কয়েকটি লোকেশন থেকে আমার কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আস্সালামু আলাইকুম,,

হ্যালো বন্ধুরা,

আমি রাহিমা খাতুন নেভী,সবাই কেমন আছেন ? আমি ভালো আছি । প্রতিবারের মতো আমি আজকে এসেছি নতুন কিছু নিয়ে। আমি আজকে নিয়ে এসেছি আমার শখের কাজ ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে ফটোগ্রাফি করে থাকি। স্কুলজীবন থেকে ফটো তোলা আমার একটা শখ ,তাই আমি আজকে স্কুললাইফের ফটোগ্রাফি নিয়ে একটা ঘটনা শেয়ার করবো। ২০০৯ সালের ঘটনা আমি তখন দশম শেণীতে পড়ি। পরিবারের সবাই মিলে আমরা সিলেট ঘুরতে যাই ,আমরা মাধবকুন্ড ঝরনা দেখতে যাই। বলে রাখা ভালো, তখন মানুষ খুব কম ডিজিটাল ক্যামেরা এবং এন্ড্রয়েড ফোন ব্যবহার করত । আমাদের একটা পুরোনো রিলওয়ালা ক্যামেরা ছিল,তো আমি ঝরনার নিচে একটু দূরে দারিয়ে ঝরনার ছবি তুলতে যাই হঠাৎ পা পিছলিয়ে ক্যামেরা নিয়ে পানিতে পরে যাই। ছবি আর কি তুলবো ক্যামেরা নিয়ে টেনশন করতে করতে শেষ ,ক্যামেরা কি নষ্ট হয়ে গেলো কিনা, তবে ক্যামেরাটা নষ্ট হয় নাই। চলুন দেখাই আমার তোলা কিছু ছবি।

252628214_2969150843304831_2824370306526126418_n.jpg

নিকলি হাওড়, কিশোরগঞ্জ ( ৩ সেপ্টেম্বরে ২০২১ )
 capture by [Samsung SM-A217F]

255964317_1063664407726063_7939038879531061455_n (1).jpg

নিকলি হাওড়, কিশোরগঞ্জ পড়ন্ত বিকেল ( ৩ সেপ্টেম্বরে ২০২১ )

capture by [Samsung SM-A217F]

254119042_311417347482017_7470133886141220464_n.jpg

নিকলি হাওড়, কিশোরগঞ্জ সূর্য অস্ত যাচ্ছে ( ৩ সেপ্টেম্বরে ২০২১ )

capture by [Samsung SM-A217F]

252551243_1104536347017959_6596867541226337092_n.jpg

নিকলি হাওড়ের মাঝে রাস্তা, কিশোরগঞ্জ (৩ সেপ্টেম্বরে ২০২১)

capture by [Samsung SM-A217F]

255441687_1202199633634754_7881129682329715661_n.jpg

ধার্মিকপাড়া, ডেমরা, ঢাকা ( ১৩ ফেব্রুয়ারি ২০২১ )

capture by [Samsung SM-A217F]

253871041_2407667249365569_7851491171723986094_n.jpg

ফানল্যান্ড পার্ক, ঐরাব বাজার, তারাব, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ( ৬ ফেব্রুয়ারি ২০২১ )

capture by [Samsung SM-A217F]

255120789_1151586028581932_7487857658435717791_n.jpg

আমার বাগানের ঢেঁড়সফুল ( ৩জুলাই ২০২১ )

256347109_1580442778957765_4515391271609092625_n.jpg

নয়নতারা ফুল ( ১২ এপ্রিল ২০২১)

capture by [Samsung SM-A217F]

254357219_1889714344559531_272641216007882587_n.jpg

জবা ফুল ( ২০ফেব্রুয়ারি ২০২১ )

capture by [Samsung SM-A217F]

255907119_401090578407350_879590521365565204_n.jpg

পিঁয়াজ ফুলে পোকা ( ১৪ মার্চ ২০২০ )

[Huawei DRA-LX2]
আজকে আর দিবো না, ভালো থাকবেন সবাই ,ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপু। প্রতিটি ছবি আমার কাছে খুব ভালো লেগেছে। প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে উঠেছে আপনার ফটোগ্রাফিতে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার ফটোগ্রাফির কথা কি বলব কিভাবে প্রশংসা করবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এত সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো তা বলে বোঝানো যাবে না। নিকলী হাওর এর পড়ন্ত বিকেলের ছবি আপনি তুলেছেন তা দেখে মনে হচ্ছে যে কোন পোস্টারের এর ছবি ।তারপরে আপনার ফুলগুলো ছবি বিশেষ করে জবাফুলের ছবিটাতো মনে হচ্ছে একদম জীবন্ত। বাস্তবে দেখতে মনে হয় এত সুন্দর লাগবে না যত সুন্দর আপনার ছবিতে লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ফটোগ্রাফিগুলো খুব সুন্দর ক্যাপচার করেছেন, সবগুলো দৃশ্যই ভালো লেগেছে। তবে ফটোগুলোর ব্যাপারে আরো কিছু অনুভূতি যোগ করলে ভালো হতো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

প্রথম কয়েকটা ছবি আমার কাছে খুবই চমৎকার লেগেছে। নিকলী যাওয়ার অনেক ইচ্ছা আমার। আপনার এই পোস্টে টেক্সট এর পরিমাণ খুবই কম। এরপর থেকে এই ধরনের পোস্টে চেষ্টা করবেন আরো বেশি করে লিখতে। এরপর থেকে এই ধরনের পোস্টে অবশ্যই w3wলোকেশন কোড ব্যবহার করবেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যা ভাইয়া যেতে পারেন, জায়গাটা অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার সুযোগ হলে,আবার যাবো।আর এরপর আরো টেক্সট লিগবো,দুঃখিত ভুল করার জন্য।ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। সত্যিই দারুণ ছিলো। আপনি উপস্থাপন করছেন অনেক সুন্দর। সব মিলিয়ে এক কথায় অসাধারণ। আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

বাহ আপু প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর এবং নিখুঁত হয়েছে। আর আপনি নতুন হিসেবে আপনার পোস্ট এর উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে আর এটা দিনদিন সুন্দর হয়ে চলেছে এভাবেই লেগে থাকুন ইনশাল্লাহ ভালো কিছুই পাবেন।
আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54451.29
ETH 2281.47
USDT 1.00
SBD 2.33