রঙিন গ্লিটার পেপার দিয়ে ক্রিসমাস ট্রি সাজানোর ডাই ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh
১৭ ই পৌষ ১৪২৯ বঙ্গাব্দ ।

১ লা জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ ।


আমার বাংলা ব্লগের বাংলাভাষী সদস্যগন সকল কেমন আছেন ?আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট।


প্রস্তুত প্রণালীর কিছু ছবি

322594734_734008101389310_2607943065664583013_n.jpg

made by-@rahimakhatun

Device- Galaxy A13

কাল নতুন বছরের আগমনের জন্য কাল আতশ ভাজির আওয়াজে তেমন ঘুম হয় নি। একটু পর পর হঠাৎ হঠাৎ এত আওয়াজে বেশ ভয় লেগেছে ,আর চারদিকে চারদিকে মিউজিক আওয়াজে ঘুমের বারোটা বেজেছে। আসতে আসতে বাবার বাসার মানুষ কমে যাচ্ছে ,যে যার গন্তব্যে রওয়ানা হচ্ছে। এত দিন সবার সাথে থেকে এখন একা একা খারাপ লাগছে। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি।

ক্রিসমাস ডাইয়ের ছবি

322663053_641019041135558_8444748774211170112_n.jpg

এই ক্রিসমাসের আর ডাই এর প্রজেক্ট বেশ কিছুদিন আগে বানিয়েছিলাম। পোস্ট করবো করবো করে দেওয়া হয়নি। আজকে পোস্ট দেয়ার কিছু পাচ্ছিলাম না ,কিছু বানাতে ও পারেনি ,ছেলেকে নিয়ে নিয়ে একটু ব্যস্ত আছি।যাই হোক গ্লিটার পেপার দিয়ে বিভিন্ন জিনিস বানাতে বেশ ভালো লাগে আমার। হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

প্রয়োজনীয় উপকরণ

322145056_1179526726017255_8164241590775975773_n.jpg

  • 🔶স্কেল
    • 🔶কাঁচি
      • 🔶পেন্সিল/কলম
        • 🔶গ্লুগান
          • 🔶গ্লিটার ও রঙিন পেপার
            • 🔶পুঁতি
            • প্রস্তুত প্রণালী

              ১ম ধাপ

              323310361_733702974754307_1912582408944287694_n.jpg

              প্রথমে একটি রঙিন গ্লিটার পেপার (৫*৫)সেন্টিমিটার সাইজ নিয়ে কেটে নিব।

              ২য় ধাপ

              322917913_712602000434809_3515201149656561824_n.jpg

              তারপর আঠা দিয়ে পেঁচিয়ে লাগিয়ে নিব।

              ৩য় ধাপ

              321922000_485613527057742_4789312013623150926_n.jpg

              তারপর গোল করে কেটে নিব।

              ৪র্থ ধাপ

              322778449_1179404306022367_1302673844364573568_n.jpg

              লম্বা চিকন করে কেটে নিব।

              ৫ম ধাপ

              322775420_6011687588875908_3752187248250918422_n.jpg

              প্রায় ৯ টা কেটে নিয়েছি।

              ৬ষ্ঠ ধাপ


              321293201_5926269927409645_7394161850750618627_n.jpg

              একই ভাবে আকাশি কালার ও কেটে নিব।

              ৭ম ধাপ

              322399070_878426073301385_9096083496867293377_n.jpg

              কোনাকুনি করে কেটে নিয়েছি।

              ৮ম ধাপ

              321962929_3430290660517728_3318836313279774932_n.jpg

              আঠা দিয়ে একটা একটা করে লাগিয়ে নিচ্ছি।

              ৯ম ধাপ

              322153085_725632548717417_4511484628917844650_n.jpg

              ফুলের মত করে লাগিয়ে নিচ্ছি।

              ১০ম ধাপ

              321305771_476970954589503_7480979873963182726_n.jpg

              অপর দিকে আকাশি কালার গুলো লাগিয়ে নিব।

              ১১ তম ধাপ

              323539506_847137259886926_7120369154589972177_n.jpg

              হয়ে গিয়েছে লাগানো।

              ১২ তম ধাপ

              322151733_1134663267251099_8360693657386617475_n.jpg

              ফুলের মত করে আঠা দিয়ে গোলাপি কালার লাগিয়ে নিব।

              ১৩ তম ধাপ

              322569506_1194297094517180_6946119161563522317_n.jpg

              আকাশি কালার তা ভাঁজ করে লাগিয়ে নিয়েছি।

              322107293_718663283115659_8874088774811337497_n (1).jpg

              হয়ে গেলো রঙিন গ্লিটার পেপার দিয়ে ক্রিসমাস ট্রি সাজানোর ডাই । আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

              ধন্যবাদ সবাইকে

              device Galaxy A13
              LocationDhaka
              photograpy papers cutting

              Sort:  
               2 years ago 

              আপনার ক্রিসমাস ট্রিটি খুবই সুন্দর হয়েছে। গ্লিটার পেপার দিয়ে যেকোনো কিছু তৈরি করলেই অনেক সুন্দর হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ট্রি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

               2 years ago 

              গ্লিটার পেপার এর তৈরি জিনিস গুলো আসলেই অনেক সুন্দর। যদিও বানাতে একটু ঝামেলা তবে ঘর সাজালে দেখতে ভালোই লাগে।ধন্যবাদ আপনাকে।

               2 years ago 

              বাহ আপনি খুব চমৎকারভাবে ক্রিসমাস ট্রি ডাই পোস্ট করেছেন আপনার ক্রিসমাস ট্রি অসাধারণ লাগলো। আর নতুন বছর উপলক্ষে রাতে আমাদের এইদিকেও খুব হাইউল্লাহ ছিল। বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে নতুন বছর পালন করলো আমাদের এখানে। খুব সুন্দর করে ক্রিসমাস ট্রি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

               2 years ago 

              সব জায়গায় এমনই বিকট আওয়াজ হয়েছিলো,যা আসলে অনেকের জন্য সমস্যার সৃষ্টি হয়।ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিবেন

               2 years ago 

              ওয়াও অসাধারন আপনি অনেক সুন্দর করে ক্রিসমাস ট্রি বানিয়েছেন। রঙিন কাগজের যে কোন জিনিস বানালে দেখতে অনেক সুন্দর লাগে। নতুন বছর উপলক্ষে আমাদের এই দিকেও সারারাত মিউজিক এবং বাজনা আওয়াজ শুনা গিয়েছে। আর নিজস্ব লোক গুলো যখন কর্মস্থানে বা দূরে চলে গেলে আমার কাছেও অনেক খারাপ লাগে। রঙ্গিন কাগজের চমৎকার ক্রিসমাস ট্রি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভকামনা রইলো।

               2 years ago 

              আপু ট্রি বানাইনি তো আপু,ট্রি সাজানোর ডাই বানিয়েছি।আসলেই একসাথে কিছুদিন সবার সাথে থেকে পরে চলে গেলে বেশ খারাপই লাগে।ধন্যবাদ আপনাকে।

               2 years ago 

              রঙিন গ্লিটার পেপার দিয়ে ক্রিসমাস ট্রি খুবই সুন্দর ভাবে সাজিয়েছেন আপু। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। আপনার দক্ষতা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। এমন আকর্ষণীয় একটি পোস্ট, আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

               2 years ago 

              আমার তেমন কোন দক্ষতা নেই ভাইয়া।আমি টুকিটাকি চেষ্টা করি আরকি।আর আমি ট্রি বানইনি,বানিয়েছি টি সাজানোর ডাই।

              Coin Marketplace

              STEEM 0.18
              TRX 0.15
              JST 0.029
              BTC 62720.27
              ETH 2447.07
              USDT 1.00
              SBD 2.64