years ago 

                  আমার রঙিন কাগজের ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।ভাইয়া সব সময়ই অল্প কথায় সুন্দর মন্তব্য করেন।ধন্যবাদ

                   2 years ago 

                  রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার ওয়ালমেট বানিয়েছেন। আসলে এখানে কালার কম্বিনেশনটি বেশ যথাযথ ছিল। যার কারণে ওয়ালমেটটি ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

                   2 years ago 

                  আসলে অনেকগুলো কালার দিয়ে ফুল বানিয়েছি,তাই হয়ত আপনার কাছে যথাযথ লাগছে।ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।শুভেচ্ছা নিবেন।

                   2 years ago 

                  জি একদম ঠিক বলেছেন অনেকগুলা কালারের কারণে যেমন আপনার কষ্ট হয়েছে, জিনিসটিও ফুটে উঠেছে।

                   2 years ago 

                  আহা সুন্দর দেখতে হয়েছে ওয়ালমেট 😍
                  সত্যি বলতে আপনার ব্যাতিক্রমধর্মী কাজগুলো আমার ভীষণ ভালো লাগে। জাষ্ট চমৎকার ফুটিয়ে তুলেছেন ওয়ালমেটটি। আমার কাছেও রঙিন কাগজের যেকোন জিনিস তৈরি করতে দারুন লাগে। ধন্যবাদ আপু চমৎকার কাজটি আমাদের উপহার দেয়ার জন্য।

                   2 years ago 

                  আর কই ভালো ভালো পোস্ট করতে পারছি😭।যাই হোক আমার ব্যাতিক্রমধর্মী কাজ আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ আপনাকে🌹🌹

                   2 years ago 

                  রঙিন কাগজ দিয়ে আপনি সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে।প্রত্যেকটি ধাপ আপনি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু।ধন্যবাদ আপু সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

                   2 years ago 

                  সুন্দর ওলালমেট দেখতে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো আপু।আপনি ও বেশ মজার মজার রেসিপি আমাদের সাথে শেয়ার করেন যা দেখতে বেশ ভালো লাগে।ধন্যবাদ

                   2 years ago 

                  রঙ্গিন কাগজ সুতা এবং পুঁতি দিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে।এ ধরনের ওয়ালমেট দেখতে যেমন ইউনিক লাগে তেমনি ওয়ালে লাগালেও অনেক সুন্দর লাগে।অনেক সময় দিয়ে এবং অনেকগুলো উপকরণ দিয়ে বেশ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু দেখতে বেশ হয়েছে।রাত জেগে বেশ সুন্দর করে ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন ধন্যবাদ।

                  Coin Marketplace

                  STEEM 0.16
                  TRX 0.13
                  JST 0.027
                  BTC 58986.04
                  ETH 2580.24
                  USDT 1.00
                  SBD 2.53