আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৫|| আমার বানানো সেরা স্বাদের ইফতারি রেসিপি ||

in আমার বাংলা ব্লগlast year

আমি @rahimakhatun
from Bangladesh
১৪ ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ ।

২৮ ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর বসন্তকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। ।সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকে আমি আপনাদের জন্য প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য স্বাদের ইফতারি রেসিপি নিয়ে হাজির হয়েছি । প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় @rme দাদাকে সুন্দর একটি বাংলা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য।তারপর আমাদের প্রিয় এডমিনদেরকে এমন একটা সুন্দর ভিন্ন আঙ্গিকের প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

স্বাদের ইফতারি এর ফটোগ্রাফি।।

433551039_732336955716663_4891250705913586693_n.jpg

আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা ৫৫অংশগ্রহণের জন্য আমার বানানো একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে প্রায় ৩ রকমের স্বাদের ইফতারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আসলে যে কোন প্রতিযোগিতা মানেই আমার কাছে ভিন্ন রকম আয়োজন।প্রত্যেক বার কনটেস্ট এর এনাউন্সমেন্ট দেখলে বেশ চিন্তায় পরতে হয় ইউনিক কি বানানো যায় ,চিন্তা করে বানাতে আমার বেশ দেরি হয়ে যায়। এই বারেও চেষ্টা করেছি একটু ভিন্ন রকম আয়োজন করতে। যাই হোক দেরি না করে যাওয়া যাক মূল রেসিপিতে।আমি ভেবেছিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো না এমনিতেই আমাদের এখানে গ্যাস থাকে না।কাল অনেক কষ্ট এবং সময় নিয়ে রেসিপি গুলো তৈরি করেছি যার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ অনেক দেরি হয়ে গিয়েছে।যাই হোক দেরি না করে যাওয়া যাক মূল রেসিপিতে।

চিকেন ঝাঁল চকলেট রেসিপি

প্রথমে আমি চিকেন ঝাঁল চকলেট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসলে এই রেসিপিটা আমি এই প্রথম তৈরি করেছি। খেতে বেশ ভালো হয়েছে। মিউনিস বা সস দিয়ে খেতে বেশ ভালো। তাছাড়া বেশ পুষ্টিগুণ ও রয়েছে।

433440406_300843039504203_4659225190962088341_n.jpg

প্রয়োজনীয় উপকরণ

433339773_3760128460902620_6169741602579561465_n.jpg


উপকরন
পরিমান
চিকেন প্রয়োজনমত
পেঁয়াজ ১/২ টি
লবন সামান্য
কাঁচা মরিচ ৩ টি
তেল পরিমানমত
ময়দা পরিমানমত
আলু ২টি
জিরা সামান্য
প্রস্তুত প্রণালী
১ম ধাপ

434073419_1094933591716631_6192623347943987438_n.jpg

সামান্য আদা রসুন পেস্ট ও লবন দিয়ে সিদ্ধ করে নিব।


২য় ধাপ

433459848_419769860809999_3413718980577801446_n.jpg

তারপর সিদ্ধ হওয়ার পর চিকেন গুলো ছিড়ে ছিড়ে নিব।


৩য় ধাপ

433695887_1005554387750998_5394022680511064226_n.jpg

তারপর একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিব।


৪র্থ ধাপ

433504352_970468201261378_3710151840442784018_n.jpg

তারপর চিকেন গুলো দিয়ে দিব।


৫ম ধাপ

433695886_785551253075458_9085374527556898005_n.jpg

তারপর কাঁচামরিচ দিয়ে , আলু মিশিয়ে একটি পুর বানাবো।


৬ষ্ঠ ধাপ

433472210_788510949821062_7131859633452515260_n.jpg

ময়দায় আস্ত জিরা ও পানি তেল দিয়ে একটি ডো বানিয়ে নিব।


৭ম ধাপ

433766935_7391060497647219_8795136390087206184_n.jpg

সামান্য ফুড কালার মিশিয়ে রুটির বানিয়ে নিব।


৮ম ধাপ

433252540_1451501359080485_240386634205497909_n.jpg

তারপর মাঝখানে পুর দিয়ে কাঁটাচামচ দিয়ে ডিজাইন করে নিব।


৯ম ধাপ

433410326_433411116033463_5860545019504397192_n.jpg

হয়ে গেলো একটি চকলেট।


১০ম ধাপ

433886639_291900960601398_6697698546524826520_n.jpg

বানিয়ে নিচ্ছি ।


১১ তম ধাপ

433447825_1560389241416157_157860981132931813_n.jpg

তারপর ভাপ দিয়ে নিচ্ছি।

433259648_1360034862064642_1943831111155592932_n.jpg

হয়ে গেলো মজাদার স্বাদের চিকেন চকলেট রেসিপি।

চিকেন হালিম রেসিপি

433434329_700191482061859_3008462498983107000_n.jpg

ইফতারিতে বাঙালিদের প্রিয় রেসিপি হচ্ছে হালিম। মোটামুটি সকলেই অনেক পছন্দ করে এই রেসিপিটি। বাসায় রান্না করলে স্বাদ আরো বেড়ে যায়। চলুন কথা না বারিয়ে যাওয়া যাক মূল আয়োজনে।

প্রয়োজনীয় উপকরণ

433482442_438023048604428_7887108226760597178_n.jpg



উপকরন
পরিমান
বিভিন্ন রকমের ডাল প্রয়োজনমত
চিকেন প্রয়োজনমত
শসা ১/২ টি
মসলা ৩ টেবিল চামচ
লেবু ১ টি
পেঁয়াজ ১৪/১৫ টি
লবন সামান্য
শুকনো মরিচ ৩ টি
ধনেপাত পরিমানমত
প্রস্তুত প্রণালী
১ম ধাপ

433869178_1557348248166453_7100161242916368418_n.jpg

প্রথমে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিব।


২য় ধাপ

433459845_1157713225258382_8878980298370319610_n.jpg

পেঁয়াজ গুলো ভালো করে কষিয়ে চিকেনগুলো দিয়ে দিব।


৩য় ধাপ

433496965_1133024494519388_6467656226136708268_n.jpg

চিকেনগুলো ভালো করে কষিয়ে মসলা দিয়ে দিব । ।


৪র্থ ধাপ

433666913_960291035726419_739928924051190990_n.jpg

ভালো করে মিশিয়ে নিব।


৫ম ধাপ

432860021_965602751648403_7282345909218548448_n.jpg

সামান্য পানি দিয়ে চিকেন গুলো সিদ্ধ হতে দিব।


৬ষ্ঠ ধাপ

433684812_321035484329562_5440287165210535385_n.jpg

গরম পানিতে মিক্স গুলো ১৫ মিনিট ভিজিয়ে রাখবো।


৭ম ধাপ

433482657_1606929606724409_7862773564886171872_n.jpg

চিকেন গুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে।


৮ম ধাপ

433568463_813768210796635_3334616896767551568_n.jpg

ভেজানো ডাল গুলোদিয়ে দিব।


৯ম ধাপ

433537447_1131442764553432_7444838729322802619_n.jpg

তারপর পানি দিয়ে সিদ্ধ হতে দিব ,তারপর নামিয়ে নিব।

433434329_700191482061859_3008462498983107000_n.jpg

তারপর শসা কুচি ,কাঁচা মরিচ কুচি ,লেবু ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।

ফ্রুট কাস্টার্ড রেসিপি

ইফতারিতে ঝাল আইটেম এর পাশাপাশি একটা দুইটা ডেজার্ট আইটেম থাকলে বেশ ভালো হয়। ফ্রুট কাস্টার্ড আমার কাছে বেশ ভালো লাগে। তাছাড়া দুধ ,আর ফ্রুট দেওয়া হয় বিদায় এর পুষ্টি গুনাগুন অনেক রয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

434051130_1439418316662896_1484321025502020655_n.jpg

প্রয়োজনীয় উপকরণ

433343797_7588137737904603_219077794145712551_n.jpg



উপকরন
পরিমান
দুধ ১.৫ লিটার
চিনি প্রয়োজনমত
লবন সামান্য
পাউডার দুধ ৫ টেবিল চামচ
আপেল ১ টি
কলা ২ টি টি
ডালিম ১টি
কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী
১ম ধাপ

433462081_1642879123193932_5413981616566674387_n.jpg

দুধ জ্বাল দিয়ে নিব।


২য় ধাপ

433714333_746588834206216_2443146987946444395_n.jpg

তারপর পাউডার দুধ দিয়ে দিব।


৩য় ধাপ

433815121_961183845364401_8351115818543606664_n.jpg

তারপর চিনি দিয়ে দিব।


৪র্থ ধাপ

434051135_795273498670994_896444177587482360_n.jpg

একটু ফ্রুট কালার দিয়ে অল্প কিছু নুডুলস সিদ্ধ করে নিব।


৫ম ধাপ

433767988_363638270052939_611787095837824475_n.jpg

সাবুদানা গুলো সিদ্ধ করে নিব।


৬ষ্ঠ ধাপ

433536382_1926155821174519_9012284202347523784_n.jpg

দুধ একটু ঘন হয়ে আসলে কাস্টার্ড পাওয়ার গুলিয়ে মিশিয়ে নিব।


৭ম ধাপ

433551046_1127081658476463_8141803944562823720_n.jpg

জেলি ঢেলে নিব।


৮ম ধাপ

433647630_919520056631026_4696566401876996372_n.jpg

ফলগুলো কেটে নিচ্ছি।


৯ম ধাপ

434051130_1439418316662896_1484321025502020655_n.jpg

তারপর নুডুলস সাবু দানা ফলগুলো মিশিয়ে ইচ্ছে মত পরিবেশন করুন।

433551039_732336955716663_4891250705913586693_n.jpg

তারপর সবগুলো রেসিপি একসাথে সাজিয়ে ম নিয়েছি।যাইহোক আজকেএই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

ডিভাইস Galaxy A13
লোকেশন ঢাকা
ফটোগ্রাফি স্বাদের ইফতারির

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 last year 

আরেহ বাহ!সারাদিন রোজা রাখার পর এমন ইফতার দেখলে তো পেট ভরবেই সাথে মন ও ভরে যাবে। চিকেন ঝাল চকলেট এর রেসিপি আমার বেশ ইউনিক লাগল।এটা আগে কখনো ট্রাই করা হয়নি। বাকি আইটেম গুলোও সুন্দর ছিল।।ধন্যবাদ সুস্বাদু ও মজাদার ইফতার এর রেসিপি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সারাদিন রোজা রেখে এমন ইফতারি তৈরি করা বেশ কষ্টকর।ধন্যবাদ

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। চকলেটের রেসিপিটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। চকলেট গুলো দেখতেও বেশ ভালো লাগছে। খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছে। চিকেন হালিম আমারও খুবই পছন্দ। ‌ গতকাল ইফতারের সময়ও খেয়েছিলাম। আপনার প্রতিটা রেসিপি দেখে ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আসলে চকলেটের রেসিপিটা এই প্রথম আমি বানিয়েছি। ধন্যবাদ

 last year 

এমন লোভনীয় খাবারগুলো খেতে যেন আসলেই অনেক বেশি ভালো লাগে। ইফতারি সময় যেন হরেক রকমের লোভনীয় খাবারের সমারোহ। খুবই ভালো লাগলো আপনার ইফতারির এই রেসিপিগুলো দেখে।

 last year 

শেষ পর্যন্ত আপনিও প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলেন। তাও আবার ঝমকালো কিছু রেসিপি নিয়ে। আচ্ছা বলেন তো আপু রোজার দিনে এমন ইফতার দেখতে কি ভালো লাগে। তাও আবার অসময়ে? হি হি হি। বেশ দারুন ডেকোরেশও করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 last year 

সেটাই তো এত মজার মজার ইফতারি দেখলে ভালো লাগে, হা হা।ধন্যবাদ

 last year 

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। তিনটি ভিন্ন স্বাদের ইফতারি আয়োজন। আসলে প্রথমে কন্টেস দেখে আপনি কি ইউনিক রেসিপি তৈরি করবেন সেটা নিয়েই পরিকল্পনায় পড়ে গিয়েছিলেন। যাইহোক আপনি মজার মজার তিনটি মজাদার ইফতার রেসিপি তৈরি করেছেন দেখে খুবি ভালো লেগেছে আমার।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ আমার স্বাদের ইফতারি রেসিপি দেখার জন্য।

 last year 

আপনার বানানো এই ইউনিক ইফতার রেসিপি দেখে তোমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার তৈরি রেসিপি দেখেই বোঝা যাচ্ছে সবগুলোই অনেক মজাদার ছিল। এই প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার মজাদার স্বাদের ইফতার দেখে তো আমার লোভ লেগেছে। এগুলো কিন্তু ইফতারের সময় খুব মজা করে খাওয়া যাবে। মাঝেমধ্যে ভিন্ন কিছু দিয়ে ইফতার করার মজাটাই আলাদা। আপনার তৈরি প্রত্যেকটা রেসিপি অনেক সুস্বাদু এবং লোভনীয় লাগতেছে।

 last year 

যদিও রমজানে বানাতে বেশ কষ্ট, তবে খেতে বেশ ভালোই। ধন্যবাদ আপু আপনাকে

 last year 

চিকেন ঝাল চকলেট এটা একটু বেশি ইউনিক ছিল। এইরকম ইউনিক ইফতার আইটেম কখনো দেখিনি। দারুণ তৈরি করেছেন আপু। এটার স্বাদ কেমন হবে সেটাই ভাবছি। চিকেন হালিম টাও সুন্দর ছিল। দারুণ তৈরি করেছেন আইটেম তিনটা আপু। বেশ লোভনীয় ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 last year 

সত্যি কথা বলতে আমিও এমন ইউনিক রেসিপি দেখেনি, মাথা এলো তাই বানিয়ে নিলাম। ধন্যবাদ

 last year 

অসাধারণ তিনটি ইফতারের রেসিপি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। ফ্রুট কাস্টার্ড, চিকেন ঝাল চকলেট এবং হালিমের রেসিপি সবগুলো রেসিপি অনেক বেশি লোভনীয় ছিল। খাবারগুলো এত লোভনীয় আর সুস্বাদু লাগছে দেখে খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতা অংশগ্রহণ করে মজাদার কিছু খাবার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হালিম আর ফ্রুটস কাস্টার্ড আমার অনেক রেসিপি,তবপ চকলেট এই রেসিপি টাও খেতে বেশ ভালোই। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.031
BTC 84829.52
ETH 1907.89
USDT 1.00
SBD 0.74