পেন্সিল ও রং দিয়ে দৃশ্য আঁকি [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমি @rahimakhatun

from Bangladesh

৪ ই নভেম্বর ২০২২ খৃস্টাব্দ ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগন সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

প্রস্তুত প্রণালীর ছবি

313447896_428152992818251_6561815708138868348_n.jpg

art by @rahimakhatun

Device- Galaxy -A13


প্রস্তুত প্রণালীর ছবি দেওয়া হলো।

অনেক দিন পর পেন্সিল আর রং নিয়ে বসেছিলাম। মাঝে মাঝে আর্ট করতে ভালোই লাগে। আসলে বাসায় ছোট বাচ্চা থাকলে পেন্সিল আর রং নিয়ে বসলে বেশ ঝামেলা হয়। আমি আর্ট করতে বসলে ,আমার ছেলে ও বসে আর্ট করতে। আমি যেভাবে যেভাবে দাগ দেই ,ও চেষ্টা করে সেইভাবে দিতে। সব চেয়ে সমস্যা হচ্ছে আমার যেই কালারের রং লাগবে ,তারও সেই কালারের রং লাগবে। তারপর মা ছেলে মিলে এক রং নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। ও তো আঁকতে আঁকতে চেয়ার থেকে টেবিলে উঠে আসে।

314072793_1596345400822824_7842732667893638076_n.jpg

আসলে এই দৃশ্যটা আর্ট করেছি। আমি পেন্সিল আর মোম রং দিয়ে। মোম রংগুলো অনেক দিনের ,তাই কেমন জানি নষ্ট হয়ে গিয়েছে। মোম রং অনেক দিন হলে যে নষ্ট হয়ে যায় ,তা আমার জানা ছিল না। তাই আমার আজকের আর্টটা তেমন ভালো হয়নি। সামনে চেষ্টা করবো ,ভালো আর্ট উপহার দেওয়ার।

প্রয়োজনীয় উপকরণ

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো

🔶১. খাতা

🔶২. 3B ও 4B পেন্সিল

🔶৩. মার্কার পেন

🔶৪.মোম রং

314379362_811362306590891_3066516425050003836_n.jpg

উপকরণগুলা লিখে দেওয়া হলো।

প্রস্তুত প্রণালী

♻♻♻ ১ম ধাপ ♻♻♻

314395645_1075754563093777_5100972532769506247_n.jpg

প্রথমে চারদিকে মার্জিন করে নিবো। আমি লাল ওয়াটার কালার দিয়ে দাগ টেনে নিয়েছি।


♻♻♻২য় ধাপ ♻♻♻

313969184_853327349018033_7098184653485088246_n.jpg

তারপর দুইপাশে দাগ টেনে নিবো।

৩য় ধাপ

313462506_824799528788498_2539586362239700673_n.jpg

তারপর দুইপাশে মাঝ বরাবর না দিয়ে একটু এক পাশ করে দাগ টেনে নিবো। তারপর কার্ভ করে আঁকতে থাকবো।

৪র্থ ধাপ

313914573_534969915137441_6611215723890961588_n.jpg

তারপর এইভাবে করে দুইপাশে আলাদা করে দাগ টেনে নিবো। পানির মত করে ছোট ছোট করে দাগ কেটে দিবো।

৫ম ধাপ

313974699_813858779824343_9004674856759424301_n.jpg

তারপর পাথরের মত করে এঁকে নিবো।

৬ষ্ঠ ধাপ

314390849_1317486792332461_6444543553682746007_n.jpg

তারপর সূর্য এঁকে নিবো। তারপর একটা গাছ আঁকার চেষ্টা করছি।

৭ম ধাপ

313926475_433363918980836_8418880299552531566_n.jpg

মোটামুটি আঁকা শেষ ,এবার রং করার পালা।

৮ম ধাপ

313894888_1409707382889249_7591310103042581351_n.jpg

সূর্য এবং গাছে রং করে নিবো।

314423275_639816671221992_306278443911335584_n.jpg


313184940_656652499182203_978186869982172105_n.jpg


314344067_1130907770869032_6415444985042037135_n.jpg
সবশেষে নিজের নাম লিখে নিবো।
শেষ হয়ে গিয়েছে আমার দৃশ্য।খুব বেশি ভালো হয়নি ,ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy scene
Sort:  
 3 years ago 

পেন্সিল দিয়ে খুবই সুন্দর প্রকৃতির দৃশ্য চিত্রাংকন করলেন। আপনার চিত্র অংকনটি দেখে অনেক ভালো লাগলো। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন চিত্রটি আমার খুবই ভালো লেগেছে।

 3 years ago 

সত্যি বলেছেন আপু ছোট বাচ্চারা থাকলে এরকম একটু ঝামেলা হওয়া স্বাভাবিক। যাইহোক মা ও ছেলে মিলে চমৎকার দৃশ্য অংকন করেছেন।চিএের ভিতরে সূর্যটা অনেক ফুটে উঠেছে। পাহাড় ও ঝর্ণা অসাধারণ ছিল। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর দৃশ্যটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আপু সূর্যের রংটাই সাইনপেন দিয়ে করা।বাকি সব মোম রং। মোম রং গুলো নষ্ট হয়ে গিয়েছে। ধন্যবাদ আপু সুন্দর মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

ছোট বাচ্চা বাসায় থাকলে আর ওদের সামনে আর্ট করতে বসলে ওদের আর্টের জিনিসপত্রের দিকে আগ্রহ বেড়ে যায়। পেন্সিল ও মোম রং দিয়ে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন।মোম রং গুলো কিছুদিন ব্যবহার না করলে কেমন যেন হয়ে যায়। তারপর আপনার আর্ট দেখতে ভালো লাগছে।আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

আমি আসলে এটা জানতাম না ব্যবহার না করলে যে নষ্ট হয়ে যাই।কতগুলো রং আমার নষ্ট হলো,ফেলে দেওয়া ছাড়া উপায় নেই 😭😭।

 3 years ago 

আপনার প্রশংসা আর কত করি।সব দিকেই আপনি সমান দক্ষ।চিত্রটাও অসাধারণ হয়েছে।বাচ্চারা এমনই,আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটার প্রতিই তাদের ইন্টারেস্ট জাগবে।আর এত ঝামেলার মাঝেও আপনি এত ভাল ভাল কাজ উপহার দেন আমাদের। ধন্যবাদ আপু সুন্দর একটি চিত্রকর্ম শেয়ার করার জন্য।

 3 years ago 

ঝামেলা মানে ব্যপক ঝামেলা।জানেন রাতে আঁকতে বসলে আমার সাথে রাত জেগে থাকে।ওর চোখের কোথায় যেন পালিয়ে যায়।আপনার সুন্দর সুন্দর মন্তব্য আমাকে ইনস্পিরেশন করে। ধন্যবাদ

 3 years ago 

পেন্সিল ও রং ব্যবহার করে আপনি খুব চমৎকার একটি দৃশ্য একেছেন আপু।অনেক সুন্দর হয়েছে আপনার অংকন টা আমার খুব ভাল লেগেছে ধন্যেবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়নি ভাইয়া।🤪🤪রং টা আমার কাছে বেশি সুবিধার মনে হয়নি।ধন্যবাদ আমার পোস্ট টা দেখার জন্য।

 3 years ago 

রং ভালো না থাকলেও কি আপনার ছবি আকার ধরনটা ভালো ছিল। আপনারা কি আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

এটা হতে পারে রং ভালো হয়নি তবে পেন্সিলের আর্ট টা হয়ত ভালো হয়েছে।সামনে থেকে রং ভালো করার চেষ্টা করবো।ইনশাআল্লাহ

 3 years ago 

পেন্সিল ও রং দিয়ে দৃশ্য অংকন অনেক সুন্দর হয়েছে। মা ও ছেলে মেলি দারুন অংকন করেছেন আপু। এসমস্ত দৃশ্য অংকন দেখতে অসাধারণ লাগে। সূর্য, পাহাড়ের ঝর্না দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আর বলিয়েন ছেলের যন্ত্রনায় আমি অতিষ্ঠ 😭।আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।আপনাকে ধন্যবাদ

 3 years ago (edited)

পেন্সিল দিয়ে আঁকা দৃশ্যগুলো বরাবরই আমার অনেক ভালো লাগে ।আপনি কালারফুল ভাবে দৃশ্যটি প্রস্তুত করে আমাদের মাঝে প্রদর্শন করেছেন ।দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।।

আসলে বাড়িতে ছোট বাচ্চা থাকলে এ ধরনের সমস্যা গুলা হয়ে থাকে। আর সূক্ষ্ম কাজের ঝামেলা করলে বেশি বিরক্তি বোধ হয় আমার কাছে।।

যাহোক আপনি অনেক সুন্দর ভাবে প্রস্তুত করে প্রদর্শন করেছেন সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল।।

 3 years ago 

আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে।ও তো আঁকতে আঁকতে টেবিলের উপরে উঠে গিয়েছিল। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

পেন্সিল রঙ দিয়ে বেশ চমৎকারভাবে দৃশ্য অঙ্কন করেছেন। এমন গ্রাম্য দৃশ্য গুলো দেখতে খুব ভালো লাগে। প্রায় বছর হয়ে গেছে পেন্সিল রঙের কোন কাজ করা হয় না। পেন্সিল রঙ দিয়ে এমন চমৎকার কালার কম্বিনেশন দেওয়াটা সত্যি খুব দক্ষতার ব্যাপার। চমৎকার রেখেছেন আপু এবং সেই সাথে চমৎকার ছিল আর্টের উপস্থাপনা।

 3 years ago 

আপনার আর্ট গুলো অনেক অসাধারণ হয়।আপু আপনি আঁকেন না কেন।আপনার আর্টগুলো আমার খুব ভালো লাগক।বেশ ইউনিক ইউনিক ভাব আছে।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 112188.62
ETH 4312.60
SBD 0.84