মজাদার স্বাদের চিকেন কর্ন সুপ এর রেসিপি ||[{ 10% Beneficiary To @shy-fox 🦊}]

in আমার বাংলা ব্লগ2 years ago

জ রোজ সোমবার
১৪ই ফেব্রুয়ারি ২০২২ খৃস্টাব্দ
১ লা ফাগ্লুন ১৪২৮ বঙ্গাব্দ


এখন ষড়ঋতুর বসন্ত কাল

♥❣💕🌹Happy valentine's Day ♥❣💕🌹


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে ও ভালোবাসা দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

🥣🥣প্রস্তুত প্রণালীর ছবি 🥣🥣

273026644_976871186538768_7572204348118517581_n.jpg

made by @rahimakhatun
পুরো রেসিপির প্রস্তুত প্রণালীর ছবি দেওয়া হলো।
Device- samsung SM-A217F
আজ একটি বিশেষ দিন। আমি আজ এই বিশেষ দিনে বিশেষ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আমার জীবনে প্রথম রেস্টুরেন্ট যেয়ে প্রথমে চিকেন কে কর্ন সুপ খেয়েছি। সেই বহু বছর আগের কথা ,আমার কাজিনের বিয়েতে ,তখন মনে হয়েছিল এ গুলো কোনো খাবার হলো। আস্তে আস্তে খেতে খেতে এখন খুব ভালো লাগে। সুপ রান্না আমি শিখেছি রেস্টুরেন্ট আর এক শেপ থেকে।

রেসিপির ছবি

273048880_468268984894862_4457816717460323507_n.jpg

made by @rahimakhatun
চিকেন সুপের ছবি দেয়া হলো ।

রেসিপির উপকারিতা

সুপের উপকারিতা অনেক। বিশেষ করে রোগী এবং বাচ্চাদের জন্য অনেক উপকার। চিকেন সুপ পানি শূন্যতা দূর করে। শরীরকে হাইড্রাটেড রাখতে সাহায্য করে। সুপ বিভিন্ন স্বাস্থকর খাবারের মধ্যে একটি।

272785587_467025368476241_7570535729296245948_n.jpg

made by @rahimakhatun
চিকেন সুপের ছবি দেয়া হলো ।

এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ

258081645_441388671101997_5230150135296126354_n (1).jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো


উপকরন পরিমান
মুরগী মাংস ২৫০ গ্রাম
তেল ৩ টেবিল
লবন সামান্য
ডিম ৫টা
মাশরুম ২পিছ
কনফ্লাওয়ার ২ টেবিল
টমেটো সস ২ টেবিল
প্রস্তুত প্রণালী

১ম ধাপ

272343502_339097141433732_8081465819341927731_n.jpg

মুরগির মাংসকে ডিম এবং লবন দিয়ে মেখে নিবো।<

২য় ধাপ

272069224_347965493873334_2171237591613388665_n.jpg

একটি কড়াইতে তেল গরম করে নিবো।

৩য় ধাপ

272828926_953682265196014_7754235179746125815_n.jpg

তারপর মুরগির মাংসকে ডিম দিয়ে মাখানো গুলোকে গরম তেলে দিয়ে দিবো।

৪র্থ ধাপ

273192999_4844554098993035_5163948278055414342_n.jpg

একটি কৌটা থেকে মাশরুম নিয়ে নিবো।

৫ম ধাপ

272912937_698691844831587_2754188227335405015_n (1).jpg

মাশরুম কেটে নিবো।

৬ষ্ঠ ধাপ

272708787_638108750639774_5254307581585379407_n.jpg

মুরগিগুলা ভালো করে ভেজে কাটা মাশরুম গুলা দিয়ে দিবো।

৭ম ধাপ

273244575_1121346408632508_6204267339145648037_n.jpg

তারপর ভাজা হয়ে গেলে সস দিয়ে দিবো।

৮ম ধাপ

272895867_369522594598983_3893737915460337669_n.jpg

ভালো ভাবে কষিয়ে নিবো।

৯ম ধাপ

272630477_703471341023299_1589382893085762738_n.jpg

তারপর পরিমানমতো পানি দিয়ে দিবো।

১০ম ধাপ

261117060_637572974237110_5173413216666000813_n.jpg

তারপর ফুটন্ত পানি তে বাকি ৪তা ডিম ভালো করে ফেটে আস্তে আস্তে উপর থেকে দিয়ে দিবো।

১১তম ধাপ

271963509_464665281809084_4772152833960853124_n.jpg

পানিতে কনফ্লাওয়ার গুলিয়ে নিবো।

১২তম ধাপ

272939296_535707127633130_4204805644162353746_n.jpg

তারপর কনফ্লাওয়ার ও মরিচ কুচি দিয়ে দিবো।

শেষের ধাপ

259061724_1012215516030593_557714911684621593_n.jpg

273048880_468268984894862_4457816717460323507_n.jpg


হয়ে গেলো মজাদার স্বাদের চিকেন কর্ন সুপ তৈরি। আশা করি ভালো লাগবে। আজ এই অব্দি অন্য দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe

262062024_634772777967042_2697391207345170494_n.png

267982499_674526233926699_1799859951670034610_n.gif

Sort:  
 2 years ago 

আপনার তৈরি করা স্যুপের রেসিপি দেখতে অনেক সুন্দর হয়েছে । তাছাড়া আপনার তৈরি করা রেসিপিটি দেখে জিভে জল চলে আসলো । ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । এত সুন্দর একটি রেসিপি আমাদের সামনে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ, সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

ওহহ আপু জাস্ট অসাধারণ হয়েছে আপনার রেসিপি টি।
আপু নতুন একটা রেসিপি দেখলাম। দেখে বেশ ভালো লাগল, আমার আগে জানা ছিল না এই রেসিপি সম্পর্কে। আজ সব শিখে নিলাম।উপস্থাপনা অনেক সুন্দর ভাবে করেছেন আপনি।আসলেই শিখলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আরে বাহ! এতো সহজে স্বাদের চিকেন কর্ণ স্যুপ তৈরী করা যায়, এটা কিন্তু জানা ছিলো না। আসলে কখনো এই রেসিপিটি ট্রাই করি নাই। তবে আপনার রেসিপিটি দেখে একটা আইডিয়া পেলাম, একদিন নিশ্চয় ট্রাই করে দেখবো। ধন্যবাদ রেসিপিটি উপস্থাপন করার জন্য।

 2 years ago 

হ্যা,ভাইয়া একদিন ট্রাই করে দেখবেন।আশা করি ভালো লাগবে।ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

টমেটো সস দেয়ার কারণে সুন্দর একটি কালার হয়ে গেল। আপনার কাছে এই রেসিপিটি দেখে মনে হচ্ছে চিকেন কর্ণ স্যুপ তৈরি করা একদমই সহজ।দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর আর মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

সস না দিলে একদম সাদা দেখায়,ঐটা খেতে কেমন যেন লাগে,তাই আমি একটু সস দেই।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
আপু আপনার স্যুপের কালার দেখতে দারুণ হয়েছে। যে রেসিপি দেখতে সুন্দর লাগে সেটি খেতেও অনেক সুস্বাদু হয়। আমি দোকান থেকে কিনে খেয়েছি তবে আপনার স্যুপ দেখে মনে হচ্ছে দোকানের থেকেও বেশি সুস্বাদু হয়েছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
চিকেন কর্ন সুপের রেসিপি দেখে অনেক ভালো লাগলো। খুব সহজ উপায়ে চিকেন কর্ন সুপ রেসিপি তৈরি করেছেন সত্যি অনেক সুন্দর। এবং প্রতিটি স্টেপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটা পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভেচ্ছা রইল,,,
 2 years ago 

ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইল।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার চিকেন কর্ণ সুপ দেখে এখনি খেতে মন চাচ্ছে। আপনি খুব সুন্দর ভাবে উক্ত রেসিপিটি তৈরি করেছেন। রেসিপি তৈরির প্রতিটি স্টেপ আমাদের সাথে শেয়ার করেছেন। আমার কাছে সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60699.39
ETH 2655.06
USDT 1.00
SBD 2.59