বইয়ের কাভার পেইজের ম্যান্ডেলা আর্ট [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমি @rahimakhatun
from Bangladesh

২৫ শে বৈশাখ , ১৪২৯ বঙ্গাব্দ

৮ ই মে ,২০২২ খ্রিষ্টাব্দ ।

রোজ রবিবার ।


এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

প্রস্তুত প্রণালীর ছবি

279223200_5560321644018141_5606150541224749806_n.jpg

art by @rahimakhatun

Device- samsung SM-A217F


প্রস্তুত প্রণালীর ছবি দেওয়া হলো।

আজ মনটা বেশ খারাপ। কেন জানি কিছুই ভালো লাগছে না। সারাদিন পোস্ট করবো করবো বলে ,এখন বসলাম পোস্ট করার জন্য। আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আমি বইয়ের কাভার পেইজ এর ম্যান্ডলা নিয়ে হাজির হয়েছি।কেনো জানি সবার দেখাদেখি আর্ট করতে মনে চাইলো।কিছু কিছু বইয়ের কভার পেইজ দেখতে খুব ভালো লাগে। যদিও আমি এই ব্যাপারে একেবারে নতুন। তারপর ও সবার দেখাদেখি আমি ও চেষ্টা করেছি।আমি আজকে নতুন করে আঁকার চেষ্টা করেছি। আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন দেখে নেওয়া যাক।

আঁকাআকির ছবি

279366125_1379068115943357_8896532396433002206_n.jpg

আমি আজকে পুরো ম্যান্ডলাটি এঁকেছি শুধু মাত্র পেন্সিল দিয়ে। কোনো রং করা হয় নি। আমার আসলে মাঝে মাঝে পেন্সিলে আঁকা দেখতে ভালো লাগে। আমার পেন্সিলের কলার টা খুবই পছন্দের। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে ,তবে আশা করছি ভালো লাগবে। আমার হঠাৎ কেন জানি আঁকাআঁকি করতে ইচ্ছা হলো তাই ,দেরি না করে বসে পড়লাম পেন্সিল আর খাতা নিয়ে। কথা না বারিয়ে দেখা যাক।

প্রয়োজনীয় উপকরণ

279805615_1165130434243513_5542912102222003027_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো

🔶১. খাতা

🔶২. 3B ও 4B পেন্সিল
উপকরণগুলা লিখে দেওয়া হলো।
প্রস্তুত প্রণালী

♻♻♻ ১ম ধাপ ♻♻♻

279043419_1429711310791550_2546483253710501379_n.jpg

স্কেল দিয়ে চারদিকে মার্জিন করে নিয়েছে।


♻♻♻২য় ধাপ ♻♻♻

279925391_1134573234124162_6824208689871398009_n.jpg
লতার মতো করে এঁকে নিবো।


♻♻♻৩ য় ধাপ ♻♻♻

278938793_371374938383162_5620520332682689595_n.jpg
পুরোটা এঁকে নিবো।


♻♻♻৪র্থ ধাপ ♻♻♻

279849478_311526487818900_2077011218018568599_n.jpg

পুরোটা এঁকে নিয়েছি।


♻♻♻৫ম ধাপ ♻♻♻

279238815_688843705564068_8692415645809903807_n.jpg

পাঁপড়ি এঁকে নিয়েছি।


♻♻♻৬ষ্ঠ ধাপ ♻♻♻

279687597_540433561011188_8570790448473645284_n.jpg
আস্তে আস্তে এঁকেনিবো।

৭ম ধাপ

279470143_734393534640086_7978989052234133060_n.jpg
পুরোটা এঁকে নিয়েছি।

৮ম ধাপ

279718535_1723455228001302_6261220085141328811_n.jpg
দুই পাশে এঁকে নিয়েছি।

৯ম ধাপ

279105082_5409575659086666_890622800007259586_n.jpg

পেন্সিল কম্পাস দিয়ে অর্ধবৃত্ত এঁকে নিবো।

১০ম ধাপ

279341801_1158682364944219_3562100002302021456_n.jpg

279364174_526261609212823_3240800123668224011_n.jpg

279916517_515060457022792_712730609125566077_n.jpg

শেষ হয়ে গেলো আমার ম্যান্ডেলা। জানি না কেমন হলো ,খারাপ হলে ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy mandala art

279283932_511284910488668_2624903506909896782_n.jpg

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

আপনার সৃজনশীল চিন্তাভাবনা এবং আপনার হাতের দক্ষতা দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি ।আপনি এত সুন্দর করে একটি বইয়ের কভারের ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এটি সত্যিই অনেক প্রশংসনীয় একটা বিষয়। আপনি একদম প্রফেশনাল এবং নিখুত ভাবে কাজটি সম্পন্ন করেছেন।

 2 years ago 

প্রথমে আমি বলি আমি একে বারে প্রোফেশনাল না।আমি কাজটা মোটামুটি সময় নিয়ে করেছি।মাঝে মাঝে কিছু করার চেষ্টা। ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা নিবেন।

 2 years ago 

বইয়ের কভার এ খুব সুন্দর করে আপনি ম্যান্ডেলা অঙ্কন করেছেন। আসলে এই ধারণাটি খুবই নিত্যনতুন, কেননা অনেকেই খাতায় বা কোন আর্ট পেপারে ম্যান্ডেলা করে। তবে আপনি বইয়ের কভারে করে ফেলেছেন ম্যান্ডেলা। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ম্যান্ডেলা উপহার দেওয়ার জন্য

 2 years ago 

আসলে হঠাৎ আমার মনে হলো আগে কেন অ্যাসাইনমেন্ট করার জন্য কাভার পেইজ লাগতো।ঐ ভাবনা থেকে করে ফেললাম।এই আর কি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এইজন্যই জিনিসটি ইউনিক হয়েছে, ধন্যবাদ আপনাকে আশা করি এরকম আরো নতুন নতুন চিন্তা ভাবনা করে আমাদের ইউনিক কাজ উপহার দেবেন।

 2 years ago 

অব্যশই আমি চেষ্টা করে যাব।

 2 years ago 

আপু আপনার মান্ডালা আর্টটি অনেক সুন্দর হয়েছে। তবে বইয়ের কাভার এর জন্য মান্ডালা আর্ট করা কাউকে দেখিনি। আপনাকেই দেখলাম প্রথম । বেশ সময় নিয়ে কাজটি করেছেন বোঝা যাচ্ছে । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আসলে আগে যখন অ্যাসাইনমেন্ট জমা দিতাম,তখন উপরের কাভার পেইজের জন্য এইরকম নকশা করা হতো যদিও কম্পিউটারে পিন্ট করা হতো।হঠাৎ মনে হলো। তাই মনের মত করে ডিজাইন করে ফেললাম। ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা নিবেন।

 2 years ago 

আপু আপনার মন খারাপের কারণ হয়তো জানা নেই আমার। তবে আমার মনে হচ্ছে আপনি যেহেতু এত সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন তাই নিশ্চয়ই আপনার মন ভালো হয়ে গেছে। বইয়ের কাভার পেইজের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর ভাবে এই ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেইসাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মন খারাপের যে কতশত কারন থাকে, 😊😊।যাই হোক আপনার কমেন্টা বেশ ভালো লাগলো। আমার করা নকশা বইয়ের কাভার পেইজ আপনার ভালে লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ শুভ কামনা রইল

 2 years ago 

বইয়ের কাভার পেইজের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হ্যা,আপু আমি সময় নিয়ে এঁকেছিলাম। বইয়ের কাভার পেইজের নকশা যত সুন্দর থাকবে তত বেশি ভালো লাগে বইটাকে। 😊।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

কেন মন খারাপ আপু? নিশ্চয়ই কিছু হয়েছে। আমাদের সাথে শেয়ার করলে ভালো লাগবে।
খুবই সুন্দর হয়েছে আপনার মান্ডালা আর্ট টি। দারুন লাগছে এই আর্ট টি। এভাবে কাভার পেইজ কখনো তৈরি করিনি। আপনার করা ডিজাইন গুলো বেশ সুন্দর হয়েছে আপু।

শুভকামনা রইলো।

 2 years ago 

আপু কিছু কিছু জিনিস শেয়ার করলে ভালো লাগে,কিন্তু শেয়ার করা যায় না।তবে এতটুকু বলতে পারি মেয়ে মানুষ হয়ে বেঁচে থাকা খুব কষ্টকর।ধন্যবাদ আপু

 2 years ago 

আপু আপনার আজকের ম্যান্ডেলার আর্টটি খুবই সুন্দর হয়েছে। আপনার ম্যান্ডেলার আর্ট কিছুটা ইউনিক হয়েছে। কারণ বইয়ের কভার পেজ এর উপর এভাবে ম্যান্ডেলার আর্ট করতে কাউকে দেখিনি। খুব নিখুঁতভাবে আপনি আর্টটি করেছেন। যার কারণে চমৎকার লাগছে।

 2 years ago 

ধন্যবাদ আপু, ইউনিক হয়েছে জেনে বেশ ভালো লাগলো।আসলে এঁকে বসে যেভাবে মন চেয়েছে ঠিক ঐভাবে এঁকেছি।মাধুরি মিশিয়ে।আপনাদের কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ।

 2 years ago 

বইয়ের কভার পেজের ম্যান্ডেলা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আপু। এর আগে কখনো বইয়ের কভার পেজের ম্যান্ডেলার আর্ট করেনি কেউ। আজ আপনার পোস্টের মাধ্যমে দেখে নিলাম আপু। ধন্যবাদ আপু পুরো ম্যান্ডেলা নিখুঁত ভাবে সম্পন্ন করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

এর আগে আমিই একবার করে ছিলাম অন্যরকমভাবে,😊😊।যাই হোক ভালো লাগলো আপনাদের মতামতগুলো।ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপু আপনার এই ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর হয়েছে যে, যা বলার মতো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে,আপনি মুগ্ধ হয়েছেন জেনে আমার খুব ভালো লেগেছে।আসলে সবার দেখাদেখি আর্ট করতে আমার ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছোটবেলায় দেখতাম আমার আপু তার বইয়ের কভার পেজে এইভাবে ম্যান্ডেলা অঙ্কন করতো। বইয়ের কভার পেজে এরকম ম্যান্ডেলা অংকন করলে দেখতে বেশ ভালই লাগে, বইয়ের সৌন্দর্যটাই চেঞ্জ হয়ে যায়।

বইয়ের কভার পেজে আপনার অঙ্কন করা ম্যান্ডেলা টি দেখতে বেশ দারুন লাগছে আপু। পেন্সিল দিয়ে আর্ট করার কারণে ম্যান্ডেলা অংকনটি আমার কাছে একটু বেশিই ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ম্যান্ডেলা অংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আসলেই বইয়ের উপরে যত নকশা থাকে,এবং যত বেশি কালারিং থাকে ততই বেশি ভালো লাগে বই দেখতে এবং পড়তে।আমার মনে আসে সুন্দর সুন্দর কাভার লাগতাম।ভালো ছিলো।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67666.95
ETH 3775.61
USDT 1.00
SBD 3.55