কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি ।
আমি @rahimakhatun
from Bangladesh
১৯ জ্যৈষ্ঠ ১৯৩০ বঙ্গাব্দ ।
২ রা জুন ২০২৩ খ্রিস্টাব্দ ।
|
---|
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে কিছু ফোটোগ্রাফি শেয়ার করবো। অনেক দিন আগে কিছু গাছ কেনার জন্য গিয়েছিলাম আমার বোনের ছেলের সাথে কাছাকাছি নার্সারিতে। প্রথমে আমরা যে নার্সারিতে গিয়েছিলাম ঐখানে গিয়ে বেশ হতাশ হয়েছিলাম কারণ তেমন কোন ফুলের গাছেই ছিল না। কিন্তু এর আগের বছর এই নার্সারিতে শীতকাল সিজনে অনেক রং বেরঙের ফুল সহ গাছ ছিল ,দেখতে বেশ লেগেছিলো ,সে আশায় এই বারো গিয়েছিলাম কিন্তু এবার তারা তেমন লাগায় নি। পরে কথা বলে জানতে পারলাম গত বছর লস হয়েছে তাই এইবার আর আগের গুলো লাগায় নি। পরে সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা গেলাম সামনের আরেকটা নার্সারিতে। মোটামুটি অনেক দূর রিক্সা পাচ্ছিলাম না বিদায় আমাদের হেঁটে যেতে অনেক সময় লেগেছে। যেতে যেতে বেশ সন্ধ্যা হয়ে গিয়েছে। নতুন নার্সারি হয়েছে তাই মোটামুটি ঘুছানো। তবে নতুন তাই খুব বেশি ভেরাইটিজ গাছে ছিল না তবে একই রকম অনেক গাছ আছে। আমরা সেখান থেকে কিছু গাছ কিনলাম ,কিনে গাছগুলো রেখে সামনে একটা কাজে গিয়েছিলাম।
এইটাকে কাটা মুকুট বলা হয়। আর অনেক কালার হয়। এই গাছে সম্পূর্ণ কাটা থাকে। দেখতে খুব সুন্দর। এই বৈজ্ঞানিক নাম হচ্ছে Euphorbia milii
এই ফুলটা হচ্ছে লাল ডালিয়া । কালার তা ভীষণ সুন্দর। শীতকালীন ফুল।
বাগান বিলাস ফুল। আমি লাল কিংবা রানী গোলাপি বাগান বিলাস দেখেছি কিন্তু হলুদ কালার আর আগে কখনো বাগান বিলাস দেখা হয়নি। কিন্তু আজকাল হলুদ কালার ও হয়।
এই ফুলগুলোর নাম মোরগ ফুল। বিভিন্ন রকম কালারের হয়ে থাকে। এইটি দেখতে মোরগের জুটির মতো।দূর থেকে মনে হয় মোরগ বসে আছে। এই জন্য মনে হয় মোরগ ফুল। সব ধরণের মাটিতে হয়। এইটি আমাদের দেশি জাত। এই গাছ ওষুধি গাছ হিসাবে ব্যবহার হয়।
এইটা গাঁদা ফুলের ছবি। আমরা সকলেই চিনি এই ফুলটাকে। অনেক রকম কালারের হয়ে থাকে। এই বৈজ্ঞানিক নাম হচ্ছে Tagetes erecta .শীতকালীন ফুল। আমি এই ছবিটি তোলেছি আমার বাসার পাশের নার্সারি থেকে।
এই ফুলের নাম হচ্ছে গোলাপ ফুল । দেখতে অনেক সুন্দর। এই ফুলটিকে ফুলের রানী বলা হয়। গোলাপ পৃথিবীর জনপ্রিয় তম ফুল। গোলাপের অনেক রকম রং হয়। সুন্দরতম ফুলগুলোর মধ্যে গোলাপ একটি। গোলাপ rosaceae পরিবারের rosa গণের। পৃথিবীতে অনেক প্রজাতির গোলাপ রয়েছে। গোলাপ গাছ অনেক দিন বাঁচে। আর উচ্চতা অনেক বড় হয়। গোলাপ গাছ সারা বছরেই বাঁচে ,ফুল ও সারা বছর হয়।
যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | flower |
link | source |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ফুলের ফটোগ্রাফি দেখলেই অনেক ভালো লাগে ৷ আপনি নার্সারিতে গিয়ে ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার ভাবে করেছেন ৷ ফটোগ্রাফি গুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ অনেক ভালো লাগলো আপু পোষ্টটি ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
আসলেই ফুলের ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।সুন্দর মতামত দেওয়ার জন্য।
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে গাঁদা ফুলের ফটোগ্রাফি এবং কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
গাঁদাফুল আর কাটা মুকুটের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ
ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে এবং করতে দুটোই অনেক বেশি ভালো লাগে আমার কাছে। ঠিক বলেছেন আপু এই সময়ে নার্সারিতে গিয়ে ফুল তেমন একটা পাওয়া যায় না। শীতের সময়ে নার্সারিতে গেলে মন একদম ভরে যায়।ক্যাকটাস গাছ গুলো অনেক ভালো লাগে আমার কাছে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ফুলের সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। আসলে ফুলের ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত দুর্দান্ত কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনি খুব সুন্দর করে সাতটি ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফী টি অনেক বেশি ভালো লাগছে, কেননা আমি গোলাপ ফুল কে অনেক ভালোবাসি।
আপনিতো চারা গাছ কিনতে গিয়ে অনেক কষ্ট করলেন। প্রথমে একটি নাসারী বাগানে গিয়ে ফুলের চারা গাছ কিনতে পারলেন না। যাক হেটে গেল আপনার উপকার হয়েছে ওখানে চারা গাছ কিনতে পারলেন। তবে আজকে আপনি খুব সুন্দর রেনডম ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলা আমার কাছে অসম্ভব ভালো লাগলো। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে ফুলগুলোর ফটোগ্রাফি বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।