পেন্সিল দিয়ে গ্রামের দৃশ্য || [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]
আ
জ রোজ সোমবার
১৬ ই মে ২০২২ খৃস্টাব্দ
২ রা জ্যেষ্ঠ , ১৪২৯ বঙ্গাব্দ
এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
|
|---|
Art by @rahimakhatun
প্রতিদিনের মত আজকেও আমি পোস্ট নিয়ে হাজির হয়েছি। যদিও অনেক দিন পর পেন্সিল ও খাতা নিয়ে বসেছি। আজকে কোনো জানি মনে হল শুদু মাত্র পেন্সিল দিয়ে একটি গ্রামের দৃশ্য আঁকি। যদিও আমি তেমন ভালো একটা পারি না। তবুও সবার দেখাদেখি চেষ্টা করি। আমি জানি এই খানে অনেক ভালো ভালো শিল্পী আসে। আমার কিছু ভুল হলে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। চলুন দেখে নেওয়া যাক।
|
|---|
Art by @rahimakhatun
|
|---|
আমি আজকে পুরো দৃশ্যটা এঁকেছি শুধু মাত্র পেন্সিল দিয়ে। কোনো রং করা হয় নি। আমার আসলে মাঝে মাঝে পেন্সিলে আঁকা দৃশ্য দেখতে ভালো লাগে। আমার পেন্সিলের কলার টা খুবই পছন্দের। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে ,তবে আশা করছি ভালো লাগবে। আমার হঠাৎ কেন জানি আঁকাআঁকি করতে ইচ্ছা হলো তাই ,দেরি না করে বসে পড়লাম পেন্সিল আর খাতা নিয়ে। কথা না বারিয়ে দেখা যাক।
Art by @rahimakhatun
|
|---|
উপকরণঃ
🔶১. খাতা 🔶২. 3B ও 4B পেন্সিল 🔶৩. ইরেজার 🔶৪. শার্পনার
প্রস্তুত প্রণালী |
|---|
| ⏺⏺⏺১ম ধাপ ⏺⏺⏺ |
|---|
প্রথমে পেইজটাকে চারদিকে দাগ টেনে নিবো।,আমি 3Bপেন্সিল দিয়ে দাগ টেনে নিয়েছি।
| ⏺⏺⏺২য় ধাপ⏺⏺⏺ |
|---|
স্কেল দিয়ে আরো কিছু দাগ টেনে নিবো।
| ⏺⏺⏺৩য় ধাপ⏺⏺⏺ |
|---|
তারপর কয়েকটি গাছ আঁকার চেষ্টা করছি।
| ⏺⏺⏺৪র্থ ধাপ⏺⏺⏺ |
|---|
নারিকেল গাছ এঁকে নিয়েছি।
| ⏺⏺⏺৫ম ধাপ⏺⏺⏺ |
|---|
কিছু ঘর এঁকে নিবো।
| ⏺⏺⏺৬ষ্ঠ ধাপ⏺⏺⏺ |
|---|
নৌকা এঁকে নিবো।
| ⏺⏺⏺৭ম ধাপ⏺⏺⏺ |
|---|
নৌকায় পেন্সিল দিয়ে রং করে নিয়েছি।
| ⏺⏺⏺৮ম ধাপ⏺⏺⏺ |
|---|
তারপর আস্তে আস্তে পেন্সিল দিয়ে পেন্সিল কালার করে নিবো।
শেষ হয়ে গেলো আমার গ্রামের দৃশ্য। জানি না কেমন হলো ,খারাপ হলে ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
ধন্যবাদ সবাইকে
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| photograpy | diy |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
JOIN WITH US ON DISCORD SERVER
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |















আপনার এক একটি গুণ আমাকে মুগ্ধ করছে। আপনি দেখছি অনেক সুন্দর আর্টও করেন। গ্রামের দৃশ্যের আর্টটা অনেক সুন্দর হয়েছে তবে রং করলে পরিপূর্ণ হত আর্টটা এবং আরও সুন্দর লাগত। পরবর্তীতে রং করার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে।
আসলে আমি ইচ্ছে করেই রং করিনি।মাঝে মাঝে কালার বিহীন দৃশ্য আমার ভালো লাগে।যাই হোক এর পর থেকে কালার করে দৃশ্য আঁকবো।ধন্যবাদ।
পেন্সিল দিয়ে গ্রামের খুবই সুন্দর দৃশ্য অংকন করলেন। আপনার গ্রামের সুন্দর দৃশ্য অংকন করার উপস্থাপন দেখে আমার খুবই ভালো লাগলো। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন দেখে খুব সহজেই আমি শিখতে পারলাম, পরবর্তী অংকন করব ইনশাল্লাহ।
হ্যা খুব সহজ ভাবেই আঁকতে পেরেছি,চেষ্টা করলে অব্যশই পারবেন।ধন্যবাদ আপনাকে।
গ্রামের-প্রাকৃতিক-দৃশ্য দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই গ্রামের দৃশ্য কে আপনি অঙ্কন করেছেন শুধুমাত্র পেন্সিল এর মাধ্যমে। যা দেখতে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। কিছু গাছ, নৌকা ও কিছু ঘর অংকন করে গ্রামের দৃশ্যকে অত্যন্ত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর গ্রামের দৃশ্য কে আপনি কিভাবে অঙ্কন করেছেন তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমার মাঝে মাঝে শুধু মাএ পেন্সিল দিয়ে আঁকাআকি করতে বেশ ভালো লাগে।হুম ধাপে ধাপে তো দেখাতেন হবে,🤪।ধন্যবাদ
বাহ আপু আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি গ্রামের দৃশ্য অংকন করেছেন। এমন গ্রামের দৃশ্য দেখতে খুব ভালো লাগে। খুব ইচ্ছে করে এমন একটি গ্রামে ঘুরে বেড়াতে। বড় বড় নারকেল গাছ থাকাতে বেশ ভালো লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু পেন্সিল দিয়ে এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল
আমারোও গ্রামে যেতে অনেক ভালো লাগে।গ্রামের পরিবেশটাই অন্যরকম।যাই হোক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিবেন।
আপনি পেন্সিল দিয়ে গ্রামের দৃশ্য অংকন করেছেন আমি ছোটবেলায় এমন করে অংকন করতাম । আপনার অংকন দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনি খুব সুন্দর ভাবে একটি গ্রামের দৃশ্য অংকন করেছেন আপনার জন্য শুভকামনা রইল।
আসলেই আপু কিছু কিছু জিনিস কখনোই ভুলা যায় না।গ্রামের দৃশ্য দেখলে ছোটবেলার কথা মনে পরে যায়।ভালো লাগলো।ধন্যবাদ
পেন্সিল দিয়ে আপনি অনেক চমৎকার গ্রামের দৃশ্য অংকন করেছেন ভাইয়া। দৃশ্যটি দেখতে একদম গ্রামের মতো লাগছে। আপনি অনেক সুন্দর ভাবে গ্রামের দৃশ্য অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তা দেখে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে আপু, আপনার জন্য শুভকামনা রইল।
আমার আাঁকা গ্রামের দৃশ্য আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো।হুম গ্রামের দৃশ্য তো গ্রামের মতোই লাগবে।😉😉।ধন্যবাদ আপু আপনাকে।
আমিও আগে প্রচুর পেন্সিল আর্ট করতাম আপু মনি, পেন্সিল আর্ট আমার খুবই ভালো লাগে, যদিও বলেছেন আপনি ভালো করে আর্ট করতে পারেন না, তারপরেও আপনি অসাধারণ একটি পেন্সিল আর্ট শেয়ার করেছেন আপু মনি, আপনার আর্টটি আমার খুবই ভালো লেগেছে, এবং ধাপ গুলোও খুব চমৎকার করে উপস্থাপনা করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য আপু মনি।
হুম ভাই, আমি টেমন আর্ট করতে পারি না।😭😭।তবে চেষ্টা করি মাঝে মাঝে কিছু করতে।আমার গ্রামের দৃশ্যর উপস্থাপনা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
গ্রামের কথা আসলেই মনটা যেন ভরে যায়। গ্রাম সবার ভালো লাগে ,আমার গ্রাম অনেক ভালো লাগে শহরের তুলনায়। সুন্দর একটি ক্রিয়েটিভ চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
গ্রাম তো শহরের তুলনায় ভালো হবে,গ্রামে প্রান ভরে নিঃশ্বাস নেওয়া যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত শেয়ার করার জন্য।ধন্যবাদ।
অনেকদিন হলো পেন্সিল দিয়ে কোন কিছু অঙ্কন করা হয় না। পেন্সিল দিয়ে কোন জিনিস বা দৃশ্যকে যদি অঙ্কন করা হয় তাহলে এটি অনেক বেশি সুন্দর লাগে ।তবে পেন্সিলের আর্ট করতে কিন্তু বেশ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় ।খুব সুন্দর করেই আপনি পেন্সিল আর্ট করেছেন আপু।
তা তো বটে ধৈর্য ছাড়া কোন কাজই করা সম্ভব না।যাই হোক আপনি অনেক পেন্সিল দিয়ে আঁকেন না,তাহলে এঁকে ফেলেন।আমরা দেখার অপেক্ষায় থাকলাম।ধন্যবাদ
পেন্সিল স্কেচ এর মাধ্যমে গ্রাম্য পরিবেশের খুবই সুন্দর একটি দৃশ্য প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে আসলে গ্রামের দৃশ্য গুলা বরাবরই অনেক ভালো হয়ে থাকে সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভকামনা রইল আপনার
আমি খুব কম আঁকাআকি করি,পারি না বিদায়।যতটুকু আকি আপনার ভালো লাগে বিদায় আমার আগ্রহ আরে বেড়ে যায়।আপনাকে অনেক ধন্যবাদ।