নাটক রিভিউ। (প্রেম ও ছলনার গল্প )
আমি @rahimakhatun
from Bangladesh
৩ ০সেপ্টেম্বর ২০২৪
|
---|
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি নাটক রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো।
নাম | প্রেম ও ছলনার গল্প |
---|---|
পরিচালক | পথিক সাধন |
সম্পাদনা | অপূর্ণ রুবেল |
অভিনয়ে | (ইয়াশ রোহান) (রিয়া ঘোষ) (নিদ্রা দে নেহা) (সমু চৌধুরী) এবং আরও অনেকে। |
দৈর্ঘ্য | ৫ ৪মিনিট |
মুক্তির তারিখ | ২৬ আগস্ট ২৪ |
ধরন | ড্রামা |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
চরিত্রেঃ
- ইয়াশ রোহান
- রিয়া ঘোষ
নাটকের শুরুতে হ্যাসবেন্ড সকালের নাস্তা করছে আর ওয়াইফ হ্যাসবেন্ড এর লাঞ্চ গুছিয়ে দিচ্ছে।তার সাথে মেয়ের ভিডিও আছে সে যদি তার একাউন্ট এ তিনঘণ্টা এর মধ্যে টাকা না পাঠায় তাহলে সে তার হ্যাসবেন্ড এর ফেস ব্লার করে ভিডিও ভাইরাল করে দিবে।তারপর মেয়ে টি দিশা না পেয়ে তার একাউন্টে টাকা পাঠায়।
যাই হোক তারপর তার স্বামী সাথে ও ব্ল্যাকমেইল করে ভিডিও ছড়িয়ে দিবে বলে স্বামীর সেভিং একাউন্ট এর টাকা টান্সফার করে দিতে বলে, নায়ক ও উপায় অন্তর না পেয়ে টাকা দেয়।তারপর আবার এক্স এর কাছ থেকে গোল্ড এবং আইফোন চায়।এক্স বলে এত টাকা কোথা থেকে পাবে কিন্তু সে শুনতে নারাজ।
পরে এক্স তার বাবার কাছে থেকে তার বিয়ের জন্য জমানো দিতে বলে ফ্রেন্ডের অসুস্থ কথা বলে টাকা নিয়ে গোল্ড দেয় তারপর বলে তার কাছে আর কিছু না চায় কারন তার সব কিছু শেষ কিন্তু নায়িকা মানতে নারাজ, সে বলে আপাতত কিছু চায় না পরে লাগলে কিছু বলবে।যাই হোক পরে এক্স নায়কের সাথে দেখা করে বলে তার ওয়াইফের ব্ল্যাকমেইল এর কথা।
পরে রেগে যেয়ে নায়ক তার ওয়াইফের সাথে রাগারাগি করে পরে ওয়াইফ ও কথা কাটাকাটি করে এক পর্যায়ে ওয়াইফ অজ্ঞান হয়ে যায়।এই দিকে এক্স ও হাত কেটে ডাক্তার কাছে যায় নায়ক ও তার বউ কে নিয়ে হাসপাতালে যায়।চিকিৎসা করার পরে ডাক্তার জানায় তার বউ স্ট্রোক করে যার জন্য পা প্যারালাইডস হয়ে যায়।
সে হাঁটতে পারবে না তবে হয়তো যত্ন করলে কোন এক সময় ঠিক হতে পারে।অই হোক নায়ক বেশ যত্ন করে এবং এক্স কে জানায় তার বউ এর কথা।এক্স দেখতে আসে তার বউকে পরে বউ ক্ষমা চায় তার কর্মকাণ্ডের জন্য এবং তাদের দুইজনকে বিয়ে করে ফেলতে বলে কিন্তু এক্স রাজি হয় না সে ক্ষমা চায়।এই বলে নাটকটি শেষ হয়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | Galaxy A13 |
---|---|
Location | Dhaka |
Photograpy | screenshort |
আমার পরিচয়
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
আপনি তো দেখছি আজকে আমার খুবই পছন্দের নায়ক নায়িকার নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছেন। এই নায়ক এবং নায়িকা আমার অনেক বেশি পছন্দের। তাদের বেশিরভাগ নাটকই আমার দেখা হয়েছিল। তবে এখন আর ব্যস্ততার জন্য তাদের নাটক খুব একটা দেখা হয় না। কিন্তু আজকে আপনি এত সুন্দর করে তাদের এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে পড়তে। পুরো কাহিনীটাকে খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।
এই নাটক থেকে একটি শিক্ষা পাওয়া যায় সেটা হচ্ছে নিজের পার্সোনাল গোপন কথাগুলো কারো সাথেই শেয়ার করতে নেই। কারণ আপনার দুর্বলতার অপব্যবহার যে কেউ করতে পারে সেটা আপনার যত আপন লোক হোক না কেন।
আপু আপনি সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করছেন। আমি কিছু দিন আগেই এই নাটকটি দেখছি।নাটক টি আমার কাছে খুবই ভালো লেগেছে। যাইহোক আপনার পোস্টের মাধ্যমে আবার সেই নাটকের রিভিউ পড়া হলো।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
এই নাটকটির কিছু সিন আমি দেখেছিলাম। তবে সম্পূর্ণ নাটক দেখা হয়নি। আপু আপনি অনেক সুন্দর করে রিভিউ শেয়ার করেছেন। পড়ে অনেক ভালো লেগেছে। সময় পেলে নাটকটি দেখব।
আসলে কিছু মানুষ রয়েছে যারা অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ঠকায়। আর এভাবেই ব্ল্যাকমেইল করে অনেক কিছু আদায় করতে চায়। কিন্তু এটার সাথে একদিন নিজেকে পেতে হয়। তেমনি ভাবে নায়িকা পেয়েছে। প্রেম ও ছলনার গল্প নাটকটা আমি কয়েকদিন আগে দেখেছিলাম। এ নাটক তার থেকে অনেক কিছু শেখার আছে। কারো সাথে ছলনা করে নিজে ভালো থাকা যায় না।
খুবই সুন্দরভাবে আজকে আপনি এই নাটকের রিভিউ শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগছে৷ নাটকটি আমি এখনো দেখে নিতে পারিনি৷ তবে আমি নাটকের ছোট ছোট ক্লিপগুলো দেখেছিলাম৷ অবশ্যই আমি সময় করে পুরো নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷ ধন্যবাদ এত সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য৷