পুরোনকে ফেলে নতুন কে ঘরে আনা।[10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো ,,
আমি @rahimakhatun


জ রোজ বুধবার

২৫ই- মে ২০২২ খৃস্টাব্দ

১১ই জৈষ্ঠ্য, ১৪২৯বঙ্গাব্দ

[source]
রাস্তা সংস্কারের জন্য কাজ চলছে। তাই বেহাল দশা
প্রতিদিনের মত আজকেও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।দিনকাল নিশ্চয়ই অনেক ভালো যাচ্ছে, আবহাওয়া বেশ ভালো যাচ্ছে। এই রকম দিনে তারেই বলা যায়।যাক ঐদিকে আর না যাই পরে পিঠের মাইর একটাও মাটিতে পরবে না।যাই হোক
আজকে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হয়েছি।বেশ কিছু দিন যাবত একটু খারাপ সময় যাচ্ছে, তার মধ্যে ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে। কথায় আছে বিপদ যখন আসে,সব দিক থেকে একসাথে আসে।যাই হোক যেহেতু অনেক পুরোনো ব্লেন্ডার তাই ঠিক করার কোন উপায় নাই।
চিন্তা করলাম নতুন একটা ব্লেডার কিনবো।কাছাকাছি শোরুম থেকে কিনব।যদি কোন সম্যাসা হয় তাহলে সহজেই সমাধান করা যাবে। যেই ভাবা সেই কাজ রেডি হয়ে বের হলাম বড় আপুর সাথে। তবে বাহিরের আবহাওয়া বেশ সুন্দর ছিলো। তারপর বাসার কাছের মার্কেটে গেলাম।পরিচিত দোকনদার। দোকানে যেয়ে আমার কিছু ওয়ালমেট ভালো লেগেছে।যদিও অনেক উপরে ছিলো।তাই নিচ থেকেই কিছু ছবি তোললাম।
এই একটা ওয়ালমেট, পুরোটা সুতার কাজের। যদিও আমি দাম জিজ্ঞেস করিনি।
গাছের ও পাখির একটি দৃশ্য।এটা আর্ট করা।
তারপর বেশ কিছু ব্লেন্ডার দেখালো দোকানদার 550 wt, 650 wt ও 850 wt এর দেখানোর পর আমরা 850 wt এর টা কিনলাম। পুরো ব্লেন্ডার এর সেট টা।দাম নিয়েছে ৪০০০ টাকা।
এটা মূল মেশিন টা।।কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে।৪৫০ ওয়াটের।
এখানে দুইটা জগ আছে।একটা বড় ও একটা ছোট।বড় দিয়ে জুস বানানো হয়।আর ছোট টা দিয়ে আদা রসুন পেস্ট করা হয়।
.
একে বারে ছোট ব্লেন্ডার জগ।মসলা গুড়া করা হয়।
তারপর ভালো লাগলো। কিনে আনলাম।দোকন থেকে কেবল রাস্তা ক্রস করে এ পারে আসলাম তারপর দেখি আকাশ বেশ কালো হয়ে গিয়েছে।সময় মত বাসায় না আসলে পুরো বৃষ্টিতে ভিজতে হবে,রাস্তায়।তাড়াতাড়ি রিক্সা ঠিক করে বাসায় পৌছালাম।তারপর চেক করার জন্য, বাসায় মাসকলাই এর ডাল ব্লেন্ডারে গুড়া করলাম।দেখলাম বেশ ভালোই হয়েছে।
আজ এই অব্দি শেষ করলাম।আবার আসবো অন্যকোন দিন অন্য কোন ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন,সুস্থ থাকবেন।এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।

সবাইকে ধন্যবাদ


devicesamsung SM-A217F
LocationDhaka
photograpy story
Sort:  
 2 years ago 

আমার দেখা দারুন একটা পোস্ট শেয়ার করেছেন আপু। এরকম ভিন্ন ধরনের পোস্ট দেখতে সত্যিই অনেক ভালো লাগে। আমার কাছে ছোট ব্লেন্ডার জগ খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হ্যা আপু একটু ভিন্ন রকম পোস্ট করেছি।আমার কাছেও ছোট জগটা বেশ ভালো লেগেছে। আপনাকেও অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপু আপনার মত আমারও বেহাল অবস্থা। আমার ব্লেন্ডারের ছোট জগটির কাটা ভেঙ্গে যাওয়ায় বউয়ের ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। যদিও বড় দুটি ভালো আছে যার কারণে জুস তৈরির কোনো অসুবিধে নেই কিন্তু ছোটটি নষ্ট হওয়াতে মশলা গুঁড়ো করতে পারছে না। আর তাই আমিও খুবই চিন্তায় আছি। আপুর সাথে বাজারে গিয়ে খুবই সুন্দর একটি ব্লেন্ডার কিনেছেন দেখে খুবই ভালো লাগলো। ব্লেন্ড কেনার অভিজ্ঞতাটুকু আপনাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

তাহলে কাটা লাগানো যায়।আলাদা করে কিনতে পাওয়া যায়।তাহলেই সম্যাসা সমাধান। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি তো অনেক সুন্দর করে গুছিয়ে একটা গল্প শুনিয়ে দিলেন। আর হ্যাঁ সত্যি বলেছেন বিপদ যখন আসে তখন চতুর্দিক থেকে আসে। রাস্তার বেহাল দশা মনে হয় চলাফেরা খুব কষ্ট হচ্ছে। কয়টা দিন কষ্ট করুন সংস্কারের কাজ শেষ হয়ে গেলে অবশ্যই আরামে চলাফেরা করতে পারবেন। আর নতুন বেলেন্ডার টি আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং কি অনেক ভালমানের দেখেই বুঝা যাচ্ছে। আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

হুম ভাইয়া ঠিক বলেছেন,কথায় আছে বিপদ আসলে সব দিকেই আসে।একটু ঝামেলায় আছি।যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

আপনি তো অনেক সুন্দর করে গুছিয়ে একটা গল্প শুনিয়ে দিলেন। আর হ্যাঁ সত্যি বলেছেন বিপদ যখন আসে তখন চতুর্দিক থেকে আসে। রাস্তার বেহাল দশা মনে হয় চলাফেরা খুব কষ্ট হচ্ছে। কয়টা দিন কষ্ট করুন সংস্কারের কাজ শেষ হয়ে গেলে অবশ্যই আরামে চলাফেরা করতে পারবেন। আর নতুন বেলেন্ডার টি আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং কি অনেক ভালমানের দেখেই বুঝা যাচ্ছে। আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

দুইবার লিখে ফেলেছেন।ভাইয়া খুশির ঠেলায়।😉😉

 2 years ago 

আমিতো ভেবেছিলাম কী না কি। পরে দেখলাম ব্লেন্ডার। আমি প্রায় ছয় বছর আগে একটা ব্লেন্ডার কিনেছিলাম মিয়াকো ব্রান্ডের। দাম নিয়েছিল 3000। এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালই সার্ভিস দিচ্ছে। দুই বোন গিয়ে ভালোই ব্লেন্ডার কিনে নিয়ে আসলেন। দোয়া রইল ব্লেন্ডার টি যেন বহু বছর টিকে থাকে।

 2 years ago 

আসলে ইলেকট্রনিক জিনিস হচ্ছে ভাগ্যের ব্যাপার।অনেক সময় অনেক বছর ভালো থাকে,আবার অনেক সময় বেশি দিন যায় না।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নুতন কিছু কিনতে আসলে ভালই লাগে। এর অনুভূতি হয় অন্যরকম আর বর্তমানে কিন্তু বেলেন্ডার সবসময় আমাদের প্রয়োজন হয়। আপনি এটা ভালো একটি কাজ করেছেন আপু নতুন জিনিস এনেছেন। আর ওয়ালমেট দেখিয়েছেন সেটা কিন্তু খুবই সুন্দর।

 2 years ago 

হুম ওয়ালমেট গুলো ও আমার কাছে ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

কিছুদিন আগে আমরাও বাসায় একটি নতুন ব্লেন্ডার কিনেছি। সেটি সম্ভবত ৭৫০ ওয়াটের। তবে আমি ব্লেন্ডার কেনার সময় একটা বিষয়ে খেয়াল রেখেছি সেটা হচ্ছে এটা বিক্রয়োত্তর সেবা। কারণ ব্লেন্ডার কেনার পর যদি নষ্ট হয়ে যায় তখন ওয়ারেন্টি না থাকলে বিপদে পড়বো। এইজন্য আমি ভিশনের ব্লেন্ডার কিনেছি যাতে পরে বিক্রয়োত্তর সেবা পাওয়া যায়। আপনি যে ব্লেন্ডার কিনেছেন এই কোম্পানির নাম আগে কখনো শুনিনি। তবে দেখতে সুন্দর হয়েছে ব্লেন্ডারটি। এখন কাজ ভালো হলেই হয়। ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া নতুন,আমি ও আগে দেখেনি কোম্পানির নাম।আসলে দোকনদার পরিচিত,তাছাড়া সম্যাসা হলে উনি তো সমাধান করে দিবে।আসলে ভাইয়া বিক্রয়োওর সেবাটা আমাদের জন্য অনেক জরুরি। ধন্যবাদ

 2 years ago 

চালাক আছেন দেখছি😁।আগে থেকেই হিসাব নিকষ কষে রেখেছেন কথা থেকে কিনবেন😆।
আর ব্লেন্ডার টি দেখছি মানসম্মত।আসলে পছন্দ আছে আপনার মানতে হয়।

 2 years ago 

চালাক না হলে কি চলে বলেন?।হা হা। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

মাঝেমধ্যেই আমাদের নিত্যব্যবহার্য জিনিসপত্র নষ্ট হয়ে যায়। সেগুলো অনেক সময় মেরামত করা যায় আবার অনেক সময় আমরা বাজার থেকে নতুন একটা কিনে আনি ।অনেক সুন্দর ভাবে আপনার ব্লেন্ডার কেনার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হুম নিত্য প্রয়োজনীয় জিনিস নষ্ট হলে কি যে ঝামেলায় পরতে হয়।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা নিবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32