পরিবর্তন।

in আমার বাংলা ব্লগlast year (edited)

আমি @rahimakhatun
from Bangladesh

আজ রোজ শুক্রবার

১ লা সেপ্টেম্বর ২০২৩ ।


এখন ষড়ঋতুর শরৎ কাল।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

clock-2696234_1280.jpg

source

বেশ কয়েকদিনের গরমে বেশ অস্থির অবস্থা। আমি গরম সহ্য করতে পারতাম কিন্তু ইদানিং দেখছি গরম একেবারেই সহ্য হচ্ছে না।প্রতিনিয়ত শরীর বেশ খারাপ লাগছে। তার উপর ব্লাড প্রেসার টাও আপ ডাউন হচ্ছে যার জন্য একেবারে কাহিল অবস্থা।
আসলে সময়ে সময়ে মানুষের কত কিছু পরিবর্তন হয়।আগে রোদে গরমে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতাম শরীর একেবারে খারাপ লাগতো না ইদানিং সারাদিন ঘরে থেকেও বেশ খারাপ লাগে গরমে।আগে শীত কাল টা আমার বেশ বিরক্ত লাগতো, আর এখন মনে হচ্ছে শীতকাল গরম কালের তুলনায় অনেক অনেক ভালো।
পরিবর্তন টা সময়ের এবং হয়ত বয়সের। আসলেই একটা সময় মানুষের অনেক কিছু পরিবর্তন হয়ে যায় এই যেমন অভ্যাস,রুচি,চাহিদা গুলো।ছোটবেলায় কেমন জেন সবকিছু রুটিনের মত ছিলো, সকাল সকাল গনিত টিচারের কাছে প্রাইভেট তারপর স্কুল তারপর বাসা।

বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে টেয়ে আবার ইংরেজি টিচারের কাছে তখন হেটে হেটে গল্প করতে করতে ফ্রেন্ডরা মিলে যেতাম আর এখন একটু হাঁটলেই অনেক ক্লান্ত লাগে।আগে মনে হতো তাড়াতাড়ি বড় হয়ে যেতাম তাহলে মা বাবার কথা শুনা লাগতো না আর এখন মনে হচ্ছে ছোটবেলার সময় গুলো মনে হয় অনেক ভালো ছিলো।



আগে ঘন্টার পর ঘন্টা না খেয়ে থাকতে পারতাম আর এখন একেবারেই পারি না।ছোটবেলায় বাবা স্কুল কলেজে যাওয়ার সময় পাঁচ টাকা দশটাকা দিতো তাতেই অনেক খুশি লাগতো আর এখন ১০০ টাকা কিংবা পাঁচশত টাকা পেলেও আগের মত আনন্দ লাগে না।

আগে মা পিঠা বানানোর কথা শুনলেই দিন ক্ষন সময় গুনতাম কবে পিঠা বানাবে আর আমি খাবো,পারলে টিফিনের জন্য নিয়ে ফ্রেন্ডেদের সাথে শেয়ার করে খাব আর এখন এমন হয় না।এই যেমন মা কয়েকদিন পর তালের পিঠা বানানোর জন্য তাল প্রসেসিং করছে অথচ আমার আগের মত ফিলিংস নেই।

এখন মনে হয় তালের পিঠা একটা পিঠা হলো এত কষ্ট করে পিঠা খাওয়ার কি দরকার।অথচ আগে এই দিনে তালের পিঠা বানানোর ধুম পরে যেতো সারাক্ষন পিঠা খেয়ে থাকতাম ভাত না খেয়ে।আগে কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলেই অনেক ভালো লাগতো অথচ এখন এত কষ্ট করে বেড়াতে যাওয়ার কি দরকার ফোনে খোঁজ খবর নিলেই হয়।



মায়ের হাতে কত মাইর খেয়েছি দিনে ঘুমানোর জন্য অথচ এখন ঘুমের জন্য কিছুই দেখি না।আগে সন্ধ্যা হলে বিভিন্ন সিরিজ দেখা হতো বিটিভিতে সাদাকালো আর এখন রঙিন হয়েও কয়জনই বা টিভি দেখে।আগের সিরিয়াল গুলো বেশ সুন্দর ছিলো এই যেমন আলিফ লাইলা,মিনা কাটুন,ঠাকুর মার ঝুলি আরো কত কি।

প্রতি শুক্রবার করে বাংলা সিনেমা এমন কি আগে বিজ্ঞাপন গুলোও বেশ ভালো লাগতো।আর এখন বিটিভি তো বছর একবারও দেখা হয় না।আসলেই মানুষ গুলো বেঁচে থাকলে বদলায় কারনে অকারণে বদলায়।

আজ এই অব্দি আবার এসব অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

হ্যাঁ আগে কতই না ভাবতাম বড় হয়ে গেলে কতই না ভালো হতো, কিন্তু দেখুন সময়ের তারতম্যে আজ কিন্তু আমরা সবাই সে আগের দিনটাই বেছে নিতে চাই। সেই চঞ্চলতম মন সেই দুরন্ত উড়ে বেড়ানো শৈশব সবই এখন অতীত।

 last year 

একটা সময় সব মানুষই মনে হয় ছোটবেলা ফিরে পেতে চায়।ধন্যবাদ আপনাকে

 last year 

বয়স আর সময় দুটোই আমাদেরকে পরিবর্তন হতে বাধ্য করেছে। আগে যেমন ছয় ঋতুর বাংলাদেশ বুঝা যেত, এখন বুঝা যায় তিন ঋতুর বাংলাদেশ! আপনারমতো আমারো তালের পিঠা প্রিয় ছিল। পিঠা পেলে আর ভাত খাওয়া হতো না। এখন তো পিঠা খেলেও ভাত খাওয়া লাগে। সময়ই বুঝি মানুষকে পরিবর্তন। হতে বাধ্য করে। অনেকটা শৈশবের ফিল পেলাম আপনার পোস্টটা পড়ে 🌼🦋

 last year 

আমার তো মনে হয় দুই ঋতু হয়ে গিয়েছে, কয়েকদিন পর হয়ে যাবে এক ঋতু😄।খালি গরম কাল থাকবে আর কোন কিছুই থাকবে না।হা হা

 last year 

হুম আপু আগে কি সুন্দর দিন কাটাইতাম। আর দিন যতই যাচেছ এখন আর আগের মত নাই। এখন যেন শরীরে চলার শক্তিই পাই না। পাই না কোন আনন্দ। দিনের পর দিন বেশ পরিবর্তন হচেছ নিজের এবং চারদিকের পরিবেশের । বেশ ভালোই লেখেছেন আপু। হারিয়ে গিয়েছিলাম কিছু সময়ের জন্য।

 last year 

আর বলিয়েন না আপু কেমন জানি মনে হয় অসুস্থ হয়ে যাচ্ছি। একটু থেকে একটু হলেই নানা সমস্যা বাসা বাধে।ধন্যবাদ আপনাকে

 last year 

আসলে ভাইয়া সময় কখনোই থেমে থাকে না। সময় তার গতিতে চলতেই থাকে । আর এই সময়ের সাথে সাথেই হয়ে যাচ্ছে অনেক কিছুর পরিবর্তন। হ্যাঁ ভাইয়া ছোটকালে স্কুলে গেলে বাবা দশ টাকা করে দিত তাতে অনেক খুশি লাগতো। কিন্তু এখন ১০০ টাকা ৫০০ টাকা দিলেও সেই রকম খুশি লাগে না।কারণ এটা সময়ের পরিবর্তন। তবে আপনার পোস্টটি শৈশবের দিনগুলোর কথা মনে করিয়ে দিল। ধন্যবাদ ভাইয়া।

 last year 

ভাই আমি ভাই না আমি আপু😂😂।আসলেই এটা ঠিক আগে ২ টাকা পেলেও যেমন খুশি লাগতো আর এখন ২০০০ পেলেও আগের মত লাগে না।ধন্যবাদ

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে প্রতিটা মানুষের বয়সের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন ঘটে। সত্যি আগে কাটানো দিনগুলোর কথা মনে পড়লে বেশ ভালো লাগে। ঠিক বলেছেন আপু আপনি এর আগে প্রত্যেক বাড়িতে তালের পিঠা বানানোর ধুম পড়ে যেত। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আগের দিন গুলো অনেক ভালো ছিলো, আর যতই দিন যাচ্ছে ততই কেমন জানি ভালো লাগে না।ইশ আগের দিনগুলো যদি ফিরে পেতাম তাহলে বেশ ভালো হতো।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58430.93
ETH 2504.31
USDT 1.00
SBD 2.39